হাস্যকর
বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা হাস্যকর: কাদের
রাষ্ট্রকে মেরামত করতে বিএনপির রূপরেখাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে খাদ্য উপকমিটির সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তারা ক্ষমতায় আসলে রূপরেখা বাস্তবায়ন হবে না, বরং নদীতে ভেসে যাবে।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। শেখ হাসিনার দৃঢ়তার কারণে বাংলাদেশ আজকে সমৃদ্ধ। বিএনপি গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে।’
আরও পড়ুন: একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে সক্রিয় হচ্ছে: কাদের
কাদের আরও বলেন, ‘যারা ধ্বংস করে তারা মেরামত করবে কি করে। এটা অত্যন্ত হাস্যকর স্ট্যান্টবাজি।’
বিএনপি মিথ্যাচারের হোতা উল্লেখ করে তিনি বলেন, তাদের মুখে সত্য বেমানান। বিএনপিকে কেউ বিশ্বাস করে না। ক্ষমতায় যাওয়ার জন্য তারা মাঠে রয়েছে, কিন্তু সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখনও বিশ্বাস করে যে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এটা প্রমাণিত সত্য, বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।
আরও পড়ুন: স্বাধীনতাবিরোধীরা এখনো সক্রিয়: ওবায়দুল কাদের
মার্কিন রাষ্ট্রদূত শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে যাননি, অন্য কোথাও গেছেন: কাদের
১ বছর আগে
এমপির 'হাস্যকর' প্রস্তাবে সংসদে হাসির রোল
সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাবলু সরকারের কাছে চাকরিজীবী নারী ও পুরুষের মধ্যে বিয়ে নিষিদ্ধ করে নতুন আইন প্রণয়নের প্রস্তাব দেয়ায় জাতীয় সংসদে হাসির রোল পড়ে যায়। শনিবার সংসদ অধিবেশন চলাকালে এমপি এই প্রস্তাব দেন। আইনমন্ত্রী আনিসুল হক তার এই প্রস্তাবকে অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেন।
বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সাংসদ বাবলু এই 'হাস্যকর' প্রস্তাব দিয়েছেন। কারণ তিনি মনে করেন, এটি দেশের বেকার সমস্যা সমাধানে সাহায্য করবে।
‘নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১ ’ শীর্ষক একটি প্রস্তাবিত আইনের আলোচনায় অংশ নেয়ার সময় বাবলু বলেন, তিনি মনে করেন চাকরিজীবী নারী ও পুরুষদের মধ্যে বিবাহ নিষিদ্ধ হলে বেকার সমস্যা দূর হবে।
তিনি বলেন, ‘দেশে একটি আইন থাকা উচিত যাতে চাকরিজীবী পুরুষরা চাকরিজীবী নারীদের বিয়ে করতে না পারে। এই আইন প্রণীত হলে দেশে বেকার সমস্যা থাকবে না। যদি স্বামী ও স্ত্রী উভয়েই চাকরিতে থাকেন, তবে তাদের সন্তানদের বাড়িতে একা রেখে যেতে হয়। এভাবেই অনেক শিশু গৃহকর্মীদের দ্বারা নির্যাতিত হয়। যদি আমরা এ বিষয়ে আইন পাই, তাহলে দেশে এই ধরনের দমনমূলক কাজ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।’
আরও পড়ুন: মাসে এক কোটির বেশি টিকার ব্যবস্থা হয়েছে: প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘বর্তমানে দেশে চার কোটি বেকার মানুষ রয়েছে। কিন্তু কর্মজীবী পুরুষদের কর্মজীবী নারীদের সাথে বিয়ে হলে এই বেকার সমস্যা সমাধান করা যাবে না।’রেজাউল করিমের এই বক্তব্যের পর সংসদে হাসির রোল পড়ে যায়।
প্রতিক্রিয়ায় আনিসুল হক বলেন, ‘দুঃখিত, আমি এই ধরনের প্রস্তাব গ্রহণের জন্য আমার অবস্থান থেকে এক বা দুই ধাপ এগিয়ে যেতে পারছি না।’
মন্ত্রী অবশ্য বলেন, দেশে বাক স্বাধীনতা আছে। সুতরাং যার যা ইচ্ছে তাই বলতে পারেন। একজন এমপিও এই ধরনের অধিকার ভোগ করেন। কিন্তু, একজন আইনমন্ত্রী এবং জনপ্রতিনিধি হিসেবে আমি যা ইচ্ছা তাই বলতে পারি না।’
আরেকটি বিলের আলোচনায় অংশ নিয়ে বাবলু তার প্রস্তাবের পক্ষে আরও কিছু বলার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি পারেননি কারণ অধিবেশনে সভাপতিত্বকারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে প্রস্তাবিত আইন ‘নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ নিয়ে বিশেষভাবে কথা বলার অনুরোধ করেন।
আরও পড়ুন: আমদানি করা টিকার মেয়াদ ছয় মাস নিশ্চিতের পরামর্শ
করোনা মোকাবিলায় বাজেটে ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
৩ বছর আগে
ওবায়দুল কাদের নিজেকে ‘হাস্যকর’ চরিত্রে পরিণত করেছেন: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে ‘মনগড়া’ মন্তব্য দিয়ে নিজেকে মানুষের কাছে একটি হাস্যকর চরিত্রে পরিণত করেছেন।
৩ বছর আগে