ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ
চট্টগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
পদুয়া ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কক্সবাজার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের মো. আয়াচ (৩৬), হাজি পাড়া এলাকার মৃত মো. ইব্রাহিমের ছেলে শাহ আলম (জেকব) (৪১) ও জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন:তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাসহ নিহত ৪
স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসটি একটি ট্রাককে পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হন। গুরুতর আহতবস্থায় পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
আহত চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিভে গেল কলেজছাত্রীর জীবন প্রদীপ
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী নোহা মাইক্রোবাস পদুয়া ইউনিয়ন পরিষদের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। অন্য জন হাসপাতালে নেয়ার পথে মারা যান।
আরও পড়ুন: ২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
৩ বছর আগে
ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে সিলেটে পর্যটক নিহত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক যুবক নিহত হয়েছেন।
৩ বছর আগে