রাজারহাট
কুড়িগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
কুড়িগ্রামের রাজারহাটে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: খুলনার রূপসায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিহতরা হলো- ওই উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মেদনী কিতাব খাঁ গ্রামের সোলাইমান আলীর মেয়ে সোহানা আক্তার (৭) এবং খুলিয়াতারী গ্রামের রিপন মিয়ার মেয়ে রোকসানা আকতার (৮)।
উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, খেলার ছলে ওই ২ শিশু সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর মা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে শিশু দু’টির লাশ ভাসতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে সোহানা ও রোকসানার লাশ উদ্ধার করেন।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ২ মেয়েশিশুর মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে আছি।’
আরও পড়ুন: কুড়িগ্রামে নদীতে ডুবে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
চাঁদপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু
১ বছর আগে
কুড়িগ্রামে বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সোমবার (২৪ জুলাই) বজ্রপাতে চকিরপাশা ইসলামিয়া দাখিল মাদরাসার ৯ শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতরা হলেন- আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্মা, আলী রাজ, ফারজানা ও সানজিদা।
মাদরাসার সুপার মানিক মিয়ার বরাত দিয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান জানান, বিকালে বৃষ্টির মধ্যে তাদের টিনশেড শ্রেণিকক্ষে বসে থাকা অবস্থায় মাদরাসার ৯ জন ছাত্র বজ্রপাতে আহত হয়।
পরে তাদের চিকিৎসার জন্য রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ৩০ হাজার মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
কুড়িগ্রামে বন্যায় ১০ হাজার মানুষ পানিবন্দী
১ বছর আগে
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭জুন) বিকাল ৫টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ভীমশর্মা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শাহালম (৩০) ওই ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
এলাকাবাসী জানায়, শাহালম (৩০) ভীমশর্মা গ্রামের এক বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই ইউনিয়নের চেয়ারম্যান আ. কুদ্দুস প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো শিশুকে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট
বগুড়ায় হালখাতার মাইক টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
১ বছর আগে
কুড়িগ্রামে রেললাইনের পাশে মিলল নবজাতকের লাশ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় কুড়িগ্রাম-রংপুর রেললাইনের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ এপ্রিল) সকালের দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা লাশটি রেললাইনের পাশে রেখে গেছে তা জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন: মানিকগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে রেললাইনের পাশে একটি নবজাতকের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, নবজাতকটি ছয় খেকে সাত মাস বয়সী।
ওই এলাকার রবিউল ইসলাম রবি নামে একজন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ব্যাপার। মনে হচ্ছে গর্ভপাত করে বাচ্চাটিকে এখানে রেখে গেছে। আর বাচ্চাটি মেয়ে বাচ্চা। বাচ্চাটি ফুটফুটে সুন্দর, দেখে খুবই মায়া লেগেছে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকটির বয়স ছয় থেকে সাত মাস হতে পারে। এছাড়া নবজাতকটিকে কেউ হয়তো রাতের আধারে এখানে রেখে গেছে। লাশটি রেললাইনে থাকার কারণে আইনগত বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন।
আরও পড়ুন: করিমগঞ্জে রাস্তার পাশ থেকে ২ নবজাতকের লাশ উদ্ধার
চট্টগ্রামে কুকুরের মুখ থেকে নবজাতকের লাশ উদ্ধার!
১ বছর আগে
কুড়িগ্রামে তিস্তার ভাঙনে দিশেহারা মানুষ
গত কয়েক দিনের বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় শুরু হয়েছে তীব্র ভাঙন। এসময় ছয়টি বাড়ি ভেঙেছে। হুমকিতে রয়েছে আরও ৭০-৮০টি বাড়ি। অসময়ে তিস্তার ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে মানুষ।
জানা গেছে, কুড়িগ্রাম জেলার ৩টি উপজেলার উপর দিয়ে বয়ে গেছে আগ্রাসী তিস্তা নদী। প্রায় ৪০ কিলোমিটার ব্যাপী এই নদীটির ভাঙন কবলিত বাম তীরে মাত্র ৫ কিলোমিটার জায়গা পানি উন্নয়ন বোর্ড থেকে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। বাকি ৩৫ কিলোমিটার উন্মুক্ত নদীর অনেক জায়গায় চলছে এখন ভাঙন। গত তিন দিনে বৃষ্টির ফলে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিঘার পর বিঘা বোরো ধান, ফলদ ও কাঠের গাছসহ ভেঙে যাচ্ছে বিল্ডিং বাড়ি। এখন হুমকিতে রয়েছে প্রায় ৭০ থেকে ৮০টি পরিবার।
গত কয়েক বছর ধরে তিস্তার ভয়াবহ আগ্রাসনে রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা, মন্দির, ডাংরারহাট, রামহরি, পাড়ামৌলা ও গাবুর হালান গ্রামের একাংশ নিশ্চিহ্ন করে ফেলেছে। মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আরও গ্রামের পর গ্রাম। বসতভিটা ও জমি হারিয়ে মাথা গোঁজার ঠাঁই না পেয়ে বুক ফাঁটা কান্নায় ভারি হয়ে আসছে এখানকার আকাশ-বাতাস। নদী ভাঙনের হুমকিতে থাকা মানুষ এখন জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
জেলার রাজারহাট উপজেলার ঘরিয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম মন্ডলপাড়া গ্রামের মৃত শরাফত মাস্টারের ছেলে মোস্তাক আহমেদ (৫৬) হতাশা প্রকাশ করে বলেন, ‘গতবার নদী বাড়িভিটা সউগ (সব) খায়া (খেয়ে) গেইল (ফেলছে)। হালের গরু বিক্রি করি নতুন বাড়ি করনু (করছি)। এবারো ভাঙবের নাগছে (লাগছে)। কামলা দিয়া খাং। এই বাড়ী গেইলে (গেলে) করিম কি। মোর পকেটোত বিষ খাওয়ার মত টেকা নাই।’
পড়ুন: নিখোঁজের তিনদিন পর নদী থেকে কৃষকের লাশ উদ্ধার
২ বছর আগে
হেডফোন লাগিয়ে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকায় হেডফোন লাগিয়ে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. রাসেল (১৫) রাজারহাট উপজেলার মো. মজিদ মিয়ার ছেলে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বলেন, রাসেল হেডফোন লাগিয়ে রেল লাইনে বসে গেম খেলছিল। এমতাবস্থায় ঢাকাগামী ‘রংপুর এক্সপ্রেস’ শাটল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে ওসি জানিয়েছেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নিহত ১
১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে
২ বছর আগে
প্রেমিকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে প্রেমিকার মৃত্যু!
কুড়িগ্রামের রাজারহাটে প্রেমিকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত তুলি (১৮) দীর্ঘ আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেলেন। বৃহস্পতিবার বিকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তিনি মারা যান। গত ৩০ সেপ্টেম্বর উপজেলার টগরাই হাট এলাকায় ঘুরতে গিয়ে প্রেমিক সোহাগ (২২) তাকে অটোরিকশা থেকে ধাক্কা দেয় বলে অভিযোগ উঠেছে।
মৃত তুলি কুড়িগ্রাম পৌর শহরের পাঠান পাড়া গ্রামের মো. তৈয়ব আলীর মেয়ে। আর সোহাগ একই এলাকার আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর রাজারহাট থেকে কুড়িগ্রাম শহরে ফেরার পথে টগরাই হাট এলাকায় একটি সেতুর ওপর তুলিকে অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যান সোহাগ।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার এ ঘটনায় একটি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: প্রেমিকাকে বাড়িতে ডেকে হত্যার পর প্রেমিকের ‘আত্মহত্যা’
প্রেমিকের সাথে ঝগড়া: বরিশালে তরুণীর অবাক কাণ্ড
মায়ের সাথে পরকীয়া, প্রেমিককে হত্যা করে ছেলে
৩ বছর আগে
সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান এক নারীর
দীর্ঘ ১২ বছর পর স্বামীর ঠিকানার খোঁজ পেয়ে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী।
৩ বছর আগে
কুড়িগ্রামে মাকে কুপিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
কুড়িগ্রামের রাজারহাটে ছেলের দ্বিতীয় বিয়েতে মায়ের সম্মতি না থাকায় কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যার দায়ে অভিযুক্ত ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
৩ বছর আগে