মদ্যপান
মাগুরায় অতিরিক্ত মদ্যপানে ২ যুবকের মৃত্যু
মাগুরার শালিখা উপজেলার ধ্বনেশ্বরগাতি গ্রামে অতিরিক্ত মদ্যপানে দিগন্ত গোসাই ও সবুজ দাস নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) চিকিৎসাধীন ওই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ একজনকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে মদ্যপানে আরও এক কিশোরীর মৃত্যু
দিগন্ত গোসাই (২২) ধনেশ্বরগাতি গ্রামের শ্রীরাম গোসাইয়ের ছেলে এবং মনোরঞ্জন দাসের ছেলে সবুজ দাস (২৬)।
এ ঘটনায় মদ্যপানে অসুস্থ হয়ে পড়া আরেকজন হলেন অনিমেষ গোশাই (২৪)।
স্থানীয়রা জানায়, অতিরিক্ত মদ্যপানে তিনজন অসুস্থ হলে মাগুরা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয় এবং অসুস্থ এক যুবকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বলেন, তারা অতিরিক্ত মদ্যপান ও খাসির মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শালিখা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: রাজধানীতে অতিরিক্ত মদ্যপানে ব্যবসায়ীর মৃত্যু
২ মাস আগে
ফরিদপুরে মদ্যপানে আরও এক কিশোরীর মৃত্যু
ফরিদপুরের চরভদ্রাসনে মদ্যপানে স্বপ্না বাওয়ালি নামে আরও এক কিশোরীর মৃত্যু ঘটেছে। এনিয়ে গত দুই দিনে মদপানে ৩ নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বপ্না বাওয়ালি (১৭) গাজীরটেকের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালির মেয়ে এবং চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: ফরিদপুরে মদ্যপানে ২ কলেজছাত্রীর মৃত্যু
পুলিশ জানায়, রবিবার বিকাল ৫টার দিকে স্বপ্নার অসুস্থতার বিষয়টি জানতে পেরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে মদ্যপানের কথা স্বীকার করে।
তবে কখন কাদের সঙ্গে সে মদ্যপান করেছে তা জানায়নি। পরে আরও অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।
ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আবিদ হোসেন বলেন, মদ্যপানে স্বপ্না নামে এক কিশোরীর মৃত্যু ঘটেছে। এছাড়া ভর্তির সঙ্গে সঙ্গে তার ইসিজি করা হলে তাকে মৃত পাওয়া যায়।
স্বপ্নার বোন সুস্মিতা বাওয়ালির বলেন, রবিবার বিকাল থেকে ঘন ঘন পায়খানা ও বমি হওয়ার পর স্বপ্নাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফফার বলেন, মদ্যপানে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রিদপুরে মদ্যপানে পূজা বিশ্বাস ও রত্না সাহা নামে দুই কলেজছাত্রীর মৃত্যু হয়।
পূজা (২০) মাগুরার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে এবং রত্না (২৬) উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রামের রতন কুমারের মেয়ে। সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
মদ্যপানে তিন নারীর মৃত্যু প্রসঙ্গে ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সহসভাপতি আইনজীবী শ্রীপ্রা গোস্বামী বলেন, কোনো অপমৃত্যু কাম্য নয়। যদি নিয়ন্ত্রিতভাবে সরকারি ব্যবস্থাপনায় অ্যালকোহল বিক্রয় হতো তাহলে এসব দুর্ঘটনা ঘটত না।
যেকোনো উৎসবের সময় বাজারে কেন এসব বিষাক্ত অ্যালকোহল সহজলভ্য হয় সেটি খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীতে অতিরিক্ত মদ্যপানে ব্যবসায়ীর মৃত্যু
২ মাস আগে
ফরিদপুরে মদ্যপানে ২ কলেজছাত্রীর মৃত্যু
ফরিদপুরে মদ্যপানে পূজা বিশ্বাস ও রত্না সাহা নামে দুই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাতে শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পূজা (২০) মাগুরার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে এবং রত্না (২৬) উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রামের রতন কুমারের মেয়ে।
আরও পড়ুন: মেহেরপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে দুই জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আটক
সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
একই বাসায় থাকা বিথী জানান, শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন পূজা আর রত্না। ক্রমশ অবস্থায় অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় আনা হয় ও আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান বলেন, ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটাল থেকে জানানো হয়েছে দুই নারীর মদ্যপানে মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন: জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
২ মাস আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ২ রুশ কর্মচারীর মৃত্যু
পাবনার ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুই রুশ কর্মচারীর মৃত্যু হয়েছে । শনিবার পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সাব-কন্ট্রাক্টর কোম্পানি ট্রেস্ট রোসেমের মেকানিকেল ইঞ্জিনিয়ার শুকিন পাভেল (৪৮) এবং অন্য কোম্পানি এসএমইউ-১ এর ইনস্টলার টলমাসফ ভ্যাসিলিভ (৫৯)।
তারা দুজনেই বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান কর্মকর্তাদের আবাসন প্রকল্প গ্রিন সিটি প্রকল্পের বাসিন্দা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
পুলিশ জানায়, ভোর ৩টার দিকে পাভেল অসুস্থ হয়ে পড়লে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে শনিবার ভোরে ১৪ তলায় সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে টলমাসফ নিহত হয়েছে বলে নিয়োগকারী সংস্থার একজন চিকিৎসক জানিয়েছেন।
ওসি আসাদুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে লাশ দুটি দূতাবাসের মাধ্যমে রাশিয়ায় পাঠানো হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে ইস্পাত কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত
২ বছর আগে
গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে ২ জনের মৃত্যু, অসুস্থ ৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মদ খেয়ে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চক গোবিন্দ পাঠান পাড়ায় এই ঘটনায় গুরুতর অসুস্থ আরও পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত দুজন হলেন মেহেদী হাসান সোহাগ (৩২) ও তৈফিকুজ্জামান সৈকত।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ পাঠান পাড়ার মেহেদী হাসান সোহাগ, চক গোবিন্দ ঝিল পাড়ার তৌফিকুজ্জামান সৈকত ,চক পশ্চিম চৌমাথা এলাকার রানা, সাজু মিয়ার ছেলে রানা , বাধন সরকার,বাপ্পি ও অভিসহ আরও কয়েকজন যুবক এক সঙ্গে বসে মদপান করেন।
আরও পড়ুনঃ রাজধানীতে অতিরিক্ত মদ্যপানে ব্যবসায়ীর মৃত্যু
মদপানের ২ ঘন্টা পর তারা অসুস্থ হয়ে পরেন । এর মধ্যে প্রথমে তৌহিদুজ্জামানকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে সেখানে রাত ১০ দিকে তিনি মারা যান । এর পর শুক্রবার সকাল ১১ টার দিকে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী হাসান সোহাগ। বাকি অসুস্থদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।
আরও পড়ুনঃ বিষাক্ত মদ্যপানে বগুড়ায় মৃতের সংখ্যা বেড়ে ১০
গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, সোহাগ, সৈকত ও রানা নামে তিন যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অ্যালকহল জাতীয় কিছু পান করার ফলে তারা অসুস্থ হয়ে পড়েন। এখানে অবস্থার অবনতি হলে তাদের রংপুর ও বগুড়ায় স্থানান্তর করা হয়।
আরও পড়ুনঃ গাজীপুরে রিসোর্টে মদ্যপানে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুই জন মারা যাওয়ার পেছনে কারণ জানতে পুলিশ মাঠে নেমেছে।
৩ বছর আগে
রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইটে মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে ৪
রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
৩ বছর আগে