শুক্রবার সকাল ৯টার দিকে চকরিয়ায় বরইতলী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে সিলেটে পর্যটক নিহত
নিহতরা হলেন- পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শফিকুল আব্বাসের ছেলে মোহাম্মদ মানিক (৩২), শাহাব উদ্দিনের ছেলে মো. বাবু (৩৫)।
আহতরা হলেন- অতুল বড়ূয়া (২২), নিশীথ বড়ুয়া (১৮), হেলাসিং মারমা (২৪), তফুরা খাতুন (৭০) ও মমতাজ (২৮)। তারা সবাই বান্দরবান জেলার লামা উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো.আনিসুর রহমান জানান, সকালে লামা থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি চকরিয়ার বরইতলী রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ (ডাম্পার) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। আহত হয় আরও পাঁচ যাত্রী।
আরও পড়ুন: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে চট্টগ্রাম হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: লালমনিরহাট ও নেত্রকোনায় পৃথক দুর্ঘটনায় নিহত ২
এদিকে, সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও ছয়জন আহত হয়েছেন।
নিহত গোলাম মোস্তফা (৩৮) ঢাকার চাঙ্গারপুল এলাকার মৃত আজিজ বেপারীর ছেলে।
আরও পড়ুন: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ নিহত ২
পুলিশ জানায়, সিলেটের জাফলং ঘুরতে ঢাকা থেকে মোস্তফাসহ সহপাঠীরা রওয়ানা হন। তাদের বহনকারী মাইক্রোবাসটি দরবস্থ বাজারে পৌঁছা মাত্রই সিলেটগামী বালুভর্তি ডাম্প ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাস যাত্রী গোলাম মোস্তফা গুরুতর আহত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মালেক জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও হাইয়েস মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ সময় পুলিশ ট্রাকের কাউকে আটক করতে পারেনি। তারা ঘটনার পর পরই পালিয়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন। জাফলংয়ে বেড়ানোর জন্য তারা ১০ জন সিলেটে আসেন।