ফটিকছড়ি
ফটিকছড়িতে চাষ হচ্ছে বিশাল আকৃতির জাপানি মুলা
চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর চরের বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয়েছে বড় বড় জাপানি মুলার। বিশাল আকৃতির এ মুলা দেখতে যেমন চমৎকার তেমনি খেতেও অন্যরকম স্বাদ।
এবার ফটিকছড়ি বারৈয়ারহাটের পশ্চিম পাশে হালদা নদীর চরে হাজার হাজার মুলা চাষ করে সফল হয়েছেন চাষি আব্দুর রহিম।
তার দাবি দেশের সবচেয়ে বড় মুলা উৎপাদিত হয় ফটিকছড়িতে।
ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় বিক্রি হচ্ছে এসব বিশাল আকৃতির জাপানি মুলা। হালদা নদীর কূল ঘেঁষেই বিস্তীর্ণ মাট জুড়ে মুলা চাষ হয়েছে। একেকটি মুলার ওজন ৪-১৫ কেজি এবং এসব মুলার মূল্য ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।
আরও পড়ুন: বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় চিংড়ির চাহিদায় রদবদল, জনপ্রিয় হচ্ছে ভেনামি চিংড়ি
ভুজপুরে আ.লীগের ৩ নেতাকর্মী হত্যামামলা স্থগিতের আবেদন খারিজ: হাইকোর্ট
প্রায় ১০ বছর আগে চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে বিএনপি-জামায়াতের হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিলে হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনায় করা এক মামলার কার্যক্রম স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
ওই মামলার কয়েকজন আসামির করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি খোন্দকার খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে দেন।
ফলে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।
২০১৩ সালের ১১ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে বিএনপি জামায়াতের হরতালের ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত আওয়ামী লীগের মিছিলে জামায়াত শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়।
আরও পড়ুন: রিতা দেওয়ানের মামলা হাইকোর্টে স্থগিত
সেদিন দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেটকার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেয়া হয়। হামলায় আহত হন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। হত্যা করা হয় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে।
তারা হলেন- ফারুক ইকবাল বিপুল (৩৯), মো. রুবেল (২২) ও ফোরকান উদ্দিন (২৭)।
ওই ঘটনায় ভুজপুর থানায় পাঁচটি মামলা করা হয়। মামলায় আসামি করা হয় ১৬ হাজার ৪৭১ জনকে। এর মধ্যে ৪৭১ জনের নাম উল্লেখ করা হয়। বাকিরা অজ্ঞাতপরিচয় আসামি। মামলায় আসামিদের মধ্যে ছিলেন ভুজপুর থানা জামায়াতের সাবেক আমির শফিউল আলম নুরী ও ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির হাবিব আহমেদ।
এ পাঁচ মামলার মধ্যে এক মামলায় ২০১৫ সালের ৩০ জুন জামায়াতের সাবেক আমির শফিউল আলম নুরীকে প্রধান আসামি করে ২৭৮ জনের অভিযোগপত্র দাখিল করা হয়।
পরে চট্টগ্রামের দায়রা জজ আদালত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২০২১ সালের ৯ নভেম্বর বিচারের জন্য মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায়।
দ্রুত বিচার ট্রাইবুনাল আইনের ১০ ধারা অনুযায়ী ওই ট্রাইব্যুনাল নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি না হওয়ায় আসামি শফিউল আলম নুরী সহ আরও কয়েকজন আসামি মামলাটি পুনরায় দায়রা জজ আদালতে পাঠানোর আবেদন করেন।
সে আবেদন দ্রুত বিচার ট্রাইব্যুনাল খারিজ করেন। দ্রুত বিচার আদালতের ওই আদেশের বিরুদ্ধে শফিউল আলম নুরীসহ কয়েক আসামি হাইকোর্টে বিরিভিশন মামলা দায়ের করেন। আবেদনে রুল জারির আর্জি জানিয়ে মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১৩৫ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে পারে নাই বলে মামলাটি আগের আদালতে ফেরত পাঠাতে আবেদন করা হয়েছিল। সে আবেদন খারিজের পর আসামিরা হাইকোর্টে রিভিশন করেন। শুনানি শেষে হাইকোর্ট আসামি পক্ষের আবেদন সরাসরি খারিজ করেন। ফলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির বিচার চলতে কোন বাধা নেই।
আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে অশ্লীল স্লোগান: ২১ আইনজীবীকে হাইকোর্টে তলব
তাকসিমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দুদককে পদক্ষেপ জানাতে বলেছেন হাইকোর্ট
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ ওসমান (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এ সময় আহত হয়েছেন আরও এক যুবক।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ফটিকছড়ি-রামগড় সড়কের ভূজপুর নারায়ণহাট ইউনিয়নের ভাঙাপুলের সামনের টেকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ ওসমান উপজেলার মির্জাহাট এলাকার পূর্ব কৈয়া গ্রামের মোস্তাফিজুর রহমান প্রকাশ কালা মনার ছেলে।
তিনি পেশায় টাইলস মিস্ত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, সকালে চট্টগ্রাম-নারায়ণহাটের একটি বাস উল্টো দিকে এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার ওসমানকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ওসমান নামের একজনের মৃত্যু হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
তবে ড্রাইভার পলাতক রয়েছে।
আরও পড়ুন: নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
চুয়াডাঙ্গায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
ফটিকছড়িতে ট্রাক-সিএনজির সংঘর্ষে যুবক নিহত
ফটিকছড়িতে যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে। এসময় আরও তিন অটোরিকশার যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের গর্জন বাগান এলাকায় হেঁয়াকো-খাগড়াছড়ি সড়কের বনানী এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
নিহত পারভেজ (২৭) দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঞ্চনা এলাকার আলী আহমেদের ছেলে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, দাঁতমারা থেকে একটি সিএনজি অটোরিকশা ফটিকছড়ির কাজিরহাটে যাচ্ছিল। এসময় বনানী গর্জন বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পারভেজ মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তিনি আরও বলেন, নিহত পারভেজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভালুকায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ২
মতলব দক্ষিণে ট্রাক-সিএনজি মুখোমুখি সংর্ঘষে নারী নিহত, আহত ৫
চট্টগ্রামের ফটিকছড়িতে যুবককে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক যুবকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারুল আজিম (৩৩) পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করেন। তবে তিনি মাঝে মাঝে বাড়িতে আসা-যাওয়া করতেন।
স্থানীয় ইউপি সদস্য মোরশেদুল আলম জানান, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে যাবে বলে ঘর থেকে বের হন আনোয়ারুল আজিম। কয়েক ঘণ্টা পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে বের হলে গভীর রাতে বাড়ির গেটের সামনে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে গহিরা জেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার
ইউপি সদস্য আরও জানান, তার মুখ, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইবনে আনোয়ার মাসুদ বলেন, আনোয়ারুল আজিম নামের এক যুবককে অজ্ঞাত সন্ত্রাসীরা বাড়ির গেটের সামনে কুপিয়ে হত্যা করেছে।
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২
ফটিকছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ও বিকালে জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট-কাজিরহাট সড়কে এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন-আবুল কাসেম (৭৫) এবং সিএনজি চালক মোহাম্মদ সোহাগ (১৯)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, দুপুরে নাজিরহাট-কাজিরহাট সড়কের সুয়াবিল টেকের দোকান সংলগ্ন ঈদগাহ এলাকায় সিমেন্ট ভর্তি ট্রাকের চাপায় আবুল কাসেম মারা যান। আর বিকালে দাঁতমারা ঢালার মুখ নামক স্থানে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক সোহাগের মৃত্যু হয়।স্থানীয়রা জানান, দুপুরে বৃদ্ধ আবুল কাশেম বিলের মধ্যে গরু চড়াতে দিয়ে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির সিমেন্ট বোঝাই ট্রাকটি আবুল কাশেমকে চাপা দিয়ে সড়কের খাদে পড়ে উল্টে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর কর্মকর্তা নিহতস্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, নিহ আবুল কাসেম উক্ত এলাকার ইউছুপ আলী চৌধুরী বাড়ির বাসিন্দা।এদিকে সকাল ১১টার দিকে দাঁতমারা ঢালার মুখ নামক স্থানে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।এতে একটি সিএনজির চালক মোহাম্মদ সোহাগ (১৯) ঘটনাস্থলেই মারা যান। এসময় সিএনজির যাত্রী দুই কলেজছাত্রী আহত হয়েছেন।নিহত চালক সোহাগ হেঁয়াকো চৌধুরী পাড়ার আবদুস সালামের পুত্র।ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, হেঁয়াকো থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা দাঁতমারা বাজারের দিকে যাচ্ছিল উল্টোদিকে থেকে আসা আরেকটি খালি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক সোহাগের মৃত্যু হয়। এঘটনায় আরও দুই কলেজ ছাত্রী আহত হয়েছে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত ২০, দুমড়ে মুচড়ে গেছে তিনটি সিএনজি অটোরিকশা
রাজনগরে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত, আসামিসহ আহত ৭
ফটিকছড়িতে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় গৃহবধূর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে কাঞ্চননগর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের ঝরঝরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রীনা আকতার (৪০) ওই এলাকার শাহ আলমের স্ত্রী।
কাঞ্চননগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। রিনা বাড়ির পাশের একটি জায়গা থেকে গরু আনতে গিয়েছিলেন। এসময় একটি গাছ ভেঙে তার মাথার উপরে পড়লে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে নিহত ১, আহত ৭
ফটিকছড়িতে কাঠমিস্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামের ফটিকছড়িতে এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার খিরাম ইউনিয়নের লম্বা টিলা এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মোহাম্মদ সুমনের (৩০) বাড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে হলেও দীর্ঘদিন ধরে তিনি ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি টিলায় স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে বাস করতেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, কাঠমিস্ত্রি সুমনকে কুপিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করা হয়েছে। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে কেউ বলতে পারেননি।
আরও পড়ুন: মাগুরায় স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার
নিহত সুমনের স্ত্রী জানান, গতকাল মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বের হলেও রাতে বাড়িতে ফেরেনি। এ সময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা দেওয়ান শামস উদ্দিন বলেন, আমরা খবর পাওয়ার পর খিরাম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কুপিয়ে মাথা দ্বিখণ্ডিত করা হয়েছে। সুরতহাল শেষে লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে রাস্তার পাশ থেকে আ'লীগ নেতার লাশ উদ্ধার
বাগেরহাটে এসআইকে কুপিয়ে জখম
ফটিকছড়িতে পারিবারিক বিরোধে যুবককে গলা কেটে হত্যা!
চট্টগ্রামের ফটিকছড়িতে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামে পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা হয় বলে অভিযোগ উঠেছে।নিহত জসিম ওই এলাকার আলী আহসানের ছেলে।ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
আরও পড়ুন: দামুড়হুদায় ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে একই গ্রামের আক্কাস ও মামুনের সঙ্গে জসিমের মারামারি হয়। এক পর্যায়ে জসিমকে গলায় ছুরি চালিয়ে আহত করা হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ভুজপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।এ ঘটনার পর স্থানীয় উত্তেজিত এলাকাবাসী হত্যায় জড়িত মামুনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।দাঁতমারা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, পারিবারিক কলহে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।
আরও পড়ুন: কুমিল্লায় বাসায় ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
ফটিকছড়িতে আগুনে পুড়ে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
চট্টগ্রাম ফটিকছড়িতে বসতঘরে আগুনে লেগে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের গার্ডের দোকান এলাকায় বাবুল চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে।
মৃত মোহাম্মদ মুজিব (৪০) বাগানবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুলের চাচাত ভাই।
আরও পড়ুন: কুমিল্লায় আগুনে পুড়ে প্রতিবন্ধী কলেজছাত্রের মৃত্যু
বাগান বাজার ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন সাজু জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা মানসিক প্রতিবন্ধী মুজিব ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যান।
খবর পেয়ে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ও রামগড় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০ বিঘা জমির পান বরজ
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন।