কার্গো
ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে
খুলনার অভয়নগরের ভৈরব নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। রবিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া এলাকায় এমভি সাকিব বিভা-২ জাহাজটির তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়ার সময় জাহাজে প্রায় ৬৮৫ মেট্রিক টন কয়লা ছিল। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জে এইচ এম গ্রুপ ইন্দোনেশিয়া থেকে ওই কয়লা আমদানি করে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বন্দরে এনেছিল।
আমদানিকারক প্রতিষ্ঠান সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে এসব কয়লা বড় জাহাজে করে প্রথমে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আনা হয়। সেখান থেকে প্রায় ৬৮৫ মেট্রিক টন কয়লা ছোট কার্গো জাহাজ এমভি সাকিব বিভা-২-এ তোলা হয়।
গত শনিবার সকালে নওয়াপাড়ার উদ্দেশে কার্গো জাহাজটি রওনা দেয়। শনিবার রাতে জাহাজটি অভয়নগর উপজেলার নওয়াপাড়া নোনাঘাট এলাকায় ভৈরব নদের ঘাটে পৌঁছায়। জাহাজটি নোঙরের জন্য অপেক্ষায় ছিল।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজডুবি, ১৩ জন উদ্ধার
রাত সাড়ে ১০টার দিকে নদে ভাটা ছিল। এ সময় কার্গো জাহাজটি ঘোরানোর সময় নদের মাটির সঙ্গে জাহাজের তলায় সজোরে আঘাত লাগে। এতে তলা ফেটে জাহাজে পানি উঠতে থাকে এবং জাহাজটি ধীরে ধীরে নদে তলিয়ে যেতে থাকে। প্রায় এক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে জাহাজটি ডুবে যায়।
এমভি সাকিব বিভা-২-এর মাস্টার মো. বেল্লাল হোসেন জানান, নওয়াপাড়া নোনাঘাটের পাশে জাহাজটি ভেড়ানো হয়। রাত সাড়ে ১০টার দিকে নদে ভাটা ছিল। এ সময় কার্গো জাহাজটি ঘাটে নোঙর করার জন্য ঘোরানো হচ্ছিল। হঠাৎ নদের শক্ত মাটির সঙ্গে জাহাজের তলায় সজোরে আঘাত লাগে। এতে জাহাজের তলা ফেটে যায়। এরপর জাহাজে পানি উঠতে থাকে।
রাত সাড়ে ১১টার দিকে জাহাজটি ডুবে যায়। জাহাজের নিচতলা সম্পূর্ণ তলিয়ে গেছে। তবে জাহাজের ওপরের তলা পানির ওপরে রয়েছে বলে জানান মাস্টার বেল্লাল হোসেন।
তিনি আরও বলেন,জাহাজটি ডুবে যাওয়ার সময় জাহাজে মাস্টার, সুকানিসহ মোট ১১ জন ছিলেন। সবাই সাঁতরে তীরে উঠেছেন।
এ সময় জাহাজে প্রায় প্রায় ১ কোটি ১২ লাখ টাকার কয়লা ছিল।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জে এইচ এম গ্রুপের লজিস্টিক ব্যবস্থাপক রাহুল দেব বিশ্বাস বলেন, কয়লা উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হয়েছে। সোমবার থেকে কয়লা উদ্ধারের কাজ শুরু করা হবে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে। উদ্ধার শেষ হলে তা বোঝা যাবে।
আরও পড়ুন: শিবসা নদীতে ফ্লাইঅ্যাশবোঝাই জাহাজডুবি, ১২ নাবিক উদ্ধার
৭ মাস আগে
ইজিপ্টএয়ার কার্গো পরিষেবা বিশ্ব বাজারের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, নতুন গন্তব্যে পণ্য রপ্তানি করতে ইজিপ্টএয়ারের কার্গো সার্ভিস বাংলাদেশের সঙ্গে বৈশ্বিক বাজারের সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি ঢাকা থেকে ইজিপ্টএয়ারের কার্গো পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে বলেন, এটি আমাদের উভয় দেশের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক এবং এটি আমাদের মধ্যে আরও উল্লেখযোগ্য বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার দিকে পরিচালিত করবে।
আরও পড়ুন: জিয়ার পক্ষে রাজপথে স্লোগান জাতির জন্য দুভার্গ্যজনক: সংস্কৃতি প্রতিমন্ত্রী
রবিবার (২০ আগস্ট) ইজিপ্টএয়ার জিএসএ কার্গো ঢাকা থেকে কার্গো সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে শনিবার (১৯ আগস্ট) নগরীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ একিট অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
ইজিপ্ট এয়ার জিএসএ কার্গোর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, ক্যাপ্টেন গাসের হোসেন, চেয়ারম্যান, ইজিপ্ট এয়ার কার্গো; আহমেদ কেলানি, হেড অব ফাইন্যান্স, ইজিপ্ট এয়ার, কার্গো এবং হেশাম এল সৈয়দ, ভিপি, ইজিপ্ট এয়ার কার্গো।
প্রতিমন্ত্রী বলেন, মিশর এয়ার কার্গো সার্ভিস বাংলাদেশের বাজারে একটি মূল্যবান সম্পদ হবে এবং এটি আমাদের বাণিজ্য সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদী।
তিনি বলেন, বাংলাদেশে তরুণ ও কর্মক্ষম জনগণ রয়েছে। একই সঙ্গে এটি উদীয়মান অর্থনীতির দেশ। এদেশের একটি শক্তিশালী উৎপাদন খাত এবং একটি ক্রমবর্ধমান রপ্তানি বাজার রয়েছে।
মাহবুব আলী বলেন, বাংলাদেশে নিয়মিত ফ্লাইটে ইজিপ্ট এয়ার কার্গোকে একীভূত করা উভয় দেশের জন্যই লাভজনক বিষয়।
তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি এটি আমাদের জনগণের জন্য নতুন কর্মসংস্থান ও সুযোগ সৃষ্টি করবে।
গত তিন মাসে যাত্রীদের কাছ থেকে ঢাকা-কায়রো-ঢাকা সরাসরি ফ্লাইট পরিচালনায় ব্যাপক সাড়া পাওয়ার পর ইজিপ্টএয়ার দুটি গন্তব্যের মধ্যে তার কার্গো পরিষেবা চালু করেছে।
মিশরের জাতীয় পতাকাবাহী সংস্থার কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে কার্গো ব্যবসা শুরুর ঘোষণা দেন।
ইজিপ্টএয়ারের প্রথম যাত্রীবাহী ফ্লাইট ১৪ মে ঢাকা থেকে ৩০৯টি আসন পূরণ করে যাত্রী নিয়ে চলাচল শুরু করে।
ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরুর প্রথম দিন থেকেই ইজিপ্টএয়ার যাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। এটি আমাদের কার্গো পরিষেবা প্রদানের জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে।
তিনি বলেন, বাংলাদেশের মতো ক্রমবর্ধমান বাজারের গ্রাহকদের আকৃষ্ট করতে মিশর তার কার্গো পরিষেবার একটি উচ্চ মান বজায় রাখবে।
যা তার রপ্তানি খাতে ব্যাপক প্রবৃদ্ধি প্রত্যক্ষ করছে।
আরও পড়ুন: বঙ্গমাতার নামে পাঠাগার স্থাপন অনেক আত্মতৃপ্তির: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া দেশের সংবিধান পাল্টে দিতে চেয়েছিল: নৌপ্রতিমন্ত্রী
১ বছর আগে
ঢাকা থেকে কার্গো সার্ভিস চালু করতে যাচ্ছে ইজিপ্টএয়ার
ঢাকা-কায়রো-ঢাকা সরাসরি ফ্লাইট পরিচালনায় গত তিন মাসে যাত্রীদের ব্যাপক সাড়া পাওয়ায় এবার দুটি গন্তব্যের জন্য তার কার্গো পরিষেবা চালু করছে ইজিপ্টএয়ার।
এভিয়েশন ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, শিগগিরই ঢাকা থেকে মিশরের জাতীয় পতাকাবাহী সংস্থা কার্গো ব্যবসা শুরু করবে।
আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট-ফার্মগেট সেকশন সেপ্টেম্বরে চালু হবে: কাদের
নতুন ব্যবসার আনুষ্ঠানিক সূচনাকে স্মরণ করার জন্য ইজিপ্টএয়ার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে।
এর আগে ১৪ মে ইজিপ্টএয়ার ৩০৯ জন যাত্রী নিয়ে আসন পূরণ করে তাদের যাত্রা শুর করে।
মিশর এয়ার বাংলাদেশ অফিসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ফরহাদ হোসেন জানিয়েছেন, উদ্বোধনী ফ্লাইট ৩০টি বিজনেস ক্লাসসহ ৩০৯ আসনের নতুন বোয়িং ৭৮৭-৯ বিমান মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে রাজধানী শহর ঢাকা ছেড়েছে।
তিনি ইউএনবিকে বলেন, সেদিন থেকে আমরা আমাদের যাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। এটি আমাদের কার্গো পরিষেবা প্রদানের জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে।
তিনি আরও বলেন, এটি ছিল মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থার নিয়মিত নন-স্টপ ঢাকা-কায়রো-ঢাকা ফ্লাইট পরিচালনার প্রথম ফ্লাইট।
ফরহাদ হোসেন বলেন, ইজিপ্টএয়ারের পরিকল্পনা অনুযায়ী এয়ারলাইনটি এখন ঢাকা ও কায়রোর মধ্যে সাপ্তাহিক দুটি ফ্লাইট পরিচালনা করছে।
তিনি আরও বলেন, এয়ারলাইনটি নতুন বোয়িং ৭৮৭-৯ এয়ারক্রাফট দিয়ে সাপ্তাহিক দুই বার রবিবার ও বুধবার ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা করে।
পর্যটন শিল্পের অভ্যন্তরীণ ব্যক্তিরা বলেছেন যে, মিশর ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান যোগাযোগ চালু হওয়া উভয় ভ্রাতৃপ্রতিম দেশের জন্য পর্যটন খাতে একটি বিশাল সুযোগ উন্মুক্ত করেছে।
আরও পড়ুন: আইওএসএ সনদ পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স
ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ২০তম এয়ারক্রাফট
১ বছর আগে
কীর্তনখোলায় লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কার্গোডুবি
বরিশাল সদর উপজেলায় কীর্তনখোলা নদীতে শনিবার রাতে একটি লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হাজী মোহাম্মদ টুটু মিয়া নামের কার্গোটি নদীতে ডুবে গেছে।
৪ বছর আগে