বাস-পিকআপ সংঘর্ষ
পোস্তগোলায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
ঢাকার পোস্তগোলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে সোমবার দুইজন নিহত হয়েছেন। বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার আতিকুর রহমান আপেল(৩০) ও কামরুল হুদা(২৬)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা ৭টায় রাইদা পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ও তার সহকারীসহ দুই পথচারী গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, ‘ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে পথচারীদের মৃত ঘোষণা করা হয়। লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।’
এদিকে শ্যামপুর থানা পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান বাচ্চু মিয়া।
আরও পড়ুন: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সদ্য বিবাহিত যুবকের মৃত্যু!
কিশোরগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২
রাজধানীর খিলগাঁও ও পোস্তগোলায় অগ্নিকাণ্ড
১১৬৯ দিন আগে
চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
১৮৪৫ দিন আগে