কালিদাস কর্মকার
কসমস আতেলিয়ার৭১ এর আয়োজনে 'আর্টিস্ট রেসিডেন্সি প্রোগ্রাম'
বাংলাদেশের চিত্রশিল্পীদের জন্য স্টুডিও-ভিত্তিক শিল্প চর্চাকে উৎসাহিত করে প্রিন্টমেকিং-এর মাধ্যমকে জনপ্রিয় করার লক্ষ্যে এক দশকেরও বেশি সময় ধরে 'আর্টিস্ট রেসিডেন্সি প্রোগ্রাম'-এর মাধ্যমে নতুন ও প্রতিভাবান শিল্পীদের পৃষ্ঠপোষকতা করে আসছে কসমস আতেলিয়ার৭১।
সেপ্টেম্বর থেকে রাজধানীর মালিবাগের কসমস সেন্টারের কসমস আতেলিয়ার৭১-এ শুরু হওয়া এই অনুষ্ঠান ডিসেম্বর মাসব্যাপী চলবে। বছরে সাধারণত দু’বার অনুষ্ঠিত হয় এই 'আর্টিস্ট রেসিডেন্সি প্রোগ্রাম'।
দেশের চারজন প্রতিভাবান চিত্রশিল্পী ও ভিজ্যুয়াল শিল্পী-ইকবাল বাহার চৌধুরী, ফারজানা রহমান ববি, কামরুজ্জোহা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিন বিভাগের সহকারী অধ্যাপক আবু কালাম শামসুদ্দিন এবারের রেসিডেন্সি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এচিং অ্যাকোয়াটিন্ট, উড ইন্টাগ্লিও, ড্রাইপয়েন্ট, কোলাগ্রাফ-এই চারটি মাধ্যম তারা নিজ নিজ থিমের ওপর ভিত্তি করে কাজ করেছেন।
আরও পড়ুন: 'ইনসাইড আউট’: শিশুদের জন্য গ্যালারি কসমসের দিনব্যাপী পেইন্টিং ও অরিগামি ওয়ার্কশপ
২ বছর আগে
কালিদাস কর্মকারের স্মরণে গ্যালারি কসমসের দিনব্যাপী আয়োজন
একুশে পদক বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী কালিদাস কর্মকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করেছে গ্যালারি কসমস।
রাজধানীর মালিবাগের কসমস সেন্টারে গ্যালারি কসমস এবং কসমস আতেলিয়ার৭১ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কালিদাস কর্মকার তার মনোমুগ্ধকর শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশি শিল্প ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রশংসিত। ২০১৯ সালের ১৮ অক্টোবর ৭৩ বছর বয়সে কালিদাস কর্মকার মারা যান।
গ্যালারি কসমসের একজন উপদেষ্টা ছিলেন কালিদাস কর্মকার। স্মরণ সভায় কালিদাস কর্মকারের শুভাকাঙ্ক্ষীরা দিনব্যাপী এই অনুষ্ঠানে যোগ দেন।
আরও পড়ুন: শিল্পী কালিদাস কর্মকারের ৭৫তম জন্মবার্ষিকী রবিবার
৩ বছর আগে
শিল্পী কালিদাস কর্মকারের ৭৫তম জন্মবার্ষিকী রবিবার
একুশে পদক বিজয়ী প্রয়াত চিত্রশিল্পী কালিদাস কর্মকারের ৭৫তম জন্মবার্ষিকী আজ।
৩ বছর আগে