গলাচিপা
পটুয়াখালীতে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মরিয়ম (৭) ওই গ্রামের নিজাম মৃধার মেয়ে এবং রাফিয়া (৪) মাসুদ মৃধার মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
এলাকাবাসী জানায়,এদিন দুপুরে একত্রে খেলতে বের হয় রাফিয়া ও মরিয়ম। হঠাৎ বাড়ির মধ্যে তাদের উপস্থিত লক্ষ্য করা না গেলে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরে দুই বোনকে পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী দ্রুত তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
এলাকাবাসীর ধারণা, দুই বোন খেলতে খেলতে পুকুরে পরে গিয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান,সুতাবাড়িয়া গ্রামের বাচ্চা দুটো পানিতে পরে মারা গিয়েছে। ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দুই শিশুর লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
পটুয়াখালীতে প্রেমিকার বাসা থেকে প্রেমিকের লাশ উদ্ধার
১ বছর আগে
গলাচিপায় সরকারি বই উদ্ধার, আটক ২
পটুয়াখালীর গলাচিপায় ভাঙারির দোকান থেকে পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের সরকারি বিনামূল্যের ৬৮০ কেজি বিভিন্ন শ্রেণির বই উদ্ধার করা হয়েছে। এ সময় এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: বই দিয়ে নির্মিত কলেজের প্রধান ‘ফটক’
বুধবার সন্ধ্যায় উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধলু ফকির বাজারে মো. মিলন হাওলাদারের ভাঙারি দোকান থেকে বইগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ও একই এলাকার মৃত সুরত আলীর ছেলে মো. সহিদুল ইসলাম খান (৫৬) ও ভাঙারির দোকনের কর্মচারী দশমিনা উপজেলার বেতাগী গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে মো. মজিদ চৌকিদার (৬২) ।
আরও পড়ুন: এক ট্রাক মাধ্যমিকের বইসহ শেরপুরে আটক ২
এ ব্যাপারে গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বাদী হয়ে গলাচিপা থানায় নাম উল্লেখিত তিন জনসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে অভিযোগ করেন বলে জানা গেছে।
৩ বছর আগে
বিয়ের আশ্বাসে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার
পটুয়াখালীতে বিয়ের আশ্বাস দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ বছর আগে