ফোর্বস
সুপারশী: যে দ্বীপে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ
বিশ্ব পরিব্রাজকদের শীর্ষ সারিতে নারীদের অবস্থান এখন আর নতুন কোনও ব্যাপার নয়। গহীন অরণ্য, আকাশচুম্বী পর্বতশৃঙ্গ, এমনকি সাগরের মাঝে জেগে থাকা প্রবাল দ্বীপেও নারীরা এখন সাবলীলভাবে বিচরণ করছে। নারীদের ভ্রমণে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হচ্ছে নিরাপত্তা। ভ্রমণকালে পুরুষদের অযাচিত আচরণের ফলে অনেক ক্ষেত্রেই নারীদের ভ্রমণ হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। এমন রূঢ় বাস্তবতার মাঝে অনেক নারী হয়তো এমন কোনো স্থানে ভ্রমণ করতে চান যেটা হবে পুরুষের ছায়া মুক্ত। ‘সুপারশী’ দ্বীপের গল্পটা ভ্রমণপিপাসু নারীদের কাছে কিছুটা স্বপ্নের মতো মনে হতে পারে। কিন্তু বাস্তবে আসলেই এমন একটি দ্বীপ আছে, যেটি শুধু নারীদের এবং যেখানে কোনও পুরুষের প্রবেশাধিকার নেই। চলুন, বিস্ময়কর এই দ্বীপটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সুপারশী দ্বীপের ভৌগলিক অবস্থান
মধ্যরাতের সূর্যের দেশ ফিনল্যান্ডের দক্ষিণ উপকূলবর্তী শহর রেইসবর্গ মিশে গেছে বাল্টিক সাগরে। এই রেইসবর্গ সৈকতের কাছাকাছি বাল্টিক সাগরের বুকে রেইসবর্গ দ্বীপপুঞ্জের একটি ছোট্ট দ্বীপ ফিওর্ড্স্কার। ৮ দশমিক ৪ একরের এই ভূ-খন্ডটি রাজধানী হেলসিন্কির অন্তর্গত রেইসবর্গ শহরের অংশ। এই ফিওর্ড্স্কারই ২০১৮ সাল থেকে সুপারশী নাম নিয়ে বিশ্বের প্রথম ও একমাত্র নারীদের দ্বীপের মর্যাদা অর্জন করেছে।
আরও পড়ুন: সাধ্যের মধ্যে মালদ্বীপের বিকল্প হতে পারে এশিয়ার যেসব ট্যুরিস্ট স্পট
সুপারশী উদ্যোগের পটভূমি
জার্মান বংশোদ্ভূত আমেরিকান নারী উদ্যোক্তা ক্রিস্টিনা রথ ২০১৭ সালে ক্রয় করেন ফিওর্ড্স্কার দ্বীপটি। এই রথ ফোর্বসের দ্রুত সফলতা অর্জনকারী শীর্ষ ১০ নারী উদ্যোক্তাদের একজন। ২০১৬ সালে তিনি তার প্রযুক্তি পরামর্শদানকারী সংস্থা ‘ম্যাটিসিয়া কন্সাল্ট্যান্ট্স’ ৬৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করেন। বাংলাদেশি টাকায় এর মূল্য ৭১৩ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকা (১ মার্কিন ডলার = ১০৯ দশমিক ৭৩ বাংলাদেশি টাকা)।
ফিওর্ড্স্কারের মালিক হওয়ার পর রথ দ্বীপের নামকরণ করেন ‘সুপারশী’। তার উদ্দেশ্য ছিল মূলত নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে বিশ্বের নানান পেশাজীবী নারীদের সান্নিধ্য পাওয়ার। আর এরই অঙ্কুরে জন্ম নেয় সুপারশী।
শুরু থেকেই রথ দ্বীপে শুধুমাত্র নারীদের প্রবেশের রীতি চালু রেখেছিলেন। দ্বীপের বিদ্যুৎ ও পানির লাইন স্থাপনের জন্য পুরুষ নির্মাণ শ্রমিকদের প্রবেশাধিকার ছিল। এছাড়া বিশেষ অনুমতি ছিল রথের ঘনিষ্ঠজনদের মধ্যে অল্প কিছু সংখ্যক পুরুষদের।
আরও পড়ুন: আপনি কি মার্কিন ডলার না কিনে বিদেশে ভ্রমণ করতে পারবেন?
বেশ কয়েকটি মিডিয়াতে নিজের এই উদ্যোগের কথা শেয়ার করেন রথ। মুহুর্তেই তা ভাইরাল হয়ে যাওয়ায়, দ্বীপের সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বুকিং-এর অনুরোধ আসতে শুরু করে। গোটা বিশ্ব থেকে ৮ হাজারেরও বেশি নারী পর্যটকের আবেদন এসেছিল। এর মধ্য থেকে রথ ১৫০ জনের ভিডিও সাক্ষাৎকার নেন।
অবশেষে ২০১৮ সালের ২৩ জুন পুরো একটি দ্বীপ রিসোর্ট হিসেবে যাত্রা শুরু করে ‘সুপারশী’।
২০২৩ সালের শেষের দিকে শিপিং নির্বাহী কর্মকর্তা ডেয়ান মিহভ দ্বীপটি কিনে নেন এক মিলিয়ন ইউরোতে। মূল্যটি প্রায় ১১ কোটি ৯০ লাখ ৭১ হাজার ৯৯০ টাকার (১ ইউরো = ১১৯ দশমিক ১৫ বাংলাদেশি টাকা) সমান। মালিকানা পরিবর্তনের পরেও চিত্তবিনোদনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
৮ মাস আগে
ফোর্বসের থার্টি আন্ডার থার্টিতে স্থান পাওয়ায় সাকিব জামালকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
উত্তর আমেরিকার জন্য ফোর্বসের মর্যাদাপূর্ণ থার্টি আন্ডার থার্টি তালিকা ২০২৪-এ জায়গা করে নেওয়ায় বাংলাদেশে জন্মগ্রহণকারী সাকিব জামালকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
সোমবার (২৫ ডিসেম্বর) মার্কিন দূতাবাস তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা এক বার্তায় বলেছে, ‘বাংলাদেশি বংশোদ্ভূত সাকিব জামালকে অনেক অভিনন্দন।’
পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে স্কুলের শিশুদের শিক্ষামূলক উদ্যোগকে সমর্থন করার জন্য বরাদ্দ দেওয়া অর্থের সঙ্গে তরুণ বিনিয়োগকারীদের লক্ষ্য করে একটি বই সংগ্রহ করার জন্য তার উদ্যোগ অনুপ্রেরণাদায়ক।
২০২০ সালে ক্রসবিম ভেঞ্চারসে যোগ দেন জামাল। এরপর থেকে প্রধান দুটি তহবিল মিলিয়ে এর মোট সম্পদের পরিমাণ ২৮০ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
জামাল ফার্মের ৯টি বিনিয়োগে সংশ্লিষ্ট করেছেন এবং আরও ১৪টি বিনিয়োগের ক্ষেত্রে প্রধান ভূমিকায় রয়েছেন তিনি।
২০২৩ সালের জুন মাসে জামাল ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ৪৬তম ক্ষমতাধর নারী: ফোর্বস
সামিটের আজিজ খান সিঙ্গাপুরের ৫০ ধনীর মধ্যে ৪১তম: ফোর্বস
ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’তে বাংলাদেশের প্রকৌশলী বাশিমা
১০ মাস আগে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ৪৬তম ক্ষমতাধর নারী: ফোর্বস
ফোর্বস ম্যাগাজিনের ২০২৩ সালের বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় ৪৬তম অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফোর্বসের এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন, দ্বিতীয় স্থানে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ড, তৃতীয় স্থানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং চতুর্থ স্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
এছাড়া পঞ্চম স্থানে রয়েছেন আমেরিকান সংগীতশিল্পী-গীতিকার টেইলর সুইফট। এর মাধ্যমে এই তালিকার শুরু থেকে প্রথমবারের মতো কোনো বিনোদন তারকা শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন: ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আমেরিকান বিজনেস ম্যাগাজিনে বলা হয়েছে, 'শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি নারী সরকার প্রধান।’
ফোর্বস বলছে, 'তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী, বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।’
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলগুলোর পদত্যাগের আহ্বানের কথাও ম্যাগাজিনে তুলে ধরা হয়েছে।
ম্যাগাজিনে লেখা হয়েছে, 'বিরোধী দলের পক্ষ থেকে পদত্যাগের আহ্বান জানানো সত্ত্বেও ২০২৪ সালের জানুয়ারিতে শেখ হাসিনা পঞ্চম মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’
ভারতের অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন (৩২তম) সহ দেশটির চারজন নারীর নাম সবচেয়ে ক্ষমতাশালী নারীর তালিকায় রয়েছে। তালিকার অন্য তিনজন হলেন: এইচসিএল কর্পোরেশনের সিইও রোশনি নাদার মালহোত্রা (৬০তম); স্টিল অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারপার্সন সোমা মণ্ডল (৭০তম) এবং বায়োকনের প্রতিষ্ঠাতা, চেয়ার ও ব্যবস্থাপনা পরিচালক কিরণ মজুমদার শ (৭৬তম)।
আরও পড়ুন: সামিটের আজিজ খান সিঙ্গাপুরের ৫০ ধনীর মধ্যে ৪১তম: ফোর্বস
ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’তে বাংলাদেশের প্রকৌশলী বাশিমা
১১ মাস আগে
সামিটের আজিজ খান সিঙ্গাপুরের ৫০ ধনীর মধ্যে ৪১তম: ফোর্বস
বাংলাদেশের ব্যবসায়িক সংগঠন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান আবারও সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় স্থান পেয়েছেন।
বুধবার আমেরিকান ম্যাগাজিন ‘ফোর্বস’ প্রকাশিত সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনী ব্যক্তির তালিকায় তিনি ৪১তম স্থানে রয়েছেন।
প্রকাশিত প্রতিবেদনে আজিজ খানের মোট সম্পদের পরিমাণ বলা হয়েছে ১ দশমিক ১২ বিলিয়ন ডলার।
ফোর্বসের ২০২২ সালের সিঙ্গাপুরের ধনী ব্যক্তিদের তালিকায় তিনি ৪২ তম স্থানে ছিলেন। তার মোট সম্পদ দেখানো হয়েছে ১ বিলিয়ন ডলার।
এ বছর আজিজ খান ধনী ব্যক্তিদের তালিকায় এক ধাপ এগিয়েছেন এবং তার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১ দমমিক ১২ বিলিয়ন ডলার।
সিঙ্গাপুরের তালিকায় তার অবস্থান ৪১তম হলেও ফোর্বসের তৈরি বিশ্ব কোটিপতিদের তালিকায় তিনি ২ হাজার ৫৪০তম স্থানে রয়েছেন।
২০২১ সালে তার মোট সম্পদ ছিল ৯৯ কোটি ডলার।
আরও পড়ুন: সিঙ্গাপুরের ৪২তম শীর্ষ ধনী সামিটের আজিজ খান
২০১৯ সাল থেকে তার সম্পদ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
এরপর ২০২২ সালে তার সম্পদ বেড়ে দাঁড়ায় এক বিলিয়ন ডলারে। ফলে ফোর্বসের বিলিয়নিয়ারদের তালিকায়ও তিনি স্থান পেয়েছেন।
ফোর্বসের তথ্য অনুসারে, ২০১৯ সালে আজিজ খান সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল-এর ২২ শতাংশ শেয়ার জাপানি কোম্পানি জেইআরএ-এর কাছে ৩৩০ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন।
সেই বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে, সামিট পাওয়ারের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।
১ বছর আগে
বিশ্বের ৪৩তম ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিশ্বের ক্ষমতাধর নারীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম অবস্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস এ তালিকা প্রকাশ করেছে।
এ তালিকায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন ম্যাকেঞ্জি স্কট, কমলা হ্যারিস ও ক্রিস্টিন লাগার্ড। এছাড়া রাণী দ্বিতীয় এলিজাবেথ ৭০তম অবস্থানে আছেন।
ফোর্বস জানায়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। তিনি চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
শেখ হাসিনার দল আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৮ আসনে জয় পেলে তিনি চতুর্থ বারের মতো জয়ী হন। এটা তার টানা তৃতীয় জয়ও।
চতুর্থ বারের ক্ষমতায় শেখ হাসিনা খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় প্রবেশাধিকারের মতো বিষয়ের ওপর জোর দেয়ার পরিকল্পনা নিয়েছেন বলেও যোগ করে সাময়িকীটি।
বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা করা শেখ হাসিনার জন্য চলমান সংগ্রাম বলেও উল্লেখ করে মার্কিন এ সাময়িকী।
প্রতিবছর ফোর্বস বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করে। এ বছর ১৮তম সংস্করণের তালিকায় ৪০ জন সিইও স্থান পেয়েছেন। এছাড়া এ তালিকায় ১৯ জন বিশ্ব নেতা ও একজন ইমিউনোলজিস্টও রয়েছেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার প্রতি অনেক উদারতা দেখিয়েছি: শেখ হাসিনা
করোনা: জনস্বাস্থ্য ও পুষ্টির ওপর প্রভাব মোকাবিলায় শেখ হাসিনার ৫ প্রস্তাব
২ বছর আগে
ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’তে বাংলাদেশের প্রকৌশলী বাশিমা
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের এবারের ‘থার্টি আন্ডার থার্টি’তে জায়গা করে নিয়েছে বাংলাদেশের প্রকৌশলী বাশিমা ইসলাম। বুধবার এ তালিকা প্রকাশ করেছে ফোর্বস।
প্রতিবছর ‘থার্টি আন্ডার থার্টি’র অন্তর্ভূক্ত ২০টি ক্যাটাগরিতে ৩০ জন করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে ব্যবসাভিত্তিক বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস। এই তালিকায় স্থান পাওয়া প্রত্যেকের বয়স ৩০ বছরের নিচে। বিজ্ঞান ক্যাটাগরিতে স্থান পাওয়া ৩০ জনের মধ্যে বাশিমা ইসলাম অন্যতম।
ফোর্বস বাশিমার ছোট একটি প্রোফাইল প্রকাশ করেছে। এতে লেখা হয়েছে, বাশিমা ইসলাম বোস্টনের ওয়েস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেবেন। তিনি ব্যাটারি ছাড়া ইন্টারনেট ব্যবহারযোগ্য ডিভাইস তৈরিতে কাজ করছেন। এছাড়া সৌর শক্তি এবং রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে চালিত ডিভাইস তৈরিতে কাজ করছেন তিনি। সেইসঙ্গে আশেপাশে গাড়ি থাকলে পথচারীদের সতর্ক করার জন্য পরিধানযোগ্য একটি অ্যাকোস্টিক সেন্সিং তৈরির কাজের সঙ্গেও যুক্ত আছেন তিনি।
বাশিমা ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। দেশে তিনি পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে।
আরও পড়ুন: পাট থেকে স্যানিটারি প্যাড বানিয়ে পুরস্কার জিতলেন বিজ্ঞানী ফারহানা
বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় মেহেরপুরের আব্দুর রশিদ
বিনা ও বিনা’র বিজ্ঞানীর আন্তর্জাতিক পুরস্কার লাভ
২ বছর আগে
ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনি
যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি।
৩ বছর আগে
ফোর্বসের ধনী তারকার তালিকায় দীপিকা-আলিয়া
ফোর্বস ইন্ডিয়ার ধনী তারকার তালিকায় প্রথমবারের মতো প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছেন বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন।
৪ বছর আগে