ঢাকা-কায়রো-ঢাকা সরাসরি ফ্লাইট পরিচালনায় গত তিন মাসে যাত্রীদের ব্যাপক সাড়া পাওয়ায় এবার দুটি গন্তব্যের জন্য তার কার্গো পরিষেবা চালু করছে ইজিপ্টএয়ার।
এভিয়েশন ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, শিগগিরই ঢাকা থেকে মিশরের জাতীয় পতাকাবাহী সংস্থা কার্গো ব্যবসা শুরু করবে।
আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট-ফার্মগেট সেকশন সেপ্টেম্বরে চালু হবে: কাদের
নতুন ব্যবসার আনুষ্ঠানিক সূচনাকে স্মরণ করার জন্য ইজিপ্টএয়ার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে।
এর আগে ১৪ মে ইজিপ্টএয়ার ৩০৯ জন যাত্রী নিয়ে আসন পূরণ করে তাদের যাত্রা শুর করে।
মিশর এয়ার বাংলাদেশ অফিসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ফরহাদ হোসেন জানিয়েছেন, উদ্বোধনী ফ্লাইট ৩০টি বিজনেস ক্লাসসহ ৩০৯ আসনের নতুন বোয়িং ৭৮৭-৯ বিমান মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে রাজধানী শহর ঢাকা ছেড়েছে।
তিনি ইউএনবিকে বলেন, সেদিন থেকে আমরা আমাদের যাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। এটি আমাদের কার্গো পরিষেবা প্রদানের জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে।
তিনি আরও বলেন, এটি ছিল মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থার নিয়মিত নন-স্টপ ঢাকা-কায়রো-ঢাকা ফ্লাইট পরিচালনার প্রথম ফ্লাইট।
ফরহাদ হোসেন বলেন, ইজিপ্টএয়ারের পরিকল্পনা অনুযায়ী এয়ারলাইনটি এখন ঢাকা ও কায়রোর মধ্যে সাপ্তাহিক দুটি ফ্লাইট পরিচালনা করছে।
তিনি আরও বলেন, এয়ারলাইনটি নতুন বোয়িং ৭৮৭-৯ এয়ারক্রাফট দিয়ে সাপ্তাহিক দুই বার রবিবার ও বুধবার ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা করে।
পর্যটন শিল্পের অভ্যন্তরীণ ব্যক্তিরা বলেছেন যে, মিশর ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান যোগাযোগ চালু হওয়া উভয় ভ্রাতৃপ্রতিম দেশের জন্য পর্যটন খাতে একটি বিশাল সুযোগ উন্মুক্ত করেছে।
আরও পড়ুন: আইওএসএ সনদ পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স