শনিবার বিকাল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেতেমখাঁ এলাকার লুৎফুর রহমানের ছেলে তুহিন (২৬)।
তিনি অসুস্থ অবস্থায় রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।
থার্টি ফার্স্ট নাইট: অতিরিক্ত মদ পানে রাজশাহীতে ৩ জনের মৃত্যু
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘সর্বশেষ তুহিন মারা গেছেন। এর আগে সকালে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।’
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: খুলনায় ‘অতিরিক্ত মদ পানে’ ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই হাসপাতালে
বিরামপুরে চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
আজ সকালে মারা যান নগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) ও নগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।
তখন ওসি মাজহারুল ইসলাম বলেছিলেন, অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করার পর তিনজনের মৃত্যু হয়। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:চট্টগ্রামে বিষাক্ত মদ পানে ব্যবসায়ীর মৃত্যু, সংকটাপন্ন অবস্থায় যুবলীগ নেতা
রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘মদ পানে’ রুশ নাগরিকের মৃত্যু
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, শুক্রবার রাতে হোসনীগঞ্জ এলাকায় এরা মদ্যপান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে বিভিন্ন সময়ে তারা একজন একজন করে হাসপাতালে ভর্তি হন। প্রচণ্ড অ্যাসিডিটি ও বমি হওয়ার ফলে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।