রুনা লায়লা
চমকে দেওয়ার দিনটিই ছিল বাপ্পিজির সঙ্গে শেষ দেখা: রুনা লায়লা
বলিউডের কিংবদন্তী সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ির মৃত্যুতে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও নেমেছে শোকের ছায়া। দেশের কিংবদন্তি গায়িকা রুনা লায়লার সঙ্গে প্রয়াত তারকার ছিল পারিবারিক সম্পর্ক। শুধু তাই নয়, এক সঙ্গে কাজ করেছেন তারা।বাপ্পী লাহিড়িকে নিয়ে গণমাধ্যমে স্মৃতিচারণ করেছেন রুনা লায়লা। তিনি বলেন, ‘বাপ্পী লাহিড়ির সংগীতে বলিউডের সিনেমায় আমি দুটি গান করেছি। প্রথমটি ১৯৭৯ সালে ‘জান এ বাহার', অন্যটি ১৯৮৪ সালে ‘ইয়াদগার' সিনেমায়। সেই থেকে বাপ্পিজির সঙ্গে পরিচয়।'
আরও পড়ুন: বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
২০১৮ সালে রুনা লায়লার জন্মদিনে কলকাতায় এসে চমকে দিন বাপ্পী লাহিড়ি। সেই ঘটনা বলতে গিয়ে রুনা লায়লা বলেন, ‘সেই বছর আমি ও আলমগীর সাহেব কলকাতার একটি হোটেলে ছিলাম। জন্মদিনে বাপ্পিজি আমাকে চমকে দিলেন। আমরা যে হোটেলে ছিলাম সেখানে বাপ্পিজি তার স্ত্রীকে নিয়ে উঠেছিলেন। প্রথম ফোন দিয়ে শুভেচ্ছা জানালেন। এরপর দেখি ফুল আর কেক নিয়ে আমাদের রুমে হাজির। আমরা চারজন জন্মদিন উদযাপন করলাম। সেদিন অনেক আড্ডা হয়েছে। আমাকে চমকে দেওয়ার দিনটিই ছিল বাপ্পিজির সঙ্গে শেষ দেখা।'ব্যক্তি বাপ্পি লাহিড়ি প্রসঙ্গে রুনা লায়লা আরও বলেন, ‘বাপ্পিজি ছিলেন আমার বন্ধু। শুধু আমার নয়, তার সঙ্গে পরিচিত সবার প্রিয় মানুষ তিনি। সবসময় হাসি ও মজার মধ্যে থাকতে পছন্দ করতেন।'
আরও পড়ুন: সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই
কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই
১৪৩৩ দিন আগে
রুনা লায়লার সঙ্গে বাংলায় প্রথম ডুয়েট আদনান সামির
বাঙালিদের মন জয় করার জন্য নতুন চমক দেখালেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি। সম্প্রতি তিনি বাংলায় প্রথমবারের মতে ডুয়েট গান গেয়েছেন। তাও আবার বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে।
২২২৩ দিন আগে