অভিনেত্রী
তানজিন তিশাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন সাংবাদিকরা
সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলায় অভিনেত্রী তানজিন তিশা তোপের মুখে পড়েছেন। এ নিয়ে তিনি ডিবি কার্যালয়ে পর্যন্ত গিয়েছেন।
তিশার এই অপেশাদারী আচরণের প্রতিবাদে রাজপথে সমবেত হলেন দেশের বিনোদন সাংবাদিকরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর কাওরানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।
আরও পড়ুন: আমি গোপনে বিয়ে করার মতো মানুষ নই: লিজা
এসময় প্রতিবাদের পাশাপাশি এই অভিনেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেজাব) মুখপাত্র বুলবুল আহমেদ জয় বলেন, ‘একজন সাংবাদিক কোনো তথ্য পেলে সেটি যাচাই-বাছাই করবে এবং সেই তথ্যের সত্যতা জানতে চাইবেন সংশ্লিষ্ট শিল্পী-কুশলীদের কাছ থেকে। এটাই সাংবাদিকতার প্রথম সূত্র।’
তিনি আরও বলেন, ‘চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমও একই কাজ করেছেন। তিনি একটি তথ্য পেয়ে সেটি এসএমএস পাঠিয়ে তিশার কাছে জানতে চেয়েছেন। এরপর তিশা ফোন করে তামিমসহ সাংবাদিকদের একচেটিয়া হুমকি-ধমকি দিলেন। উড়িয়ে দেওয়ার কথা বলেন। তামিম কিন্তু সেই বিষয়ে নিউজও করেননি। অথচ একদিন পর উল্টো তিশা ডিবি অফিসে গিয়ে তামিমের নামে সাইবার বুলিংয়ের অভিযোগ করেছেন।’
প্রতিবাদ সমাবেশ শেষে বিকাল নাগাদ ডিবি দপ্তরে তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর কথা রয়েছে। একইসঙ্গে এই সমাবেশের পরবর্তী কার্যক্রমও ঘোষণা করা হবে।
সাংবাদিক তানভীর তারেক বলেন, ‘আমি এ অভিনেত্রীর নাম মুখে আনতে চাই না। তবে তার আচরণ খুবই অপেশাদার। তিনি সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি তো দিয়েছেনই আবার ডিবি অফিসে গিয়ে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এর তীব্র নিন্দা জানাই। আর তিনি যদি দুঃখ প্রকাশ না করেন তবে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব।’
সাংবাদিক নাজমুল আনম রানা বলেন, ‘তিশার যদি কোনো অভিযোগ থাকে তবে সে আমাদের জানাতে পারত। কিন্তু সেটা না করে সে হুমকি ধমকি দিয়েছে। পাশাপাশি ডিবি অফিসে গিয়ে অভিযোগ করেছে। চ্যানেল ২৪ তার বিরুদ্ধে মামলা করবে কি না সেটা চ্যানেল কর্তৃপক্ষ বলবে। তবে আমি মনে করি তার এমন আচরণ অপেশাদারী। সে যদি তার অপেশাদার আচরণের জন্য ক্ষমা না চান তবে আমরা যে যার জায়গা থেকে তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব।’
উল্লেখ্য, তানজিন তিশার সঙ্গে সাংবাদিকদের এই ঘটনার সূত্রপাত অভিনেত্রীর ‘আত্মহত্যাচেষ্টা’র খবর প্রকাশের মধ্য দিয়ে। ১৫ নভেম্বর মধ্যরাতে অচেতন তিশাকে তার বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর খবরটি গণমাধ্যমে প্রকাশ হয়। এই ঘটনার পানি পরে আরও ঘোলা হয়।
আরও পড়ুন: ফেসবুক পোস্ট সরানোর কারণ জানালেন তিশা
সহযোগিতার জন্য আমার ডিবি কার্যালয়ে আসা: তানজিন তিশা
ফেসবুক পোস্ট সরানোর কারণ জানালেন তিশা
অভিনেত্রী তানজিন তিশা সোমবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান। সেখানে সাইবার বুলিংয়ের জন্য সহযোগিতা চান এই তারকা।
ডিবি ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন তানজিন তিশা। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিভিন্ন প্রসঙ্গের মধ্যে সাংবাদিকদের প্রতি ক্ষমা চাওয়ার স্ট্যাটাস সরিয়ে নেওয়া প্রসঙ্গে তিশা বলেন, 'স্ট্যাটাসের মাধ্যমে আমি সাংবাদিক ভাইদের প্রতি ক্ষমা চেয়েছিলাম। আমার ভুল স্বীকার করেছিলাম। কিন্তু সেখানেও আমাকে বুলিংয়ের শিকার হতে হয়েছে। তাই পোস্ট সরিয়ে নিই।'
উল্লেখ্য, সম্প্রতি আত্মহত্যার চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ হয় তিশাকে নিয়ে। সেই সঙ্গে গুঞ্জন উঠে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী।
এরপর হাসপাতাল থেকে বাসায় ফেরার পর সাংবাদিকদের উদ্দেশ্যে নেতিবাচক ফেসবুক পোস্ট করেছিলেন তিশা। যদিও এ নিয়ে পরবর্তীতে ক্ষমা চান এই তারকা।
আরও পড়ুন: সহযোগিতার জন্য আমার ডিবি কার্যালয়ে আসা: তানজিন তিশা
সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তানজিন তিশা
আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ: তানজিন তিশা
সহযোগিতার জন্য আমার ডিবি কার্যালয়ে আসা: তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আলোচনা যেন কমছে না।
সোমবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে এই তারকা।
ডিবি ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন তানজিন তিশা। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি তিশা, আত্মহত্যাচেষ্টার গুঞ্জন
তিশা বলেন, ‘ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা শোবিজ ইন্ডাস্ট্রিসহ সব প্লাটফর্মের যারা বিপদে পড়ি, বিশেষ করে যারা সাইবার বুলিং বা হ্যারাসমেন্টের শিকার হন, তারা এখানে আসেন, হারুন স্যারের হেল্প নেন। আমিও তার ব্যতিক্রম নই।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস প্রসঙ্গে তিশা বলেন, ‘ফেসবুকে পোস্ট করা মাত্রই আমি বুলিং হচ্ছি। তাই মনে হয়েছে হারুন স্যারের কাছে এলে, আমি তাদের সহযোগিতা পাব। তাদের সহযোগিতায় আপনাদের বিষয়টি কিছুটা স্পষ্ট করতে পারব। সহযোগিতার জন্য আমার ডিবি কার্যালয়ে আসা।’
উল্লেখ্য, সম্প্রতি আত্মহত্যার চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ হয় তিশাকে নিয়ে। সেই সঙ্গে গুঞ্জন উঠে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী।
এরপর হাসপাতাল থেকে বাসায় ফেরার পর সাংবাদিকদের উদ্দেশে নেতিবাচক ফেসবুক পোস্ট করেছিলেন তিশা। যদিও এ নিয়ে পরে ক্ষমা চান এই তারকা।
আরও পড়ুন: সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তানজিন তিশা
আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ: তানজিন তিশা
আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ: তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যা চেষ্টার গুঞ্জন চলছিল আজ সকাল থেকে। তবে তার হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত ছিল। বর্তমানে অনেকটা সুস্থ আছেন তিনি। এবার আত্মহত্যার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তারকা নিজেই।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেজে তানজিন তিশা লেখেন, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল।'
ঘুমের ওষুধ খাওয়ার প্রসঙ্গে তিশা লেখেন, 'তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয়। এরপর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমার বাবা গত দুই বছর আগে মারা যান। বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নেব না।'
ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি স্মরণ করিয়ে দেন অভিনেত্রী।
তিনি বলেন, ‘আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি যারা যারা আমার ক্ষতি করেছেন, অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেক মানুষের নাম মেনশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের সামনে উপস্থাপন করব।’
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি তিশা, আত্মহত্যাচেষ্টার গুঞ্জন
‘রিক্সা গার্ল’ নাটকে তানজিন তিশা
ইউটিউবে সিলভার প্লে বাটন পেলেন তানজিন তিশা
ওই ছেলে হিমুকে রেখে কবে পালিয়ে যেত: হিমুর প্রেমিক প্রসঙ্গে মিহির
সম্প্রতি মারা গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে অনেক রহস্য। এরই মধ্যে তার প্রেমিক জিয়াউদ্দিন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার এই তারকার মৃত্যু নিয়ে কথা বললেন তার মেকআপ আর্টিস্ট মিহির।
রবিবার (৫ নভেম্বর) সকালে আলোচিত মিহির নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। ১৫ মিনিটের সেই লাইভে নিজের অবস্থান সম্পর্কে জানান।
মিহির বলেন, ‘ফেসবুকে আমাকে নিয়ে ঝড় তুলছে কিছু মানুষ। আমি হেন, আমি তেন, আমি ড্রাগ ডিলার। তারপর পুলিশ আমাকে রিমান্ডে নেয় না কেন?’
আরও পড়ুন: মায়ের পাশে সমাহিত হবেন হিমু
তিনি বলেন, ‘আপনারা যে এটা লিখেছেন আপনারা কি জানেন আমি এই তিন দিন কোথায় ছিলাম? আমি হিমুকে বাসা থেকে হাসপাতালে নিয়ে গেছি, যখন ডাক্তার ঘোষণা দিয়েছে যে হিমু মৃত, সঙ্গে সঙ্গে হিমুর বয়ফ্রেন্ড দুটি মোবাইল নিয়ে পালিয়ে গেছে। তারপর হিমুর খালারা আসছে, আমরা থানায় গিয়েছি, স্টেটমেন্ট দিয়েছি। তখন থেকে আমি কালকে (শনিবার) পর্যন্ত থানায় বসা ছিলাম। শনিবার সকালে ওসি আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে পুরান ঢাকা পাঠাইছেন। ওখানে গিয়ে আমি ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষী দিই। তারপর ম্যাজিস্ট্রেট আমাকে বলেছেন যে ঠিক আছে আপনি এখন যেতে পারেন। এসআই সাব্বির ভাই বলল আপনার আর কোনো কাজ নেই আপনি যেতে পারেন। এই তিন দিন ধরে আমাকে থানায় বসিয়ে রাখা হয়েছে, নজরবন্দিতে রাখা হয়েছে। আমার ফোন টেপ করা হয়েছে। আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে। হাজার হাজার প্রশ্ন করা হয়েছে।’
প্রয়াত অভিনেত্রী তাজিন আহমেদের কথা উল্লেখ্য করে মিহিরি বলেন, ‘তাজিন আপা মরছে আমি ছিলাম, হিমু মরছে আমি ছিলাম এ বিষয়টি আপনাদের ভাবিয়ে তুলছে। এই পাঁচ বছরের ব্যবধানে দু’জন মানুষ মরছে আমি ছিলাম। এরা আমার নিকট আত্মীয় ছিল, ফ্যামিলি মেম্বারের মতো।’
তিনি বলেন, ‘তাজিন আপা আমাকে বলত মুন্নার সঙ্গে আমার যখন বিয়ে হইছে তোর মতন ছেলে হইত আমার। তাজিন আপা আমাকে নিজের ছেলের মতো সম্বোধন করত। তাজিন আপার বাসায় ছিলাম বলে আমি আপাকে নিয়ে হাসপাতালে গেছি। চিকিৎসা করাইছি। চিকিৎসা করতে গিয়ে উনি তিন-চার ঘণ্টা, পাঁচ ঘণ্টা পরে মারা গেছেন। আর না হলে তো তাজিন আপা স্ট্রোক করে বাসায় মরে পড়ে থাকত। সাতদিন ধরে দরজা বন্ধ থাকত পরে লাশ বের করতে হইত। আপনারা খবর পাইতেন। আমি ছিলাম বলে এরকম কিছু হয়নি। এটা কেউ বলে না যে, তুই ছিলি বলে আমরা তাজিন আপারে ফ্রেশ তরতাজা দাফন করতে পারছি।’
হিমুর প্রেমিকের প্রসঙ্গ টেনে মিহির বলেন, ‘আমি না থাকলে হিমুর বয়ফ্রেন্ড তাকে ঘরের ভেতর ঝুলাইয়া রাইখা দরজা বন্ধ কইরা পালাইয়া যাইত। এটা কি হতো না? এটা তো কেউ বলেন না যে, তুই ছিলি বলে হিমুকে আমরা বের করে আনতে পারছি বা ওকে ধরতে পারছে পুলিশ। হিমুর বয়ফ্রেন্ড ইন্ডিয়ান। না হলে তো ওই ছেলে হিমুকে রেখে কবে পালাইয়া যাইত। ঠান্ডা মাথায় পলাইয়া যাইত। আমি ভালো করছি এটা কেউ বলে না। সব খারাপ করছি, আমি রাবন। আমাকে পারলে ফাঁসি দিয়ে দেন। আপনারা একটা মানুষ আছেন, কেউ আছেন যে আমার পাশে দাঁড়াবেন। আমার খোঁজ নিয়েছেন। আমি কেমনে আছি, আমার মানসিক যন্ত্রণা হচ্ছে। আমি মানুষ না। আমার কষ্ট হচ্ছে না হিমু আমার বোনের মতো, মরে গেছে, আমার কি ভেতরে সুখ লাগতেছে, আমার ভালো লাগতেছে। আমাকে নিয়ে বাজে কথা বলার জন্য সকলে লাইনে দাঁড়িয়ে আছেন।’
আরও পড়ুন: সিনেমা নির্মাণের অনুপ্রেরণা পাচ্ছি না: অমিতাভ রেজা
মিহির বলেন, ‘হিমু মরছে আমি ছিলাম। এখন আমি করছি না ওই ছেলে করছে সেটা তো ওই ছেলে নিজেই স্বীকার করছে। তারপরও কেন আপনাদের ভেতর এত দ্বিধাদ্বন্দ্ব যে মিহির ছিল। মিহির ছিল বলেই তো ফ্রেশ হিমুরে বের করে হাসপাতালে নিয়ে আসছে। আমি উপকার করছি এই জন্য আমাকে সকলে মিলে ফাঁসি দিয়ে দেন। আমার কেউ নেই তো, কোনো বড় লেভের মানুষ নেই যে আমাকে সাপোর্ট দেবে, ব্যাকআপ দেবে। আমি মনে করতাম মিডিয়া আমার ফ্যামিলি, আমি কাজ করি, সবাই আমার পরিবার, আমি যখন যেখানে কাজ পাই তাদের জন্য মন থেকে কাজ করি। এমনকি অতিরিক্ত কাজও করে দেই। তাদের যে কাজ আমার করার না এগুলোও আমি করি শুটিংয়ের সেটে। আমি সেটে সবাইকে আপন করার চেষ্টা করি। সবাইকে ভালো করে সার্ভিস দেই। কিন্তু কোনো লাভ হয়নি এত বছরের সার্ভিসে। আমার ভুলটা কোথায় একজন বের হন, একজন গাইড করেন আমাকে। তা না খালি আমাকে নিয়ে বড় বড় কথা আর বদনাম করবেন, করেন। আমি যদি কোনো ধরনের খারাপ কাজ করতাম তাহলে ভয়ে পালাইয়া যাইতাম। আমার ভেতরে ভয় লাগে না। আমার ভেতরে ঘেন্না লাগছে, ভেতরে কষ্ট হচ্ছে। আপনাদের জন্য মায়া হচ্ছে যে, আপনারা এতটা নেগেটিভ যে আপনারা মানুষকে নিয়ে ভাবতে পারেন না। মানুষের সাহায্য করতে পারেন না।’
আরও পড়ুন: সর্বোচ্চ আয়কারী ১০ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র
মায়ের পাশে সমাহিত হবেন হিমু
অভিনেত্রী হুমায়রা হিমু বৃহস্পতিবার (২ নভেম্বর) মারা যান। জানা গিয়েছিল এই তারকা আত্মহত্যা করেছেন। তবে সেটি নিয়ে তদন্ত চলছে।
প্রয়াত এই তারকার জানাজা শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুমা চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়েছিলেন নাট্যাঙ্গন ও চলচ্চিত্রের নির্তামারা।
আরও পড়ুন: পরিচালনায় অরুণা বিশ্বাসের অভিষেক, মুক্তি পেল ‘অসম্ভব’
এদিকে জানাজা শেষে হিমুর লাশ নিয়ে তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর রওনা দেন স্বজনরা।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি ও অভিনেতা আহসান হাবিব নাসিম গণমাধ্যমে জানিয়েছেন, লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে হিমুকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, হিমুর মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিন রাফিকে আটক করেছে র্যাব-১।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বংশাল এলাকা থেকে রাফিকে আটক করা হয় বলে গণমাধ্যমে জানিয়েছেন র্যাবের এক কর্মকর্তা।
আরও পড়ুন: হুমায়রা হিমুর মৃত্যু: ঢাকার বংশাল থেকে একজনকে আটক করেছে র্যাব
অভিনেত্রী হিমু আর নেই
পরিচালনায় অরুণা বিশ্বাসের অভিষেক, মুক্তি পেল ‘অসম্ভব’
অরুণা বিশ্বাস এ দেশের সিনেমা ইন্ডাস্ট্রির একজন বরেণ্য অভিনেত্রী। অভিনয়ে দর্শকের হৃদয় ছুঁয়েছেন বহু আগেই। এবার নতুন এক অরুণা বিশ্বাসের আগমন ঘটল। প্রথমবার সিনেমা পরিচালনা করলেন তিনি। নাম ‘অসম্ভব’। আজ (৩ নভেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটি।
সরকারি অনুদানের এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন গাজী আব্দুন নূর ও সোহানা সাবা। আরও আছেন- আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ, যাত্রা সম্রাজ্ঞীখ্যাত জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকে।
অরুণা বিশ্বাস সিনেমাটি প্রসঙ্গে ইউএনবিকে বলেন, ‘আমার সিনেমাটি অনেকদিন পর দর্শককে ফুল কমার্শিয়ালের আনন্দ দেবে। এখানে আমাদের ঐতিহ্য যাত্রাকে আমি তুলে ধরেছি। তার সঙ্গে প্রেম, বিরহ, আনন্দ সবকিছুই রয়েছে সিনেমাটিতে। দর্শক হল থেকে পুরো বিনোদন নিয়ে বের হবে আশা করি।’
উল্লেখ্য, ‘অসম্ভব’ ঢাকা ও অন্যান্য জেলার প্রায় ২০ হলে মুক্তি পেয়েছে। সিনেমাটির গানের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় এবং গাজী মাজহারুর আনোয়ার। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অনিমা রায়, চম্পা বণিক।
আরও পড়ুন: সর্বোচ্চ আয়কারী ১০ বাংলাদেশি চলচ্চিত্র
নতুন জুটির ‘মেঘের কপাট’ মুক্তি পাচ্ছে আগামীকাল
অভিনেত্রী হিমু আর নেই
জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে এই তারকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, উত্তরার নিজ বাসায় আত্মহত্যা করেছেন হিমু। উত্তরার বাংলাদেশ মেডিক্যালে তার লাশ রাখা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় আসবেন জিৎ
আহসান হাবিব নাসিম জানান, এই অভিনেত্রীর প্রেমিক নিখোঁজ রয়েছেন এবং তার ফোন বন্ধ। আর এটি আত্মহত্যা নাকি খুন তা এখনই বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক।
উল্লেখ্য, ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’তে অভিনয়ের মধ্যে দিয়ে ক্যারিয়ার শুরু করেন হিমু। এরপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: ‘বিউটি সার্কাস’ টিমের প্রতি কৃতজ্ঞ: জয়া আহসান
‘নায়িকাদের কেন সংসার টেকে না’- ব্যাখ্যা দিলেন ফারিয়া
লাক্স তারকা ফারিয়া শাহরিন অনেকদিন ধরেই আলোচনায় নেই। এবার ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি বিরতির ইতি টানলেন।
যেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘অন্তরা’ খ্যাত এই অভিনেত্রী ব্যাখ্যা দেন, শোবিজ তারকাদের কেন সংসার টেকে না।
আরও পড়ুন: ৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
ফারিয়া তার পোস্টে লেখেন, ‘আজ সারাদিন ভাবলাম, নায়িকাদের সংসার কেন টিকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারো দুঃখ লাগলে দয়া করে ক্ষমা করবেন। নায়িকা হলো স্বপ্নের মানুষ। স্বপ্নে তার হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, তার কথা ভাবতে ভাবতে অনেক কিছুই পুরুষরা করে; ওইটা আর নাই বললাম থাক!’
এই অভিনেত্রী আরও বলেন, ‘ওই নায়িকাকে যখন দেখবেন বাসায় ছিঁড়া গেঞ্জি পরে রান্না করতেছে, মেকআপ ছাড়া বউয়ের মতো মাথায় তেল দিয়ে বাসা ঝাড়ু দিচ্ছে, দাঁত মাঝতেছে, টয়লেট করতেছে, পেত্নীর মতো দুই পা ঝুলিয়ে মোবাইল টিপতেছে আর খাচ্ছে, ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকবে না। বরং বাস্তবের জরিনা হয়ে যাবে।’
মেকআপ ছাড়া খুব কম নায়িকাই সুন্দরী তা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো নায়িকা লুতুপুতু সুন্দরী না। খুব কমই নায়িকা আছে যে ন্যাচারালি সুন্দর। আর হলেও রোজ কি একই তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে? তাই নায়িকারা টিভির জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়ার থেকে স্বপ্নের অপ্সরা হয়ে বেঁচে থাকলেই বরং ভালো।’
উল্লেখ্য, কয়েক বছর আগে চিত্রনায়িকা পরীমনি ও ফারিয়া শাহরিন একসঙ্গে আলোচনায় আসেন তাদের সাবেক প্রেমিককে নিয়ে। যা নিয়ে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই বেশ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
আরও পড়ুন: লন্ডনে গানে গানে মাতালো 'সোলস'
ক্যানবেরা মাতালো সোলস
ছোটপর্দায় নিষিদ্ধ অভিনেত্রী চমক
অপ্রীতিকর ঘটনার কারণে বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শুটিং সেটে অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার ও কাজ বন্ধ করায় তার বিরুদ্ধে অভিযোগ উঠে। তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় তিন সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘে।
সোমবার (২১ আগস্ট) দুপুরে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড সংবাদ সম্মেলন ডাকে। সেখানে জানানো হয়, তিন মাসের জন্য অভিনেত্রী চমককে নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সব ধরনের কাজ না করার নির্দেশ দিয়েছে ডিরেক্টরস গিল্ড।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের জন্য ক্ষতিপূরণ দিতে হবে চমককে এবং থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে।
আরও পড়ুন: বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
এতে আরও জানানো হয়, নাটকের প্রযোজক, পরিচালক, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সবার উপস্থিতিতে দুঃখ প্রকাশ করবেন ও ক্ষমা চাইবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সচেষ্ট থাকবেন।
উল্লেখ্য, আদিফ হাসান পরিচালিত ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ এর শুটিং চলছিল ৪ আগস্ট। সেখানে একটি বিষয় নিয়ে তর্ক শুরু করেন চমক। এমনকি সেটে পুলিশ ডাকেন এই অভিনেত্রী। আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত ঘটে।
আরও পড়ুন: ‘সাড়ে ষোল’ জটিল সুন্দর গল্প: মম