বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে বিপিডিবি’র ১০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি
সৌদি আরবের এসিডব্লিউএ পাওয়ার বাংলাদেশে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে একটি নন-বাইন্ডিং সমঝোতা স্মারক সই করেছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সৌদি আরবের এসিডব্লিউএ-এর বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে ক্লিন এনার্জি অর্জনে সহায়তা করবে।
তিনি বলেন, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির বিভিন্নভাবে প্রসার করছে।
সোমবার ঢাকায় বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে তিনি বলেন,‘সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ প্রদান করছে।’
আরও পড়ুন: প্রচলিত পাওয়ার টিলারকে সৌরচালিত পাওয়ার টিলারে রূপান্তরের আহ্বান
বিপিডিবি বোর্ডের সচিব মোহাম্মদ সেলিম রেজা ও এসিডব্লিউএ পাওয়ার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক আয়াদ আল আমরি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
নন-বাইন্ডিং সমঝোতা স্মারক অনুযায়ী, সৌদি এসিডব্লিউএ পাওয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করবে এবং বিপিডিবি এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রশাসনিক সহায়তা দেবে।
বিপিডিবি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে, বিপিডিবি ও সৌদি আরবের এসিডব্লিউএ পাওয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান ও বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা বিন ইউসুফ আল দুহাইলান।
আরও পড়ুন: সৌরবিদ্যুতের প্রধান প্রতিবন্ধকতা শুল্ক ও জমি: নসরুল হামিদ
বাল্ক বিদ্যুতের দাম বৃদ্ধি খুচরা গ্রাহকদের এই মুহূর্তে প্রভাবিত করবে না: নসরুল হামিদ
নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে গ্যাস সরবরাহ ব্যাহত
সিদ্ধিরগঞ্জ-আরএমএস ও গোদনাইল টিবিএসে কয়েকটি বাল্বে লিকেজ পাওয়া যাওয়ায় নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তাদের এই এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য তাত্ক্ষণিক পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি জেলায় গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বাল্ব প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করে শিগগরই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
আরও পড়ুন: বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
সিদ্ধিরগঞ্জ-গোদনাইল আরএমএস ও গোদনাইল টিবিএসে কয়েকটি বাল্বে লিকেজ পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
আরও পড়ুন: কলমা নদীতে গ্যাস উদ্গীরণ, সুনামগঞ্জে আতঙ্কে গ্রামবাসী
দু'টি জেলায় গ্যাস সরবরাহ শিগগরই স্বাভাবিক হয়ে উঠবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
করোনায় বাধাগ্রস্ত চলমান ২৫টি বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের কাজ
চীনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে বিদ্যুৎ খাতের উন্নয়নে নেয়া ২৫টি চলমান বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ বন্ধ হয়ে রয়েছে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩৮: প্রতিমন্ত্রী
লিকুইড পেট্রোলিয়াম (এলপি) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এখন পর্যন্ত দেশে ৩৮ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
পেট্রোবাংলা ও বাপেক্স কর্মকর্তাদের খারাপ কর্মদক্ষতার সমালোচনায় নসরুল
গত কয়েক বছরে কোনো কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করতে ‘ব্যর্থ’ হওয়ায় বাপেক্স ও পেট্রোবাংলার শীর্ষ কর্মকর্তাদের রবিবার কঠোর সমালোচনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।