প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
আগে জীবন পরে জীবিকা: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, করোনায় মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছে এ অবস্থায় তো আমরা সব আদালত খুলে দিতে পারি না। আগে মানুষের জীবন পরে জীবিকা।
রবিবার আপিল বিভাগ চলাকালীন সময়ে হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ বাড়ানোর প্রসঙ্গ উঠলে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
আদালতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতিকে জানান, অনেক আইনজীবী আর্থিক কষ্টে আছেন। সমিতির সম্পাদক হিসেবে তার কাছেই বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন আইনজীবীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই হাইকোর্টে বেঞ্চ বাড়ানো আবেদন করেন তিনি।
আরও পড়ুন: করোনার টিকা নিলেন প্রধান বিচারপতিসহ ৫৫ বিচারপতি
এক পর্যায়ে আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি মো. অজি উল্লাহও হাইকোর্টে জামিন ও রিট মোশনের বেঞ্চ বাড়ানোর জন্য আবেদন জানান।
তখন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রশ্ন রেখে বলেন, করোনায় মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছে এ অবস্থায় তো আমরা সব কোর্ট খুলে দিতে পারি না। আমরা যদি এ অবস্থায় হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চের সংখ্যা বাড়াতে যাই তাহলে অনেক স্টাফকে সশরীরে কোর্টে আসতে হবে। এতে জনবল বেড়ে যাবে এবং করোনা আক্রান্তের ঝুঁকিও বাড়বে।
তিনি বলেন, আমি কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আপিল বিভাগের সব বিচারপতির সঙ্গে বসে সিদ্ধান্ত নেই। বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী সবার কথা চিন্তা করে বেঞ্চ সংখ্যা কমিয়ে দিয়েছি। করোনা পরিস্থিতি বিবেচনা করে আমরা হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চ বাড়ানোর বিষয়টি দেখব।
আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, প্রধান বিচারপতি তো সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। এখন কোর্টের সংখ্যা বাড়ালে অনেক স্টাফকে কোর্টে আসতে হবে। তাদেরও তো পরিবার আছে। তাদের তো আমরা ঝুঁকিতে ফেলতে পারি না।
আরও পড়ুন: ফেসবুকে প্রধান বিচারপতিকে নিয়ে বিরূপ পোস্ট, আইনজীবীর ক্ষমা প্রার্থনা
উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে লকডাউনের মধ্যে হাইকোর্টের চারটি বেঞ্চে বিচারকাজ চলছে। এ অবস্থায়ন আইনজীবীরা হাইকোর্টের বেঞ্চ বাড়ানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
৩ বছর আগে
টিকা নিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে না: প্রধান বিচারপতি
কোভিড-১৯ টিকা নেয়ার একদিন পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জানিয়েছেন যে তার কাজ করতে সমস্যা হচ্ছে না।
৩ বছর আগে
বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির
বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
৪ বছর আগে
করোনা পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের অবকাশ ২ সপ্তাহ বাড়ানোর অনুরোধ
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ আদালতে লোকসমাগম কমাতে চলমান অবকাশ আরও দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
৪ বছর আগে
মানবাধিকার রক্ষায় প্রচেষ্টা অব্যাহত রাখুন: বিচারকদের প্রতি রাষ্ট্রপতি
মানবাধিকার রক্ষায় বিচারক ও সংশ্লিষ্টদের নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
৪ বছর আগে