টিকা সরবরাহ
বিশ্বে করোনায় মৃত্যু ৫৭ লাখ ছুঁইছুঁই
বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ কোটি ৪৫ লাখ ১৭ হাজার ৯১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৬ লাখ ৯৯ হাজার ৬৯৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৩৬৪ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৯৪ হাজার ২১১ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২৯ হাজার ৩০১ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ৫৮ লাখ ২০ হাজার ৭৪৫ জন।
অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ১৬ লাখ ৩০ হাজার ৮৮৫ জন এবং মারা গেছে চার লাখ ৯৭ হাজার ৯৭৫ জন।
আরও পড়ুন: দেশে করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১২ হাজার ১৯৩
বাংলাদেশ পরিস্থিতি
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ১৯৩ জন। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জনে। এর আগে মঙ্গলবার করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছিল।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৩০৮ টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে মোট শনাক্তের সংখ্যা ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জনে পৌঁছেছে। এসময় শনাক্তের হার ২৭.৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫৬ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও চার হাজার ২০৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।
আরও পড়ুন: উত্তরা ইপিজেডে ৬ চীনা নাগরিকসহ ৬৬ জন করোনা আক্রান্ত!
করোনার ঊর্ধ্বগতি আরও ২ সপ্তাহ চলবে: আশঙ্কা বিশেষজ্ঞদের
২ বছর আগে
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ৩৮ কোটি ছাড়িয়েছে
বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ কোটি ১২ লাখ ২৩ হাজার ৮৮৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৬ লাখ ৮৫ হাজার ৪৭২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৫৩ লাখ ১৫ হাজার ৭৮৫ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৯০ হাজার ৫১৬ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২৮ হাজার ৩৫৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ৫৬ লাখ ৩৪ হাজার ৭৮১ জন।
অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ১৪ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন এবং মারা গেছে চার লাখ ৯৬ হাজার ২৪২ জন।
আরও পড়ুন: করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩ হাজার ১৫৪
বাংলাদেশ পরিস্থিতি
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে করোনায় মৃত্যু বেড়েই চলছে। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ১৩ হাজার ১৫৪ জন। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৯৩ টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে মোট শনাক্তের সংখ্যা ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে পৌঁছেছে। এসময় শনাক্তের হার ২৯.১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫৭ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭২১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৭০ শতাংশ।
আরও পড়ুন: জাস্টিন ট্রুডো করোনায় আক্রান্ত
সস্ত্রীক করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী
২ বছর আগে
চট্টগ্রামে বস্তিবাসীদের টিকাদান শুরু আজ
ঢাকায় বস্তিবাসীদের করোনার টিকাদান কার্যক্রম চালুর পর এবার চট্টগ্রামেও বস্তিবাসীদের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথম ধাপে খুলশী থানাধীন ঝাউতলা ছিন্নমূল বস্তির ২ হাজার বাসিন্দাকে টিকা দেয়ার কথা জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। পরে পর্যায়ক্রমে নগরীর সকল বস্তিবাসীদের টিকার আওতায় আনা হবে। একই সাথে চট্টগ্রামের তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন ছাড়াই আজ রবিবার থেকে বস্তিতে এ টিকা দেয়ার কার্যক্রম শুরু হচ্ছে। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
চট্টগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আজ রবিবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার চার দিনে ২ হাজার বস্তিবাসীকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। টিকা প্রদানের জন্য ৩ সদস্যের একটি টিমও গঠন করা হয়েছে।
আরও পড়ুন: বস্তিতে টিকাদান শুরু মঙ্গলবার
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস হোসেন জানান, ২১, ২৩ এবং ২৫ নভেম্বর নগরীর ঝাউতলায় ছিন্নমূল বস্তিতে এবং ২২ নভেম্বর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন করে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে টিকা কার্যক্রম চালানো হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে বস্তি এলাকার জন্য প্রায় ২ হাজার এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য ৩০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বরাদ্দ রাখা হয়েছে। টিকা নিতে আগ্রহীদের উপস্থিতির ওপর নির্ভর করে টিকা ডোজ সংখ্যা বাড়ানো বা কমানো হবে।
প্রসঙ্গত, ঢাকায় জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকলেও, বস্তিবাসীদের তালিকা করে সবাইকেই টিকার আওতায় আনার কাজ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় গত মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে ঢাকার কড়াইল বস্তিতে ১৮ বছর বয়সের বেশি সবাইকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ বস্তিশুমারির ২০১৪ সালের তথ্য অনুযায়ী, দেশে মোট বস্তির মধ্যে ১৬ শতাংশ বা ২ হাজার ২১৬টি চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায়। এসব বস্তিতে মোট ১ লাখ ২৮ হাজার পরিবার বসবাস করে। প্রতিটি পরিবার বা খাবারের গড় সদস্য সংখ্যা ৩ দশমিক ৭৩।
আরও পড়ুন: ভারত থেকে ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আসছে আজ
মহামারি শুরুর পর প্রথমবার মৃত্যুহীন বাংলাদেশ
২ বছর আগে
করোনায় একদিনে আরও ৫১ প্রাণহানি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। এসময়ে করোনা আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৯৩১ জনে। একই সময়ে ১ হাজার ৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জনে দাঁড়িয়েছে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার অধিদপ্তর জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু ও ১ হাজার ৩২৭ জন শনাক্ত হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৭.৪৬ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৬ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন। দেশে সুস্থতার হার ৯৬.৬৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ১৪ জন, রংপুরে একজন, সিলেটে ৬ জন, রাজশাহীতে একজন মারা গেছেন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৪৬ লাখ ২৩ হাজার ছাড়াল
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৬ লাখ ২৩ হাজার ৬৬৩ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৬৭৫ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫৬৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৮৯৯ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৪ কোটি ৯ লাখ ২০ হাজার ৯২২ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৫৯ হাজার ৬৯১ জন।
আরও পড়ুন: বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানায় অনিয়ম দেখলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৫৫৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৯ লাখ ৮৯ হাজার ১৬৪ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শনিবার পর্যন্ত মোট ৩ কোটি ৩২ লাখ ৮ হাজার ৩৩০ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪২ হাজার ৩১৭ জনে।
৩ বছর আগে
করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। একদিনে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এসময় শনাক্ত হয়েছে ২ হাজার ৬৩৯ জনের।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৬ হাজার ৬৮৪ জনে। আর এপর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।
এর আগে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ৬৫ জনের মৃত্যু ও ২ হাজার ৭১০ আক্রান্ত হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৯.৬৯ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৬ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন। দেশে সুস্থতার হার ৯৬.১১ শতাংশ।
আরও পড়ুন: করোনায় বিশ্বে আক্রান্ত ২২ কোটি ১০ লাখেরও বেশি
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৬ জন, চট্টগ্রামে ১৫ জন, রংপুরে ২ জন, বরিশালে ৪ জন, সিলেটে ৫ জন, রাজশাহীতে ৩ জন মারা গেছেন।
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৫ লাখ ৭৪ হাজার ৪১৯ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ১০ লাখ ৫১ হাজার ১৫১ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫৪৮ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৯৭৪ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৪ কোটি ১৮ হাজার ২৬৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৪৯ হাজার ৩১৯ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৮১০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৯৩৩ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে সোমবার পর্যন্ত মোট ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬২১ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪০ হাজার ৭৫২ জনে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আরও ৫ মৃত্যু
কুষ্টিয়ায় করোনায় ৩ মৃত্যু, শনাক্ত ৩৮
৩ বছর আগে
১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা পাবে ফাইজার-মডার্নার টিকা
১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ফাইজার এবং মডার্নার টিকা দেয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘১৮ বছরের ওপরে হলো যে কোন টিকা দেয়া যাবে। ১৮ বছরের নিচে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও অন্যান্য দেশের নির্দেশনা দেখে ফাইজার ও মডার্নার টিকা দেয়া হতে পারে। তবে টিকা পাওয়া সাপেক্ষে।
শিক্ষার্থীদের কোন প্রক্রিয়ায় টিকা দেয়া হবে আগামীকাল (রবিবার) মন্ত্রণালয়ের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।
শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে কমপ্রিহেনসিভ পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা দেয়ার ক্ষেত্রে বয়সের একটা বিষয় আছে। শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের ওপরে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)নির্দেশনা অনুযায়ী যেকোনো ধরনের টিকা দেয়া যাবে। আর ১২ বছরের বেশি হলে অন্যান্য দেশে যেভাবে দেয়া হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে শিশুদের ফাইজার ও মডার্নার টিকা দেয়া হচ্ছে। আমরাও এটি অনুসরণ করতে পারি।
আরও পড়ুন: বাংলাদেশে করোনা: সীমাহীন চিকিৎসা ব্যয় অনেক মানুষকে দরিদ্র করে তুলেছে
ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকা মজুত আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ক্যাম্পেইনের মাধ্যমে যাদের প্রথম ডোজ দেয়া হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে। প্রথম ডোজ যে কেন্দ্র দেয়া হয়েছে, দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে। গ্রামের টিকা নেয়ার মানুষের আগ্রহ কম ছিল আমরা তাদের অনুপ্রাণিত করতেই এই কর্মসূচি হাতে নিয়েছেলাম।
চিকিৎসার সঙ্গে জড়িত ৮০ ভাগ শিক্ষক ও শিক্ষার্থী ইতোমধ্যে টিকার আওতায় এসেছে দাবি করে তিনি বলেন, ‘টিকাপ্রাপ্তির ভিত্তিতে পর্যায়ক্রমে বাকিদেরও টিকা নিশ্চিত করা হবে। চীনের সঙ্গে নতুন করে ছয় কোটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাড়ে কোটি টিকা অর্ডার দেয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি নাগাদ এসব টিকা পাওয়ার আশা করা হচ্ছে। এই সাড়ে ১৬ কোটি টিকা পেলে সংকট কেটে যাবে।’
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকের তুলনায় তিনগুণ বেশি নার্সের ব্যবস্থা করা হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।
তিনি বলেন, করোনার শুরু থেকে চিকিৎসকদের পাশাপাশি নার্সরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের দেশে নার্সের স্বল্পতা রয়েছে, আমরা চেষ্টা করছি নিয়োগের মাধ্যমে সেই স্বল্পতা কাটিয়ে উঠার জন্য। গত এক বছরে আমরা উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক-নার্স নিয়োগ দিয়েছি।
মন্ত্রী বলেন, নার্সিং কলেজ ইনস্টিটিউট, মেডিকেল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৩ সেপ্টেম্বরের মধ্যে সকল সাস্থ্যবিধি মেনে এমবিবিএস কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে চিকিৎসা শিক্ষার সাথে জড়িত প্রায় ৮০ শতাংশ মানুষকে আমাদের টিকা দেয়া হয়ে গেছে।
আরও পড়ুন: বুস্টার ডোজের অনুমোদন চেয়েছে ফাইজার
শিগগিরই আসছে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা
৩ বছর আগে
মাসে এক কোটির বেশি টিকার ব্যবস্থা হয়েছে: প্রধানমন্ত্রী
প্রতিমাসে এক কোটির বেশি করোনা টিকার ডোজ পেতে সরকার ব্যবস্থা নিয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।
বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, ‘প্রতিমাসে এক কোটিরও বেশি টিকা পেতে ব্যবস্থা নেয়া হয়েছে।’
জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।
শেখ হাসিনা বলেন, চুক্তি অনুযায়ী সিনোফার্মা থেকে বাংলাদেশ আগামী অক্টোবর থেকে প্রতিমাসে দুই কোটি টিকার ডোজ পাবে। ডিসেম্বর পর্যন্ত সিনোফার্ম থেকে প্রায় ছয় কোটি ডোজ আসবে।
তিনি বলেন, এখন পর্যন্ত (৩০ আগস্ট) প্রায় ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জন টিকার প্রথম ডোজ এবং ৭৮ লাখ ৪০ হাজার ১৬৯ জন দ্বিতীয় ডোজসহ মোট ২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ টিকা দেয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘জনগণকে বিনামূল্যে টিকা দিতে টিকা সংগ্রহ করা হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, সরকার সকল টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করেছে।
তিনি বলেন, ‘আমরা কেবল ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সাড়া পাই এবং অগ্রিম টাকা দিয়ে তিন কোটি ডোজ টিকা সংগ্রহে চুক্তি করি।’
আরও পড়ুন: স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই
অন্যান্য টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তখন কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, পরবর্তীতে চীন থেকে সিনোফার্ম এবং রাশিয়ার স্পুটনিক-ভি থেকে সাড়া পাওয়ার পর আমরা সাথে সাথে উদ্যোগ গ্রহণ করি। এরপর সিনোফার্মের সাথে চুক্তি করি এবং স্থানীয়ভাবে উৎপাদনের জন্য সমঝোতা চুক্তি করেছি।
৩ বছর আগে
করোনা: দেশে মৃত্যু ও শনাক্ত আরও কমেছে
গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৭৯ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২ জনের। নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৪ জন। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার অধিদপ্ত জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ৮৬ জন মারা গেছে এবং ৩ হাজার ৩৫৭ জন আক্রান্ত হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ১০.১১ শতাংশ। করোনায় দেশে মৃত্যুর হার ১.৭৫ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। দেশে সুস্থতার হার ৯৫.২৩ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত প্রায় পৌনে ২২ কোটি মানুষ
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৮ জন, খুলনা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ২৩ জন, রংপুরে ২ জন, বরিশালে ৩ জন, সিলেটে ৮ জন, রাজশাহীতে ৮ জন এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।
স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই
সারাদেশের স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।
বুধবার (০১ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হবে কি না।’
খুরশীদ আলম বলেন, প্রধানমন্ত্রী চান স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে। তবে এ বিষয়ে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দেশনা পাইনি। আমেরিকায় শিশুদের যে টিকা দেয়া হয়েছে তা প্রটোকল অনুযায়ী দিয়েছে, সেরকম আমাদের দেশেও হতে পারে। শিক্ষকদের টিকা দেয়া প্রায় শেষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেটে করোনায় ৮ মৃত্যু, শনাক্ত ৮০
স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই
ডিজি বলেন, আমেরিকাতে স্কুল-কলেজে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। সেটা তাদের নিজের ব্যবস্থাপনায় দিয়েছে। নিজস্ব দেশের প্রটোকলের মাধ্যমে তারা দিয়েছে। এখন আমাদের দেশেও হতে পারে। আমাদের দেশের কর্তৃপক্ষ যদি মনে করেন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন টিকা নিশ্চিত করে স্কুল-কলেজ খুলে দিতে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়োশোনা অনেকটায় স্থগিত অবস্থায় রয়েছে। টিকা দিয়ে তাদের স্কুল-কলেজে নিয়ে আসতে পারলে সেটা খুবই ভালো হবে। শিক্ষকদের ইতোমধ্যে মোটামুটি টিকা দেয়া শেষ।
৩ বছর আগে
কোভিড-১৯: বিশ্বে একদিনে আরও ৯ হাজারের বেশি মৃত্যু
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে একদিনে আরও ৯ হাজারের বেশি মৃত্যু এবং ৭ লাখের বেশি শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মোট মৃতের সংখ্যা ৪৫ লাখ ৯ হাজার ৮২১ জন এবং আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৭০ লাখ ৮০ হাজার ৮৪৬ জন দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫২৩ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৬৯৪ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ৫৭ হাজার ৩৬৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৩৮ হাজার ৭১১ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৫৭৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৭ লাখ ৫২ হাজার ২৮১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে রবিবার পর্যন্ত মোট ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৩৯ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৮ হাজার ২১০ জনে।
বাংলাদেশ পরিস্থিতি
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে। একদিনে আরও ৯৪ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৭২৪ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে।
গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১২.০৭ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৪ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন। সুস্থতার হার ৯৪.৯৭ শতাংশ।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনায় ৭ মৃত্যু, শনাক্ত ৪৫
করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে
৩ বছর আগে
দেশে করোনায় মৃত্যু ২৬ হাজার ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। একদিনে আরও ৮৯ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৪৮ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৪.১৪ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৪ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। সুস্থতার হার ৯৪.৭৯ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বে করোনাক্রান্ত প্রায় ২১ কোটি ৬০ লাখ মানুষ
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ২১ জন, রংপুরে ৫ জন, বরিশালে ৮ জন, সিলেটে ১০ জন, রাজশাহীতে ৭ জন এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৪ লাখ ৯৩ হাজার ৯৪১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৫৫৯ লাখ ৮৬ হাজার ৭৫ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫১৬ কোটি ৭৭ লাখ ৮৭ হাজার ৬৫০ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮৭ লাখ ৫৬ হাজার ৩৩৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৩৭ হাজার ২৪১ জন।
আরও পড়ুন: করোনা: দুই মাস পর মৃত্যু এক শ’র নিচে
ডেঙ্গু: একদিনে আরও ২৬৫ রোগী হাসপাতালে
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৯ হাজার ১০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৭ লাখ ২৮ হাজার ৬০৫ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শনিবার পর্যন্ত মোট ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৩৭০ জনে।
৩ বছর আগে