তাহসান খান
ক্যারিয়ারের দুই দশক পূর্তিতে তাহসানের দেশব্যাপী কনসার্ট ট্যুর
ক্যারিয়ারের ২০ বছর পার করলেন সংগীতশিল্পী তাহসান খান। সংগীতজীবনে দুই দশকপূর্তি উপলক্ষে দেশের ৫ জেলায় বিশেষ কনসার্টে অংশ নেবেন এই গায়ক।
‘ফ্রেশ সাউন্ড’ শিরোনামে ১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী কনসার্ট ট্যুর শুরু হবে।
প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। যার শিরোনাম ‘চট্টগ্রাম থেকে তাহসানের সাথে’।
এই আয়োজন নিয়ে তাহসান তার ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, ‘দুই দশক ধরে আপনাদের জন্য গান করছি। কিন্তু এই প্রথম বাংলাদেশ ট্যুর করতে যাচ্ছি। দেশের পাঁচটি জেলায় কনসার্টগুলোর আয়োজন করা হয়েছে। আমরা ব্যান্ডসহ আমি থাকব। এত বছর যারা আমার গান ভালোবেসে আমাকে আজকের এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছে সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবগুলো কনসার্টে।’
চট্টগ্রামের কনসার্টে ভক্তদের জন্য বিশেষ চমক রাখা হয়েছে। তাহসানের ‘সেই তুমি কে?’ শিরোনামে গানটি কাভার করা ভক্তদের মধ্য থেকে নির্বাচিত একজন সুযোগ পাবেন তাহসানের সঙ্গে মঞ্চে গান গাওয়ার। এছাড়াও জানা যায়, প্রতিটি কনসার্টেই ভক্তদের অংশগ্রহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
চলতি সময়ে গানের পাশাপাশি অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন তাহসান। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় তার সবশেষ গান ‘বিয়োগান্তক’। যেটি কটি সাদা-কালো মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন তিনি।
আরও পড়ুন: তাহসান-তিশা জুটির ওয়েবফিল্ম ‘মানি মেশিন’
বড় পর্দায় তাহসান-বাঁধন জুটির ‘অ্যা ব্লেসড ম্যান’
জাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছা দূত হলেন তাহসান
১ বছর আগে
ইভ্যালির প্রতারণার মামলা: তাহসান খানের ৬ সপ্তাহের আগাম জামিন
ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় হাইকোর্টে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন গায়ক- অভিনেতা তাহসান খান।
বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে আগাম জামিনের আবেদন জানালে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তাহাসান খান ই-ভ্যালির শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত ছিলেন।
তার জামিন আবেদনের শুনানিকালে আদালত বলেন, সেলিব্রেটিদের দায়িত্ব অনেক বেশি। তাদের দেখে সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ে। ইভ্যালিতে সাধারণ মানুষের কোটি কোটি টাকা গচ্চা গেছে। এ কারণে বিজ্ঞাপনের মডেল বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে সেলিব্রিটিদের আরও সতর্ক হতে হবে।
আদালতে তাহসান খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানজিদা খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান। এর আগে বুধবার এ মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন অভিনেতা-গায়ক তাহসান খান।
একই মামলায় হাইকোর্ট গত ১৩ ডিসেম্বর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন হাইকোর্ট।
আরও পড়ুন: গ্রেপ্তার হতে পারেন তাহসান, মিথিলা ও ফারিয়া
ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় এই মামলাটি করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনকে আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইভ্যালির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান খান। মিথিলা ছিলেন ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত। আর শবনম ফারিয়া ছিলেন ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা। তাদের উপস্থিতি এবং বিভিন্ন প্রমোশনাল কথাবার্তায় আস্থা রেখেই বিনিয়োগ করেন বলে দাবি করেন মামলার বাদী সাদ স্যাম রহমান। তারা প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ করতে সহায়তা করেছে। আত্মসাৎ করা টাকার পরিমাণ তিন লাখ ১৮ হাজার। যা উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ইভ্যালির প্রতারণা: আগাম জামিন চেয়ে আবেদন মিথিলা ও শবনম ফারিয়ার
ইভ্যালির প্রতারণা: মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের আগাম জামিন
২ বছর আগে
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো প্রথম বাংলাদেশ কউচার উইক
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ কউচার উইক ২০২১। শনিবার বাংলাদেশের ফ্যাশন ডিজাইন কাউন্সিলের (এফডিসিবি) আয়োজনে গুলশানের এজ গ্যালারিতে জাকজমকপূর্ণ বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে কউচার উইক। অনুষ্ঠানে সম্মান জানানো হয়েছে বিখ্যাত বাংলাদেশি স্টাইল ও ফ্যাশন আইকনদের।
অনুষ্ঠানে স্টাইল হল অব ফেম পুরস্কার পেয়েছেন প্রখ্যাত অভিনেত্রী শম্পা রেজা। জনপ্রিয় গায়ক-অভিনেতা-সংগীতশিল্পী তাহসান খান ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পেয়েছেন স্টাইল গেম চেঞ্জার পুরস্কার।
অনুষ্ঠানে মোস্ট স্টাইলিশ পার্সোনালিটির পুরস্কার পেয়েছেন বিউটি আইকন ফারজানা শাকিল; প্রখ্যাত গায়িকা, চর্মরোগ বিশেষজ্ঞ ও লেজার ট্রিটমেন্টের পথপ্রদর্শক ডা. ঝুমু খান এবং গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ।
আরও পড়ুন: সেরাস্পেস: বাংলাদেশের প্রথম অনলাইন ইনটেরিয়র ডিজাইন প্লাটফর্ম
তরুণ হার্টথ্রব অভিনেতা সিয়াম আহমেদ, 'রেহানা মরিয়ম নূর' খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং মডেল, টেলিভিশন উপস্থাপক ও ফ্যাশন কোরিওগ্রাফার আজরা মাহমুদ স্টাইল ট্রেলব্লেজার পুরস্কার পেয়েছেন। এছাড়া স্টাইল ইনোভেটর অ্যাওয়ার্ড পেয়েছেন গায়িকা মেহরীন মাহমুদ এবং জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান মোস্ট স্টাইলিশ মিউজিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন।
২ বছর আগে
জাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছা দূত হলেন তাহসান
জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) শনিবার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে বাংলাদেশে শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করেছে।
৩ বছর আগে