ফরিদপুরের মধুখালী উপজেলায় বৃহস্পতিবার সরকারি আবাসন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমি নিয়ে ইউএনওসহ অন্যদের ওপর হামলার ঘটনায় শুক্রবার ভোরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটকদের মধ্যে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান রয়েছেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ফরিদপুর ও এর আশপাশের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এর আগে উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার ও ইউএনওর গাড়িচালক সুমন শেখ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে মামলা করেন।
ওসি আরও বলেন, আসামিদের ধরতে আমরা অভিযান অব্যাহত রাখছি।
এদিকে হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আজ সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ, প্রাথমিক শিক্ষক সমিতি ও মাদরাসা শিক্ষক সমিতির যৌথ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নিশ্চিন্তপুর গ্রামে স্থানীয়দের হামলায় ইউএনও আশিকুর রহমান চৌধুরীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, হামলায় ইউএনও বাম চোখে আঘাত পেয়েছেন।
আরও পড়ুন: বরগুনায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আটক ১০
স্থানীয়রা জানান, আশ্রয়ণ প্রকল্পের জন্য উপজেলা প্রশাসনের নির্বাচিত জমি খাস জমি নয়। তারা বলেন, প্রকল্পটি ব্যক্তিগত সম্পত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কয়েকজন নারী বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করে এমন খবর পেয়ে ইউএনওসহ কয়েকজন আনসার সদস্য ঘটনাস্থলে যান।
স্থানীয়রা জানায়, আনসার সদস্যরা নারীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হাতাহাতির ঘটনা ঘটে।
এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা প্রশাসনিক দলের ওপর হামলা চালালে ইউএনওসহ কয়েকজন আনসার সদস্য আহত হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এএসপি আরও জানান, এ সময় ইউএনওর গাড়িও ভাংচুর করা হয়।
আরও পড়ুন: সিলেটে আটক ৮ জনসহ ২০০ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা