শনিবার সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল রবিবার সেখানে ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপন করবে সৌদি আরব।
খবরে বলা হয়েছে, আজ (শনিবার) স্থানীয় সময় মাগরিবের নামাজের পর বিষয়টি নিশ্চিত করে সৌদির চাঁদ দেখা কমিটি। এর ফলে দেশটিতে ২৯ রোজার পর এ বছর ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সৌদির রয়্যাল কোর্টের এক আনুষ্ঠানিক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আজ (শনিবার) রমজানের শেষ দিন এবং আগামীকাল (রবিবার) রাজ্যজুড়ে ঈদুল ফিতর উদযাপিত হবে।
এর ফলে বাংলাদেশে সোমবার ঈদ উদযাপনের সম্ভাবনা আরও জোরালো হলো। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরের দিন সাধারণত বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। তবে সৌদির সঙ্গে মিল রেখেও দেশের অনেক জায়গাতে ঈদ উদযাপন করে থাকে দেশের অনেক মুসল্লি।