শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দরবস্ত বাজারে এই দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও ছয়জন আহত হয়েছেন।
নিহত গোলাম মোস্তফা (৩৮) ঢাকার চাঙ্গারপুল এলাকার মৃত আজিজ বেপারীর ছেলে।
আরও পড়ুন: মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
পুলিশ জানায়, সিলেটের জাফলং ঘুরতে ঢাকা থেকে মোস্তফাসহ সহপাঠীরা রওয়ানা হন। তাদের বহনকারী মাইক্রোবাসটি দরবস্থ বাজারে পৌঁছা মাত্রই সিলেটগামী বালুভর্তি ডাম্প ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাস যাত্রী গোলাম মোস্তফা গুরুতর আহত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মালেক জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাক ও হাইয়েস মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ সময় পুলিশ ট্রাকের কাউকে আটক করতে পারেনি। তারা ঘটনার পর পরই পালিয়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন। জাফলংয়ে বেড়ানোর জন্য তারা ১০ জন সিলেটে আসেন।
আরও পড়ুন: লালমনিরহাট ও নেত্রকোনায় পৃথক দুর্ঘটনায় নিহত ২
এদিকে, গত ৩০ ডিসেম্বর সিলেটের গোলাপগঞ্জে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ চারজন নিহত হন।
স্থানীয় সূত্র জানায়, ওই দিন ভোর সাড়ে ৫টার দিকে গোলাপগঞ্জ উপজেলার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ট্রাকের পেছনে একটি নোহা মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ভেতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও চারজন যাত্রী। মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পার্শ্ববর্তী কলোনিতে গিয়ে পড়ে। এতে মারা যায় এক শিশু।
আরও পড়ুন: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ নিহত ২
গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাস (নোহা) ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ভেতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনে মাইক্রোবাসটি পুরোপুরি পুড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
আরও পড়ুন: কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত
জানা গেছে, এ ঘটনাটি তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯ এ কল দিয়ে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।