ভাঙ্গা উপজেলা
ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা- বরিশাল মহাসড়কে নয়াপাড়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের সহকারী নিহত হন। এ সময় আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে আরও একজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। নিহত দুইজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
২ দিন আগে
পেশা মোবাইল চুরি, নেশা বিয়ে করা!
পেশা তার দামি দামি মোবাইল সেট চুরি আর নেশা বিয়ে করা। একে একে করেছেন ২৬ বিয়ে। মূলত চোরাই সামগ্রী বিক্রি করে পাওয়া টাকার প্রলোভন দেখিয়ে অসহায় ও দরিদ্র পরিবারের মেয়েদের লক্ষ্যবস্তু বানাতেন তিনি।
১৮৩৮ দিন আগে
অতিথি পাখিতে মুখরিত ফরিদপুরের নুরপুর বিল
অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরপুর বিল। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ বিলে শীতের পরিযায়ী পাখির কিচিরমিচির শব্দ শুনতে জেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন নানা বয়সের দর্শনার্থীরা।
১৮৫৭ দিন আগে