ফটিকছড়ি
ফটিকছড়ি আসনে বিজয়ী সনির সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী সংসদ সদস্য আওয়ামী লীগের খাদিজাতুল আনোয়ার সনির সদস্য পদ বাতিল চেয়ে আদালতে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিট আবেদনে ওই আসনে পুনর্নির্বাচনের দাবি করা হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ এ রিট করেছেন।
সৈয়দ সাইফুদ্দীন আহমেদের পক্ষের আইনজীবী শাহ আলম অভি বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সংরক্ষিত আসনের প্রার্থীর নাম ঘোষণা করল আওয়ামী লীগ
তিনি জানান, নির্বাচনি হলফনামায় খেলাপি ঋণসংক্রান্ত অর্থঋণ আদালতের মামলাসহ আটটি ব্যাংক ঋণের তথ্য গোপন করে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন খাদিজাতুল আনোয়ার ৃসনি।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ ভোট। একতারা প্রতীকে সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী পেয়েছেন ৩ হাজার ১৩৮ ভোট।
আরও পড়ুন: স্থগিত নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ চলছে
১০ মাস আগে
ফটিকছড়িতে পুকুরে ডুবে মারা গেল ২ শিশু
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে তাবাসসুম (৯) ও ওয়াজিহা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হিরা গাজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুতুবদিয়ায় ৩ ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নিহত দুই শিশুর মধ্যে তাবাসসুম ওই এলাকার মৃত আজম খানের মেয়ে এবং তার বান্ধবী ওয়াজিহা জাহানপুর আব্দুর রশিদ সওদাগর বাড়ির মো. নাছিরের মেয়ে।
বক্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোবারক আলী বলেন, তাবাসসুমের বাবা ৪০ দিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। আজ চল্লিশা ফাতিহার আয়োজন ছিল বাড়িতে।
তিনি আরও বলেন, পরিবারের আত্মীয়-স্বজনরা এসেছিলেন সেখানে। দুপুরে বাড়ির লোকজন তাবাসসুম ও ওয়াজিহাকে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদের দুজনকে ভাসতে দেখে স্বজনরা।
তিনি বলেন, সেখান উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। লাশ বাড়িতে নিয়ে আনা হয়েছে। দাফনের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: গাজীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
১ বছর আগে
চট্টগ্রামে ফেনসিডিল বিক্রি করতে গিয়ে পুলিশ সদস্য আটক
চট্টগ্রামের ফটিকছড়িতে ফেনসিডিল বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাজ্জাদ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল। এ সময় তার কাছ থেকে ৭৪ বোতল ফেনসিডিল জব্দ করা্ হয়।
বুধবার (১৮ অক্টোবর) উপজেলার ভূজপুর থানার চিকনছড়া এলাকা থেকে স্থানীয় জনতা ওই কনস্টেবলকে ফেনসিডিল জব্দসহ আটক করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: র্যাব
আটক সাজ্জাদ হোসেন খাগড়াছড়ি জেলার রামগড় থানায় কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানা গেছে। তার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রামের বনরুপা আবাসিক এলাকায়।
ভূজপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজ্জাদ হোসেন নামের এক যুবককে স্থানীয়রা ৭৪ বোতল ফেনসিডিল জব্দসহ আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে।
তিনি জানান, পরে খবর পেয়ে আমাদের ডিউটি টিম সেখান থেকে তাকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তিনি রামগড় থানায় কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানিয়েছেন।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাজ্জাদ মঙ্গলবার রাতে ডিউটির পর থেকে থানায় উপস্থিত ছিলেন না।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
১ বছর আগে
ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম ফটিকছড়ির নাজিরহাট এলাকার বসতঘর থেকে মোহাম্মদ আলাউদ্দিন ভাণ্ডারী (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নাসির মোহাম্মদ তালুকদার বাড়ি থেকে নিজ বসতঘর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
আরও পড়ুন: মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের নিচ থেকে তরুণীর লাশ উদ্ধার
পারিবারিক সূত্র জানায়, সকালে বসতঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ছেলে প্রথমে দেখতে পায় পরে অন্যদের জানানোর পর বিষয়টি জানাজানি হয়। তবে কেন এ আত্মহত্যা তা জানা যায়নি।
মৃত আলাউদ্দিন মাইজভান্ডারী দরবারের সাহেদ নামে একজন বলেন, তার ঘরে দরবারের একটি আসন আছে। সেখানে প্রতিদিন তিনি জিকির করেন।
মঙ্গলবার রাতে তিনি প্রতিদিনের মতো তার আসনে ঢুকেন এরপর আসনের পর্দা টেনে দেন। সকালে তার ছেলে চা খাওয়ার জন্য ডাকতে গেলে তাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখা যায়।
ফটিকছড়ির ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, এক ব্যাক্তির আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর গড়াই নদ থেকে শিক্ষকের লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার
১ বছর আগে
ফটিকছড়িতে ভেসে আসা কাঠ সংগ্রহকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে উজান থেকে ভেসে আসা কাঠ সংগ্রহকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আধারমানিক গ্রামের কুলালপাড়া সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
নিহত মোহাম্মদ নয়ন (৩০) দক্ষিণ খিরাম এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জাবেদুল আলমের পুত্র।
স্থানীয়রা জানায়, সর্তা খালের উজান থেকে পানির সঙ্গে কিছু দামি কাঠ ভেসে আসছিল। এই কাঠ সংগ্রহ করতে খালের কমিটিহাট অংশে ১৫ জন ২০ জন নিয়ে সেখানে গিয়েছিল নয়ন।
কিন্তু একই সময়ে কমিটিহাট এলাকার আরও কয়েকজন যুবক এসব কাঠ সংগ্রহ করতে যায়। এই নিয়ে সকালে দু’পক্ষ কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায়।
এতে প্রতিপক্ষের মারধরে ঘটনাস্থলে নিহত হয় নয়ন। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। দু’গ্রুপের মধ্যে ব্যবসায়িক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পারি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় যুবক নিহত
পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত
১ বছর আগে
ফটিকছড়িতে চাষ হচ্ছে বিশাল আকৃতির জাপানি মুলা
চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর চরের বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয়েছে বড় বড় জাপানি মুলার। বিশাল আকৃতির এ মুলা দেখতে যেমন চমৎকার তেমনি খেতেও অন্যরকম স্বাদ।
এবার ফটিকছড়ি বারৈয়ারহাটের পশ্চিম পাশে হালদা নদীর চরে হাজার হাজার মুলা চাষ করে সফল হয়েছেন চাষি আব্দুর রহিম।
তার দাবি দেশের সবচেয়ে বড় মুলা উৎপাদিত হয় ফটিকছড়িতে।
ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় বিক্রি হচ্ছে এসব বিশাল আকৃতির জাপানি মুলা। হালদা নদীর কূল ঘেঁষেই বিস্তীর্ণ মাট জুড়ে মুলা চাষ হয়েছে। একেকটি মুলার ওজন ৪-১৫ কেজি এবং এসব মুলার মূল্য ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।
আরও পড়ুন: বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় চিংড়ির চাহিদায় রদবদল, জনপ্রিয় হচ্ছে ভেনামি চিংড়ি
১ বছর আগে
ভুজপুরে আ.লীগের ৩ নেতাকর্মী হত্যামামলা স্থগিতের আবেদন খারিজ: হাইকোর্ট
প্রায় ১০ বছর আগে চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে বিএনপি-জামায়াতের হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিলে হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনায় করা এক মামলার কার্যক্রম স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
ওই মামলার কয়েকজন আসামির করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি খোন্দকার খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে দেন।
ফলে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।
২০১৩ সালের ১১ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে বিএনপি জামায়াতের হরতালের ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত আওয়ামী লীগের মিছিলে জামায়াত শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়।
আরও পড়ুন: রিতা দেওয়ানের মামলা হাইকোর্টে স্থগিত
সেদিন দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেটকার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেয়া হয়। হামলায় আহত হন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। হত্যা করা হয় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে।
তারা হলেন- ফারুক ইকবাল বিপুল (৩৯), মো. রুবেল (২২) ও ফোরকান উদ্দিন (২৭)।
ওই ঘটনায় ভুজপুর থানায় পাঁচটি মামলা করা হয়। মামলায় আসামি করা হয় ১৬ হাজার ৪৭১ জনকে। এর মধ্যে ৪৭১ জনের নাম উল্লেখ করা হয়। বাকিরা অজ্ঞাতপরিচয় আসামি। মামলায় আসামিদের মধ্যে ছিলেন ভুজপুর থানা জামায়াতের সাবেক আমির শফিউল আলম নুরী ও ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির হাবিব আহমেদ।
এ পাঁচ মামলার মধ্যে এক মামলায় ২০১৫ সালের ৩০ জুন জামায়াতের সাবেক আমির শফিউল আলম নুরীকে প্রধান আসামি করে ২৭৮ জনের অভিযোগপত্র দাখিল করা হয়।
পরে চট্টগ্রামের দায়রা জজ আদালত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২০২১ সালের ৯ নভেম্বর বিচারের জন্য মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায়।
দ্রুত বিচার ট্রাইবুনাল আইনের ১০ ধারা অনুযায়ী ওই ট্রাইব্যুনাল নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি না হওয়ায় আসামি শফিউল আলম নুরী সহ আরও কয়েকজন আসামি মামলাটি পুনরায় দায়রা জজ আদালতে পাঠানোর আবেদন করেন।
সে আবেদন দ্রুত বিচার ট্রাইব্যুনাল খারিজ করেন। দ্রুত বিচার আদালতের ওই আদেশের বিরুদ্ধে শফিউল আলম নুরীসহ কয়েক আসামি হাইকোর্টে বিরিভিশন মামলা দায়ের করেন। আবেদনে রুল জারির আর্জি জানিয়ে মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১৩৫ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে পারে নাই বলে মামলাটি আগের আদালতে ফেরত পাঠাতে আবেদন করা হয়েছিল। সে আবেদন খারিজের পর আসামিরা হাইকোর্টে রিভিশন করেন। শুনানি শেষে হাইকোর্ট আসামি পক্ষের আবেদন সরাসরি খারিজ করেন। ফলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির বিচার চলতে কোন বাধা নেই।
আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে অশ্লীল স্লোগান: ২১ আইনজীবীকে হাইকোর্টে তলব
তাকসিমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দুদককে পদক্ষেপ জানাতে বলেছেন হাইকোর্ট
১ বছর আগে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ ওসমান (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এ সময় আহত হয়েছেন আরও এক যুবক।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ফটিকছড়ি-রামগড় সড়কের ভূজপুর নারায়ণহাট ইউনিয়নের ভাঙাপুলের সামনের টেকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ ওসমান উপজেলার মির্জাহাট এলাকার পূর্ব কৈয়া গ্রামের মোস্তাফিজুর রহমান প্রকাশ কালা মনার ছেলে।
তিনি পেশায় টাইলস মিস্ত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, সকালে চট্টগ্রাম-নারায়ণহাটের একটি বাস উল্টো দিকে এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার ওসমানকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ওসমান নামের একজনের মৃত্যু হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
তবে ড্রাইভার পলাতক রয়েছে।
আরও পড়ুন: নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
চুয়াডাঙ্গায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
১ বছর আগে
ফটিকছড়িতে ট্রাক-সিএনজির সংঘর্ষে যুবক নিহত
ফটিকছড়িতে যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে। এসময় আরও তিন অটোরিকশার যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের গর্জন বাগান এলাকায় হেঁয়াকো-খাগড়াছড়ি সড়কের বনানী এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
নিহত পারভেজ (২৭) দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঞ্চনা এলাকার আলী আহমেদের ছেলে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, দাঁতমারা থেকে একটি সিএনজি অটোরিকশা ফটিকছড়ির কাজিরহাটে যাচ্ছিল। এসময় বনানী গর্জন বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পারভেজ মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তিনি আরও বলেন, নিহত পারভেজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভালুকায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ২
মতলব দক্ষিণে ট্রাক-সিএনজি মুখোমুখি সংর্ঘষে নারী নিহত, আহত ৫
২ বছর আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে যুবককে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক যুবকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারুল আজিম (৩৩) পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করেন। তবে তিনি মাঝে মাঝে বাড়িতে আসা-যাওয়া করতেন।
স্থানীয় ইউপি সদস্য মোরশেদুল আলম জানান, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে যাবে বলে ঘর থেকে বের হন আনোয়ারুল আজিম। কয়েক ঘণ্টা পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে বের হলে গভীর রাতে বাড়ির গেটের সামনে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে গহিরা জেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার
ইউপি সদস্য আরও জানান, তার মুখ, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইবনে আনোয়ার মাসুদ বলেন, আনোয়ারুল আজিম নামের এক যুবককে অজ্ঞাত সন্ত্রাসীরা বাড়ির গেটের সামনে কুপিয়ে হত্যা করেছে।
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
২ বছর আগে