বহির্নোঙর
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে ভারতীয় নাগরিকের মৃত্যু
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে ক্রুনাল কুমার গজানন্দ নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু
ক্রুনাল কুমার গজানন্দ ভারতের গুজরাটের বাসিন্দা এবং ট্রাইস্টার ডুগন নামে জাহাজে কর্মরত ছিলেন।
বন্দর সূত্রে জানা যায়, পতেঙ্গা থানার আলফা বহির্নোঙর এলাকায় জাহাজটি নোঙর করা ছিল। জাহাজে কাজ করার সময় ক্রুনাল কুমার অসাবধানতাবশত পড়ে যান। জাহাজের উপর থেকে ডেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে শনিবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরে আলম আশেক বলেন, ওই ভারতীয় নাগরিকের লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে পানিতে ডুবে বোন-ভাইয়ের মৃত্যু
মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু
৭ মাস আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজডুবি, ১৩ জন উদ্ধার
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। ‘দেলোয়ার আল বাহার’- নামের এই লাইটার জাহাজটি বুধবার (১৪ জুন) রাতে বৈরি আবহাওয়া কারণে তলা ফেটে ডুবে যায় বলে জানিয়েছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার বিকালে বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি ছোট লাইটার জাহাজ ডুবে গেছে। কেউ হতাহত নেই, ডুবে যাওয়ার জায়গাটি আমরা চিহ্নিত করে রেখেছি। বন্দরে জাহাজ চলাচলের কোনো সমস্যা হচ্ছে না।’
কোস্টগার্ড সদরদপ্তরের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার মো. আশিকুর রহমান জানান, ডুবে যাওয়া জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন। আশপাশের লাইটার জাহাজগুলো তাদের উদ্ধার করেছে।
তিনি বলেন, বহির্নোঙরে আলফা এ্যাঙ্করেজ এলাকায় ‘এমভি দেলোয়ার আল বাহার’ নামের লাইটার জাহাজটির তলা ফেটে যায়। এসময় বৈরি আবহাওয়া ছিল। জাতীয় জরুরি সেবা থেকে সকল পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ‘মেটাল শার্ক’কে ঘটনাস্থলে পাঠানো হয়। এর আগেই ডুবে যাওয়া জাহাজের ১৩ জন নাবিককে উদ্ধার করে আশপাশের লাইটারগুলো।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভ্যন্তরীণ নদীপথে চলার জন্য নৌপরিবহন অধিদপ্তর থেকে অনুমোদন নেয় জাহাজটি। কিন্তু নিয়ম ভেঙে লাইটার জাহাজটি সমুদ্রপথে চলছিল।
আরও পড়ুন: মোংলায় সারবোঝাই লাইটার জাহাজডুবি
মেঘনায় তেলবাহী জাহাজডুবি: ৩ দিনেও শুরু হয়নি উদ্ধারকাজ, আরও তদন্ত কমিটি গঠন
কর্ণফুলীতে জাহাজডুবি: আরও ২ জনের লাশ উদ্ধার
১ বছর আগে
মাতারবাড়ী বন্দরে ভিড়েছে প্রথম বাণিজ্যিক জাহাজ
প্রথমবারের মতো পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি ভেনাস ট্রায়াম্প’ সফলভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী বন্দর জেটিতে ভিড়েছে।
৩ বছর আগে