বস্তাবন্দি লাশ উদ্ধার
সিলেট এমসি কলেজের ছাত্রবাসের পাশ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের পাশে নর্দমা থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে।
নিহত ব্যক্তির নাম রনজিত দাস (৬৫)। তিনি ৪দিন আগে নিখোঁজ হয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুটি বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।
আরও পড়ুন: সিলেটে এক ব্যক্তির লাশ উদ্ধার
নিহত ব্যক্তি নগরীর আখালিয়া এলাকার দুসকির বাসিন্দা। শনিবার (৯ ডিসেম্বর) নগরীর জালালাবাদ থানায় নিহতের ছেলে শংকর দাস একটি সাধারণ ডায়েরি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমসি কলেজের ছাত্রাবাসের পাশ দিয়ে বয়ে যাওয়া নর্দমার ধারে কে বা কারা দু’টি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহবশত পুলিশকে খবর দেওয়া হয়।
আজবাহার আলী শেখ বলেন, ‘স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ দু’টি বস্তাভর্তি খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নগরীর বাদাম বাগিচা এলাকার আব্দুল মালেককে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে আটক করলে তিনি নিজেই নিজের পেটে ছুরি মারেন। এখন তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।’
ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান আজবাহার আলী শেখ।
আরও পড়ুন: গাজীপুরে জঙ্গল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
৭৪৪ দিন আগে
অপহরণের ৭ দিন পর সাভারে পোশাক শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার
অপহরণের সাতদিন পরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচরের ধলেশ্বরী নদী থেকে এক পোশাক শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৮১৮ দিন আগে