ইউএনও
সাঘাটার ইউএনও ও ওসিকে সরিয়ে দিতে নির্দেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচনের দায়িত্ব থেকে সাঘাটার ইউএনও ও ওসিকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এই আসনে গত উপনির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ার বিএনপির নিখোঁজ দুই নেতার অবস্থান জানাতে হাইকোর্টের নির্দেশ
বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কনডেম সেলে মায়ের সঙ্গে ১০ মাস বয়সী শিশু: প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট
এর আগে ওই আসনে নির্বাচনে দায়িত্ব পালনে কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে রিট করেন স্বতন্ত্রপ্রার্থী ফারজানা বুবলী। ফারজানা বুবলী সাবেক ডেপুটি স্পিকার আইনজীবী ফজলে রাব্বী মিয়ার মেয়ে।
গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
আরও পড়ুন: গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যশোর-৪ আসনের নৌকার প্রার্থী নির্বাচন চালিয়ে যেতে পারবেন: হাইকোর্ট
১০ মাস আগে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৪৭ জন ইউএনও বদলির অনুমোদন ইসির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
সে নির্দেশনার আলোকে ৪৭ জন ইউওনকে বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন চাইলে তা দিয়েছে সংস্থাটি।
সোমবার (৪ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কমিশন ৪৭ জন ইউএনওকে বদলির সুপারিশ এলে তা অনুমোদন দিয়েছে। আর ২০ জনের চিঠি এসেছে। মোট ২৫০ জনের বেশি ইউএনও বদলি হবে।
এ ছাড়া, ৩২০ জনের মতো ওসি বদলি করা হবে।
আরও পড়ুন: ইসির নির্দেশনা অনুযায়ী ‘শিগগিরই’ ওসিদের বদলি শুরু করবে ডিএমপি
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুই মন্ত্রণালয়কে সব থানার ওসি ও ইউএনওকে বদলির নির্দেশ দিয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়।
এক্ষেত্রে, যেসব থানার ওসির কার্যকাল ছয় মাস হয়েছে এবং যেসব ইউএনওর কার্যকাল এক বছর হয়েছে তাদের তালিকা আগে পাঠাতে বলা হয়।
এবারের সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলে ২ হাজার ৭১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।
আরও পড়ুন: নির্বাচন নিরপেক্ষ করতে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ
ময়মনসিংহের ডিসিকে প্রত্যাহার, সুনামগঞ্জের ডিসিকে বদলির নির্দেশ ইসির
১১ মাস আগে
পঞ্চগড়ে ইউএনও'র গাড়ি খাদে পড়ে এলজিইডির প্রকৌশলী নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এলজিইডির প্রকৌশলী আবু সাঈদ নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বিসহ আরও তিন কর্মকর্তা।
শনিবার(২ ডিসেম্বর) রাতে জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের চেকরমারী এলাকার অমরখানা সেতু সংলগ্ন পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে৷
আরও পড়ুন: চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু
জানা গেছে, প্রকৌশলী আবু সাঈদ তেঁতুলিয়া উপজেলা এলজিইডিতে কর্মরত ছিলেন। বর্তমানে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী হিসাবে কর্মরত।
দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় তার গ্রামের বাড়ি।
আহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন ও আইসিটি সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা,সহকারী প্রোগ্রামার ও উপজেলা সাবেক এলজিইডির প্রকৌশলীসহ চারজন পঞ্চগড় শহরে যাচ্ছিলেন। এসময় অমরখানা সেতু সংলগ্ন চেকরমারী এলাকায় সড়কে মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে প্রকৌশলী আবু সাঈদের মৃত্যু হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
এসময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, অমরখানা সেতু সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে থাকা একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে৷
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠিদের সড়ক অবরোধ
১১ মাস আগে
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওসিদের পর ইউএনওদের বদলি চেয়েছে ইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এক্ষেত্রে সবার আগে নিজ নিজ উপজেলায় এক বছরের বেশি সময় ধরে কর্মরত ইউএনওদের বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, পর্যায়ক্রমে ইউএনওদের বদলি করতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে কমিশন।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ ইসি’র
এতে বলা হয়, ২০২৩ সালের ৫ ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপের বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠাতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে।
এর আগে একই কারণ দেখিয়ে পর্যায়ক্রমে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় ইসি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয় ৩০ নভেম্বর।
এদিকে, জমা দেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ২ হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে ইইউ মিশনের প্রতিনিধি দল
বিএনপি ভোটে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার: ইসি আনিছুর
১১ মাস আগে
কিশোরগঞ্জে ইউএনও'র গাড়ি ভাঙচুর
কিশোরগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়েছে।
সকাল ৮টার দিকে জেলার শোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ জানান, গাড়িটি কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া এলাকায় পৌঁছালে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা গাড়িটি থামিয়ে ভাঙচুর করে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের ডাকা হরতালে ঢাকার সড়ক ফাঁকা, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর
১ বছর আগে
চট্টগ্রামে ইউএনও-ওসির উপর হামলার ঘটনায় ২মামলা, আসামি ৪০০
চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ চলাকালে দখলদারদের হামলায় ইউএনও ও ওসি সহ ১০ জন আহত হওয়ার ঘটনায় দুইটি মামলা করেছে পুলিশ।
দুটি মামলায় ৩৪ জনের নাম উল্লেখ্য করে আরও ৪০০ জন নারী-পুরুষকে আসামি করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন বাদী হয়ে দুইটি মামলা দুটি দায়ের করেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে উচ্ছেদ অভিযানে হামলায় ইউএনও-ওসিসহ আহত ১০, আটক ৩
রাতে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সীতাকুণ্ড থানার পুলিশের পক্ষ থেকে মামলা দুইটি দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরক আইনে এবং আরেকটি পুলিশের কাজে বাঁধা, হামলা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে।
এসব মামলায় ঘটনার দিন আটক সাগর, মুকবুল এবং মনোয়ার বেগম নামে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের ২নং সমাজের বড়ইতলা এলাকায় ১নং খাস খতিয়ানের বি,এস ৩৬০ এবং ৩৬১ দাগের ১০ একর পাহাড়ি জমি উদ্ধার করে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেরার পথে অবৈধ দখলদারদের হামলায় আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম ও সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদসহ ১০ জন।
আরও পড়ুন: বংশী নদী দখল : সাভারের ইউএনওকে হাইকোর্টে তলব
ভারতে প্রশিক্ষণরত অবস্থায় ইউএনও’র মৃত্যু
১ বছর আগে
সীতাকুণ্ডে উচ্ছেদ অভিযানে হামলায় ইউএনও-ওসিসহ আহত ১০, আটক ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সরকারি জায়গা দখল করে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ অভিযান শেষ করে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম ও সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদসহ ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এ হামলার ঘটনা ঘটে।
এসময় হামলাকারীরা একটি বেসরকারি টেলিভিশনের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
আহত কয়েকজনকে উদ্ধার করে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
হামলা ও আহতদের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বলেন, হার্ট ফাউন্ডেশনের জন্য বরাদ্দ দেওয়া একটি জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা দখল করে স্থাপনা নির্মাণ করে আছেন। তাদের বেশ কয়েকবার নোটিশ করলেও কিন্তু তারা দখল ছাড়েননি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে রেলগেটে ৩ পুলিশ সদস্য নিহত: গেটম্যানকে আসামি করে মামলা
তিনি আরও বলেন, ওই স্থান থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ১০ একর জায়গা উদ্ধার করা হয়। কিন্তু বিকালের দিকে উচ্ছেদ শেষে ফেরার পথে অবৈধ দখলদারদের হামলায় গুরুতর আহত হন ইউএনও, ওসিসহ বেশ কয়েকজন। বর্তমানে তারা চিকিৎসাধীন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তোফায়েল আহমেদ জানান, হামলার সময় রক্ষা পেতে পুলিশ ৪৬ রাউন্ড গুলি চালায়। হামলাকারী এক নারীরসহ সাতজনকে পুলিশ আটক করেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরিচালিত এই অভিযানকালে উপজেলার জঙ্গল সলিমপুর মৌজার বি.এস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বি.এস ৩৬০ ও ৩৬১ দাগের পাহাড় শ্রেণির এই জমিতে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে রেললাইনে থেমে যাওয়া গাড়িতে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত
সীতাকুণ্ডে প্রাইভেটকারকে কন্টেইনার লরির চাপা, অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেল ৫ যাত্রী
১ বছর আগে
ভারতে প্রশিক্ষণরত অবস্থায় ইউএনও’র মৃত্যু
বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল আমিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রবিবার (১১ জুন) বাংলাদেশ সময় সাড়ে ১১ টায় দিকে তিনি ভারতের মুশরী লালবাহাদুর শাস্ত্রি প্রশাসনিক একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় মৃত্যুবরণ করেন।
আল আমিন তানিশা ও আনিশা নামের জমজ কন্যা শিশু রয়েছে।
আরও পড়ুন: সাজেকে ডায়রিয়ায় নারীর মৃত্যু, মুমূর্ষু আরও অর্ধশতাধিক
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, আল আমিন ৩৩ তম বিসিএস’এ প্রশাসনিক ক্যাডার পদে যোগদান করেন। এরপর থেকে তিনি নিষ্ঠার সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০২১ সালে তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন। সেখানেও তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।
গত ৬ জুন মিড ক্যারিয়ার ১৫ দিনের প্রশিক্ষণে ভারতের মুশরি লালবাহাদুর শাস্ত্রি প্রশাসনিক একাডেমিতে যান। সেখানে তিনি প্রশিক্ষণরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, ইউএনও আল আমিন আমার এলাকার কৃতি সন্তান। তার এমন অকাল মৃত্যু সবাইকে ব্যাথিত করেছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ভারতের মুশরি লালবাহাদুর শাস্ত্রি প্রশাসনিক একাডেমিতে মিড ক্যারিয়ার প্রশিক্ষণরত অবস্থায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
আরও পড়ুন: চাঁদপুরে পা পিছলে ঘরের চাল থেকে পড়ে যুবকের মৃত্যু
নাটোরে ট্রেনের ধাক্কায় দম্পতির মৃত্যু
১ বছর আগে
ইউএনও’র ওপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪
ফরিদপুরের মধুখালী উপজেলায় বৃহস্পতিবার সরকারি আবাসন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমি নিয়ে ইউএনওসহ অন্যদের ওপর হামলার ঘটনায় শুক্রবার ভোরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটকদের মধ্যে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান রয়েছেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ফরিদপুর ও এর আশপাশের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এর আগে উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার ও ইউএনওর গাড়িচালক সুমন শেখ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে মামলা করেন।
ওসি আরও বলেন, আসামিদের ধরতে আমরা অভিযান অব্যাহত রাখছি।
এদিকে হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আজ সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ, প্রাথমিক শিক্ষক সমিতি ও মাদরাসা শিক্ষক সমিতির যৌথ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নিশ্চিন্তপুর গ্রামে স্থানীয়দের হামলায় ইউএনও আশিকুর রহমান চৌধুরীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, হামলায় ইউএনও বাম চোখে আঘাত পেয়েছেন।
আরও পড়ুন: বরগুনায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আটক ১০
স্থানীয়রা জানান, আশ্রয়ণ প্রকল্পের জন্য উপজেলা প্রশাসনের নির্বাচিত জমি খাস জমি নয়। তারা বলেন, প্রকল্পটি ব্যক্তিগত সম্পত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কয়েকজন নারী বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করে এমন খবর পেয়ে ইউএনওসহ কয়েকজন আনসার সদস্য ঘটনাস্থলে যান।
স্থানীয়রা জানায়, আনসার সদস্যরা নারীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হাতাহাতির ঘটনা ঘটে।
এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা প্রশাসনিক দলের ওপর হামলা চালালে ইউএনওসহ কয়েকজন আনসার সদস্য আহত হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এএসপি আরও জানান, এ সময় ইউএনওর গাড়িও ভাংচুর করা হয়।
আরও পড়ুন: সিলেটে আটক ৮ জনসহ ২০০ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
১ বছর আগে
ধুনটের ইউএনও’র বাসায় ২২১ বস্তা পচা ত্রাণ নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি
বগুড়ার ধুনটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সরকারি বাসভবন থেকে বিতরণের জন্য দেওয়া ২২১ বস্তা মেয়াদোত্তীর্ণ সরকারি ত্রাণ সামগ্রী হস্তান্তর করা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
এসব পচা ত্রাণসামগ্রী ২০২১ সালে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে দেওয়া হয়।
বৃহস্পতিবার কার্যালয় ছাড়ার আগে ইউএনও এগুলোকে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল হাই খোকনের কাছে হস্তান্তর করেন।
গত ৭ মার্চ ওই ইউএনওকে বগুড়ার ধুনট উপজেলা থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বদলি করা হয় বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) ধুনট উপজেলায় তার শেষ কর্ম দিবস ছিল। ওইদিন বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদের সরকারি বাসভবন থেকে ২২১ বস্তা নষ্ট হয়ে যাওয়া খাবার অযোগ্য ত্রান সামগ্রী উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের সরকারি বাসভবনে জমা দেন।
আরও পড়ুন: ফকিরহাটে সাবেক জনপ্রতিনিধিকে লাঞ্চিত করার অভিযোগে ইউএনও প্রত্যাহার
বিষয়টি জানাজানি হলে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে সংবাদকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীদের ভিড় জমে।
সরেজমিনে দেখা গেছে, চাল, ডাল, লবণ, তেল, চিড়া, নুডলস, চিনি, হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া মসলার সাড়ে ১৫ কেজি ওজনের বস্তার গাঁয়ে লেখা‘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, ত্রাণসামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০২১-২০২২ অর্থ বছর ও ০৭.০৭.২০২১ তারিখ।’
প্রায় দুই বছর আগের এই ত্রাণসামগ্রী মেয়াদোত্তীর্ণ হয়ে খাবার অযোগ্য হয়ে পড়েছে।
উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন বলেন, ‘ইউএনও সঞ্জয় কুমার মহন্ত শেষ কর্মদিবসে ২২১ বস্তা ত্রাণসামগ্রী শ্রমিক দিয়ে তার সরকারি বাসায় রেখেছেন এবং ২০২২ সালের ২৫ জুলাই তারিখের তৎকালিন জেলাপ্রশাসক জিয়াউল হক সাক্ষরিত একটি বরাদ্দ পত্র দিয়েছেন। রেখে দেওয়া ত্রাণসামগ্রীগুলো অনেকটাই খাবার অযোগ্য।’
ইউএনও সঞ্জয় কুমার মহন্ত বলেন, ‘ত্রাণসামগ্রীগুলো গত তিন মাস আগে বরাদ্দ পেয়েছি। সেগুলোর কিছু বিতরণ করা হয়েছে। আমার বদলিজণিত কারণে ত্রাণসামগ্রীগুলো উপজেলা চেয়ারম্যানের কাছে দেওয়া হয়েছে।’
এব্যাপারে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেছেন, ‘ইউএনও’র বাসা নয় ওটা উপজেলা প্রশাসনের অস্থায়ী গুদাম বলে আমাকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরও) জানিয়েছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে কারও কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: বাসাইলের সাবেক ইউএনও মঞ্জুরের বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা
ঘোড়াঘাট ইউএনও হত্যাচেষ্টা মামলায় বাগান মালির ১৩ বছরের কারাদণ্ড
১ বছর আগে