বিশ্বসেরা
বিশ্বসেরা গবেষকদের তালিকায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫১ গবেষক
বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি)৫১ জন গবেষক। গত ৩০ জুন প্রকাশিত হয়েছে ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৩’ এর রিপোর্ট।
এ বছর বিশ্বের ২১৮ টি দেশের ২১ হাজার ৯৯৪ প্রতিষ্ঠানকে ১০টি অঞ্চলে বিভক্ত করে মোট ১১টি বিষয়ের ওপর ১৩ লাখ ৫২ হাজার ২৮১ জন গবেষকের নাম প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: ইটভাটায় কাজ করে জিপিএ-৫ পাওয়া রাজুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা
উল্লেখ্য, প্রফেসর মুরাট অ্যালপার ও প্রফেসর শিহান ডগারের তত্ত্বাবধানে গুগল স্কলার প্রোফাইলের সকল গবেষণাপত্রের এইচ-ইনডেক্স, আই-টেন ইনডেক্স এবং সাইটেশনের ওপর পর্যালোচনা করে ২০২১ সাল থেকে এ রিপোর্ট প্রকাশিত হয়ে আসছে।
চলতি বছরে বাংলাদেশের ১৯৬ টি প্রতিষ্ঠান থেকে মোট ৯ হাজার ২৬৮ জন বিজ্ঞানীর নাম স্থান পেয়েছে রিপোর্টটিতে।
এর মধ্যে খুকৃবি’র কৃষি অনুষদ থেকে সর্বোচ্চ ১৮ জন, ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিকেল সাইন্সেস অনুষদের ১৭ জন, ফিশারিজ এন্ড ওশান সাইন্স অনুষদ থেকে ৭ জন, এগ্রিকালচারাল ইকোনমিকস এন্ড এগ্রিবিজনেস স্টাডিজ অনুষদের ৫ জন এবং এগ্রিকালচারাল ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ থেকে ৪ জন, মোট ৫১ জন শিক্ষকের নাম স্থান পেয়েছে রিপোর্টে।
যারা সবাই একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক মানের গবেষণা ও পাঠদানের মাধ্যমে নিরলস কাজ করে যাচ্ছে।
নতুন প্রতিষ্ঠিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে নিয়ে যাচ্ছে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম দিকে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোর রবিবারের পরীক্ষা স্থগিত
গুচ্ছ ভর্তিতে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়: ইউজিসি
১ বছর আগে
কোভিডের বছরেও দেশের প্রবৃদ্ধি বিশ্বসেরাদের অন্যতম: তথ্যমন্ত্রী
করোনাভাইরাস মহামারির ২০২০ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে তা বিশ্বে সর্বোচ্চ প্রবৃদ্ধির দেশগুলোর অন্যতম বলে বৃহস্পতিবার দাবি করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
৩ বছর আগে