উত্তর সিটি করপোরেশন
ডেঙ্গু: ১১ দিনে ১ কোটি ১ লাখ টাকা জরিমানা করেছে উত্তর সিটি করপোরেশন
গত ১১ দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এডিসের লার্ভা পাওয়ার পর ১ কোটি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
একই সঙ্গে নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পেলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র৷ এ ছাড়া অভিযান পরিচালনার জন্য আরও ১০ থেকে ১৫ জন ম্যাজিস্ট্রেটও চেয়েছেন তিনি।
বুধবার (১৯ জুলাই) সচিবালয়ে ডেঙ্গু ও অন্য মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন: ‘নির্মাণাধীন ভবেন বার বার লার্ভা পেলে ভবনের কাজ বন্ধ করা হবে’
সভায় মেয়র আতিক জানান, ডেঙ্গু রোধে বিভিন্ন বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের সিটি করপোরেশনের কল সেন্টার থেকে ফোন করা হচ্ছে৷ এরমধ্যে ২৮ শতাংশ খুবই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। বাকিরা তাদের বাসায় গিয়ে পরিষ্কার করে দিতে বলেছেন।
এসময় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, তাহলে তাদের নির্মাণ কাজ বন্ধ করে দেন। আপনি কোনো কিছু মানবেন না। আপনাকে (মেয়র) অনেক ক্ষমতা দেওয়া আছে। সেগুলো প্রয়োগ করুন।
আরও পড়ুন: গুলশান, বনানী ও বাড়িধারা লেকে মাছ চাষ করা হবে: আতিকুল ইসলাম
এরপর মেয়র আতিক জানান, যেসব বাসাবাড়িতে নির্মাণকাজ চলছে এবং মশার লার্ভা পাওয়া যাবে, আমরা নির্মাণ কাজ বন্ধ করে দেব।
তিনি বলেন, আমাদের সচেতনতা জরুরি। এর বিকল্প নেই। অভিযান পরিচালনার জন্য এসময় আরও ১০ বা ১৫ জন ম্যাজিস্ট্রেট দরকার।
বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী জানান, যেসব বাসায় মশার লার্ভা পাওয়া যাবে প্রথমে সতর্ক করা হবে। দ্বিতীয়বার জরিমানা ও তৃতীয়বার পাওয়া গেলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে।
সভায় জানানো হয়, জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে ১২৭ জন মারা গেছেন। এ সময় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার মানুষ।
আরও পড়ুন: মশার প্রজননক্ষেত্র পেলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেয়া হবে না: আতিকুল ইসলাম
১ বছর আগে
২০ বিভাগে দেয়া হলো ‘টিএম রেকর্ডস-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২০’
প্রতি বছর বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড’। ২০২০ সালে করোনার প্রকোপের কারণে ভাটা পড়েছিল এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে। তবে এবার পুরোনো উদ্যমে শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের 'হল অব ফেম'-এ আয়োজিত হয় ‘টিএম রেকর্ডস-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২০’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং গানবাংলা টিভির চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও গানবাংলা টিভির সিইও কৌশিক হোসেন তাপস। অতিথিদের পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজেএফবির প্রধান উপদেষ্টা এনাম সরকার, সভাপতি তামিম হাসান এবং সাধারণ সম্পাদক খালেদ আহমেদ।
২ বছর আগে
খাল দখলদার কেউ ছাড় পাবে না: ডিএনসিসি মেয়র
যত প্রভাবশালী হোক না কেন রাজধানীর বিভিন্ন খালের দুই পাড় দখল করে অবৈধ স্থাপনা তৈরি করা দখলদাররা কেউ ছাড় পাবে না বলে সোমবার জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
৩ বছর আগে