বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে একদিনে আরও ৯ হাজারের বেশি মৃত্যু এবং ৭ লাখের বেশি শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মোট মৃতের সংখ্যা ৪৫ লাখ ৯ হাজার ৮২১ জন এবং আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৭০ লাখ ৮০ হাজার ৮৪৬ জন দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫২৩ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৬৯৪ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ৫৭ হাজার ৩৬৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৩৮ হাজার ৭১১ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৫৭৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৭ লাখ ৫২ হাজার ২৮১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে রবিবার পর্যন্ত মোট ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৩৯ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৮ হাজার ২১০ জনে।
বাংলাদেশ পরিস্থিতি
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে। একদিনে আরও ৯৪ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৭২৪ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে।
গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১২.০৭ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৪ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন। সুস্থতার হার ৯৪.৯৭ শতাংশ।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনায় ৭ মৃত্যু, শনাক্ত ৪৫