বেনাপোল পোর্ট থানা
বেনাপোলে ৬টি স্বর্ণের বার জব্দ, যুবক গ্রেপ্তার
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে মনোর উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) ভোরে পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্টের পাকা রাস্তার উপর থেকে স্বর্ণের বারসহ তাকে জব্দ করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১১টি স্বর্ণের বার জব্দ, নারী আটক
গ্রেপ্তার মনোর উদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, এক যুবক ইজিবাইকে করে স্বর্ণের চালান নিয়ে ভারতের উদ্দেশে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির একটি দল সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট নামক পাকা রাস্তার উপর অবস্থান নিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া না গেলে, এই ব্যাপারে বিজিবির সন্দেহ হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার দেহ স্ক্যানিং করালে তার পায়ুপথে ৬টি স্বর্ণের বারের উপস্থিতি সম্পর্কে জানা যায়।
পরে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
তিনি আরও বলেন, ওই যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।
আরও পড়ুন: যশোরে ৩২ স্বর্ণের বার জব্দ, আটক ২
চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
৮ মাস আগে
বেনাপোলে চায়ের দোকানে ২ বছরের শিশু ফেলে পালালেন ‘মা’
বেনাপোল বাজারে একটি চায়ের দোকানে দুই বছরের শিশুকে রেখে পালিয়ে গেছেন এক মা। ওই নারী চায়ের দোকানির কাছে নিজেকে শিশুটির মা বলে পরিচয় দিয়েছিলেন।
শুক্রবার রাতে বেনাপোল বাজারের তোফাজ্জেল হোসেনের চায়ের দোকানে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
চায়ের দোকানদার তোফাজ্জেল হোসেন জানান, এক নারী রাত ৯টার দিকে ছেলে শিশুটিকে নিয়ে তার চায়ের দোকানে আসেন। কিছু সময় পর তিনি বাথরুমে যাওয়ার কথা বলে শিশুটিকে রেখে যান।
কিন্তু দীর্ঘ সময় পার হলেও ওই নারী আর ফিরে না আসায় চায়ের দোকানদার তোফাজ্জেল বিষয়টি পোর্ট থানায় জানিয়ে শিশুটিকে থানা হেফাজতে হস্তান্তর করেন।
আরও পড়ুন: সাতক্ষীরার ২ শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
এদিকে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সেই সাথে শিশুটির পরিবারকে খোঁজা হচ্ছে।
আরও পড়ুন: গাইবান্ধায় শিশু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
তিনি আরও জানান, এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটির পরিবারকে খোঁজা হচ্ছে। শিশুটিকে কেউ চিনে থাকলে ০১৩২০-১৪৩৩৯৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।
৩ বছর আগে
বেনাপোলে ভারতীয় শাড়ি, মুখের ক্রিমসহ যুবক আটক
বেনাপোল স্থলবন্দরের এক মোবাইলে দোকানে অভিযান চালিয়ে ২১০টি ভারতীয় শাড়ি ও এক হাজার পিস ভারতীয় মুখের ক্রিমসহ এক যুবকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
৪ বছর আগে
বেনাপোলে মাঝরাতে গৃহবধূর শ্লীলতাহানি, গ্রেপ্তার ১
মদ খেয়ে মাঝরাতে এক গৃহবধূর শ্লীলতাহানি ও মারপিট করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে
ভারতে তথ্য পাচারের অভিযোগে পুলিশ গ্রেপ্তার
বেনাপোল, ১৮ ডিসেম্বর (ইউএনবি)- বাংলাদেশ থেকে ভারতে তথ্য পাচারের অভিযোগে বেনাপোল পোর্ট থানার কর্মরত এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
৫ বছর আগে