নাটোরের সিংড়ায় সিএনজি অটোরিকশা থেকে অতিরিক্ত চাঁদা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার(২৬ জানুয়ারি) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে সিংড়া বাসস্ট্যান্ডে গিয়ে সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জুর লোকজন নির্ধারিত চেইন ফি ১০ টাকার পরিবর্তে সিএনজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা নেওয়ার চেষ্টা করে। এতে সিএনজিচালকরা আপত্তি জানালে তাদের মারপিট করে তারা। এমতাবস্থায় সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি শামসুজ্জোহা বাপ্পীর লোকজন বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
এক পর্যায়ে রঞ্জুর লোকজন সিএনজি মাস্টার অফিস ভাঙচুর করে। পরে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে পালিয়ে যায় রঞ্জুর লোকজন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: সিলেটে যুবলীগের দু'পক্ষের সংঘর্ষে আহত ৬