সিংড়া
সিংড়ায় আত্রাই নদীতে পড়ে শিশুর মৃত্যু
নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে পড়ে আজমাইল ইফতেদার গালিব নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার মহেষচন্দ্রপুর মহল্লায় এই ঘটনা ঘটে।
নিহত শিশু গালিব (২) সদর উপজেলার ধরাইল গ্রামের রেজাউল করিমের ছেলে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আওয়াল রিংকু জানান, গালিব তার মায়ের সঙ্গে মামার বাড়ি সিংড়া উপজেলার মহেষচন্দ্রপুর মহল্লায় বেড়াতে যায়। মঙ্গলবার সকালে বাড়ির পেছনের আত্রাই নদীর ধারে খেলার সময় পা পিছলে নদীতে পড়ে যায় সে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
৩ মাস আগে
সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট আরশেদ আলী (৮০) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে প্রচণ্ড গরমের কারণে বাড়ির পাশের পাম্পে গোসল করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
আরশেদ আলী সিংড়া উপজেলার বিনগ্রাম আলোনিয়া পাড়ায় বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আরশেদ আলী বাড়ির পাশের পাম্পে গোসল করতে গেলে সেখানে পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নিহত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
৬ মাস আগে
সিংড়ায় ট্রাকচাপায় মেয়ের মৃত্যু, বাবা আহত
নাটোরে ট্রাকচাপায় তৃষা রানী নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা তাপস।
সোমবার (৪ মার্চ) সকালে নাটোরের সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাবনায় ট্রাকচাপায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার, আহত ৪
নিহত স্কুলশিক্ষার্থী তৃষা রানী জামনগর উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্রী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মোটরসাইকেলে সিংড়ায় যাচ্ছিলেন তাপস ও তার মেয়ে তৃষা। পথে একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়।
ওসি আরও জানান, এতে ঘটনাস্থলেই তৃষার মৃত্যু হয় এবং আহত হন তৃষার বাবা তাপস। আহত তাপসকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীতে ট্রাকচাপায় শিশুসহ নিহত ২
৭ মাস আগে
সিংড়ায় সিএনজি অটোরিকশায় চাঁদা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ
নাটোরের সিংড়ায় সিএনজি অটোরিকশা থেকে অতিরিক্ত চাঁদা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার(২৬ জানুয়ারি) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে সিংড়া বাসস্ট্যান্ডে গিয়ে সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জুর লোকজন নির্ধারিত চেইন ফি ১০ টাকার পরিবর্তে সিএনজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা নেওয়ার চেষ্টা করে। এতে সিএনজিচালকরা আপত্তি জানালে তাদের মারপিট করে তারা। এমতাবস্থায় সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি শামসুজ্জোহা বাপ্পীর লোকজন বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
এক পর্যায়ে রঞ্জুর লোকজন সিএনজি মাস্টার অফিস ভাঙচুর করে। পরে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে পালিয়ে যায় রঞ্জুর লোকজন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: সিলেটে যুবলীগের দু'পক্ষের সংঘর্ষে আহত ৬
৯ মাস আগে
নাটোরের সিংড়া থেকে কৃষকের লাশ উদ্ধার
নাটোরের সিংড়া থেকে আনোয়ার হোসেন (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বেলতা গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
ভোরে আনোয়ার তার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে চলন বিলে তার জমিতে ধান দেখতে গিয়েছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সোমবার সকালে উপজেলার বেলতা গ্রামের জিন্নাত তুলুকদারের ফসলের খোলায় আনোয়ারের লাশ পড়ে থাকতে দেখে ওই বাড়ির লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজের ২দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
১০ মাস আগে
নাটোরের সিংড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নাটোরের সিংড়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার জামতলী এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারণা করছে- নিহত যুবকের বয়স ৩৫ বছরের আশেপাশে হতে পারে।
সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, সকালে উপজেলার জামতলী এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ উদ্ধার
তিনি আরও বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
বিষয়টির তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে বলেও জানান পরিদর্শক।
আরও পড়ুন: কুড়িগ্রামে বস্তাবন্দি লাশ উদ্ধার, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
১ বছর আগে
নাটোরের সিংড়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার
নাটোরের সিংড়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৩৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত যুবক নুর আলম একই গ্রামের বাসিন্দা।
সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানিয়েছেন, গত ১৬ সেপ্টেম্বর সিংড়া উপজেলার চক দুর্গাপুর গ্রামের নুর আলম তার প্রতিবেশির ১০ বছরের শিশু কন্যাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে জোর পূর্বক যৌন নির্যাতন চালায়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ২ জনকে খুনের অভিযোগে গ্রেপ্তার ২
এ সময় শিশুটি চিৎকার করলে কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয় নুর আলম। এক পর্যায়ে ওই শিশু বিষয়টি তার খালাকে জানালে পরিবার থেকে মামলা করে।
এর পর পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাতে দুর্গাপুর গ্রাম থেকে নুর আলমকে গ্রেপ্তার করে সোমবার (৯ অক্টোবর) আদালতে সোপর্দ করবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রামে জামায়াতের ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার
১ বছর আগে
নাটোরে ভারী বর্ষণে ফসলের ক্ষতি, নামতে শুরু করেছে পানি
কয়েকদিনের ভারী বর্ষণে নাটোরে ধান, শবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় অনেক স্থান থেকে নামতে শুরু করেছে পানি। আর পানি নামার সঙ্গে সঙ্গে ফসলের মাঠের ক্ষত চিহ্ন বের হতে শুরু করেছে।
ভারী বর্ষণে জেলার সিংড়া ও নলডাঙ্গা উপজেলার অন্তত ১ হাজার ৬০০ হেক্টর রোপা আমন ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। সম্পূর্ণ তলিয়ে গেছে ৪২২ হেক্টর জমির ধান।এদিকে
সদর উপজেলার প্রায় সকল ইউনিয়নের শবজি খেত ভারী বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কিছু কিছু জমি থেকে পানি নেমে গেলেও খুব একটা লাভ হবে না তাদের, এমনটাই আশা করা হচ্ছে।
আরও পড়ুন: সারাদেশে আগামী ৭২ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা: বিএমডি
শহর ঘুরে এই প্রতিবেদক জানতে পারেন, নতুন করে বৃষ্টি না হওয়ায় শহরের আবাসিক ও নিম্নাঞ্চল ছাড়া বাণিজ্যিক এলাকা থেকে পানি নেমে গেছে। আবাসিক এলাকাগুলোর মধ্যে উত্তর ও দক্ষিণ চৌকিরপাড়, বলাড়িপাড়া, বঙ্গজ্জল, রাজবাড়ী, আলাইপুর, উপশহর, কালুর মোড় এলাকার মানুষ এখনো পানি বন্দি।
পানি নিষ্কাশনের জন্য নালা ও ড্রেন সংস্কারে কাজ শুরুর কথা জানিয়েছেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।
অন্যদিকে জেলা কৃষি বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় গড়ে ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে নাটোর সদরে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, নতুন করে বৃষ্টিপাত না হলে ফসলের ক্ষতি অনেক কমিয়ে আনা যাবে।
আরও পড়ুন: গাজীপুরে ভারী বর্ষণে মাটির দেয়াল ধসে দম্পতির মৃত্যু
নাটোর শহরে অব্যাহত ভারী বর্ষণে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে সাধারণ মানুষ
১ বছর আগে
নাটোরে খাদ্যে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যুর অভিযোগ
নাটোরের সিংড়ায় খাদ্যে বিষক্রিয়ায় ফিমা খাতুম ও ফারিয়া খাতুন নামে দুই বোনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহতরা হলেন- উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মালকুড় গ্রামের প্রবাসী নাজিম উদ্দিনের ১৫ বছর বয়সী মেয়ে ফীমা ও ১০ বছরের ফারিয়া। ফীমা বাদুপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এবং ফারিয়া মালকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জানান, তার ইউনিয়নের মালকুড় গ্রামের প্রবাসী নাজিম উদ্দিনের ১৫ বছর বয়সী মেয়ে ফীমা ও ১০ বছরের ফারিয়া বুধবার রাত ১১টার দিকে খাবার খাওয়ার পর উভয়ের পেটে ব্যাথা শুরু হয়। তাদেরকে পার্শ্ববর্তী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।
আরও পড়ুন: নাটোরে ঘরে আগুন লেগে নারীর মৃত্যু, শিশুসহ আহত ৩
তিনি আরও জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফীমার মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ছোট বোন ফারিয়াকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ (বৃহস্পতিবার) সকাল ৭টায় সেখানে তার মৃত্যু হয়।
মালয়েশিয়া প্রবাসী নাজিম উদ্দিনের স্ত্রী আকলিনা বেগম মেয়েদের খাবার খেতে দিয়ে নামাজ পড়ছিলেন। মেয়েরা খাবার খেয়ে শুয়ে পড়ার কিছুক্ষণ পর পেটে ব্যাথা ও বমি শুরু হয় বলে প্রতিবশিদের বরাত দিয়ে জানান ইউপি চেয়ারম্যন।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দুপুরে প্রবাসীর বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে বলে জানান পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত
নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
নাটোরে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
নাটোরের সিংড়ায় শনিবার (১৬ সেপ্টেম্বর) পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সাদিয়া আক্তার (৫) সিংড়া উপজেলার সাঁঐল গ্রামের শরিফুল ইসলামে মেয়ে এবং সানজিদা খাতুন (৬) ওই গ্রামের ইমরান আলীর মেয়ে। তারা পরস্পর মামাতো-ফুপাতো বোন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত সাদিয়া ও সানজিদা দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয়। পারিবারের লোকজন অনেক খোঁজাখুজিঁ করেও তাদের সন্ধান পায়নি। বিকালে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।
আরও পড়ুন: কুমিল্লায় নৌকাডুবে ভাই-বোন নিহত
মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
১ বছর আগে