রেইনট্রি হোটেল
বিচারিক ক্ষমতা হারালেন কামরুন্নাহার
রাজধানীর রেইনট্রি হোটেলের আলোচিত ধর্ষণ মামলায় বিতর্কিত পর্যবেক্ষণ দেয়ার অভিযোগে বিচারক (জেলা জজ) মোছা. কামরুন্নাহারের ফৌজদারী বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে তাকে বিচারিক দায়িত্ব থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।
ধর্ষণের একটি মামলার এক আসামির জামিন আপিল বিভাগের আদেশে স্থগিত থাকার পরও জামিন দেন কামরুন্নাহার। এ ব্যাপারেই ব্যাখ্যা দিতে সোমবার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাচঁ সদস্যের আপিল বিভাগে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক এই বিচারক হাজির হন। এ সময় আপিল বিভাগ এই সিদ্ধান্ত দেন।
এর আগে গত ১১ নভেম্বর বনানী রেইনট্রি হোটেল ধর্ষণ মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর তৎকালীন বিচারক মোছা. কামরুন্নাহার ৫ আসামিকে খালাস দেন। রায়ে বিচারক ধর্ষণের ৭২ ঘণ্টা পর মামলা গ্রহণ না করার জন্য পুলিশকে সুপারিশ করেন। এ সুপারিশের তীব্র সমালোচনা করেন আইন বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা। তারা বলেছেন, এ রায় আইন ও বিচারের পরিপন্থী এবং ধর্ষকদের অপরাধ করতে উৎসাহিত করবে।
এ ঘটনার পর গত ১৪ নভেম্বর তাকে বিচারিক দায়িত্ব থেকে অব্যাহতি দেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: বিচারক কামরুন্নাহারের বক্তব্য বিব্রতকর: আইনমন্ত্রী
রেইনট্রি ধর্ষণ মামলায় বিচারকের পর্যবেক্ষণ নারীর প্রতি সহিংসতা বাড়াবে
৩ বছর আগে
ধর্ষণের দুই মামলা: সাফাতসহ ৫ আসামি খালাস
রাজধানীর বনানীর একটি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ থেকে সাফাত আহমেদসহ পাঁচ আসামিকে খালাস দিয়েছে ঢাকার একটি আদালত।
আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম কামরুন্নাহার আসামিদের খালাসের আদেশ দেন।
সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে। অন্য আসামিরা হলেন নাঈম আশরাফ,সাফাতের বন্ধু সাদমান সাকিফ,শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।
উল্লেখ্য, ২০১৭ সালের ৬ মে নির্যাতিত দুই তরুণীর একজন শাফাত ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা করেন।
ওই বছরের ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক ইসমত আরা পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ১৯ জুন ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ করেন।
মামলার এজাহারে বলা হয়,সাফাত ও নাঈম গত ২৮ মার্চ রাজধানীর বনানী এলাকার রেইনট্রি হোটেলে বাদী ও তার এক বন্ধুকে ধর্ষণ করে। এসময় মামলার অন্য তিন আসামি তাদের সহযোগিতা করে।
বিবৃতিতে বলা হয়, ঘটনার দুই সপ্তাহ আগে ভুক্তভোগীরা অন্যতম অভিযুক্ত সাদমানের মাধ্যমে সাফাতের সাথে পরিচিত হয়। ওই দিন হোটেলে একটি অনুষ্ঠানে দাওয়াতের কথা বলে এনে ভুক্তভোগীদের সাথে প্রতারণা করা হয়।
আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
ধর্ষণ মামলা: সাংবাদিক শাকিলের আগাম জামিন
চাঁপাইনবাবগঞ্জে ভাতিজিকে ধর্ষণ চেষ্টা মামলায় ১০ বছর কারাদণ্ড
৩ বছর আগে
রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ: সাফায়াতের বিদেশযাত্রা স্থগিত
বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগের করা মামলার প্রধান আসামি সাফায়াত আহমেদকে বিদেশ যেতে বাধা না দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
৫ বছর আগে