সোমবার প্রকাশিত ওই তালিকায় পরীমনির পাশাপাশি এশিয়ান অনেক সুপারস্টার ও খ্যাতনামা ব্যক্তিরা রয়েছেন।
তালিকায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গায়ক, ব্যান্ড, চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পীসহ মোট ১০০ জন শিল্পী রয়েছেন যারা প্রতিনিয়ত ডিজিটাল মিডিয়ায় তাদের প্রভাবশালী উপস্থিতি তৈরি করে চলেছেন।
তালিকায় পরীমনি সম্পর্কে লেখা হয়, ‘ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে মনির। আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার পান তিনি। এখন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন।’
আগামী ১১ ডিসেম্বর পরীমনি অভিনীত নতুন ছবি ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
তালিকায় দক্ষিণ কোরিয়ার গার্লস ব্যান্ড ব্ল্যাকপিংক শীর্ষে রয়েছে। এরপরে রয়েছে চীনা কণ্ঠশিল্পী ও অভিনেতা জ্যাকসন ইয়ে। থাই অভিনেত্রী ডেভিকা হুর্নে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, শ্রেয়া ঘোষাল, শহীদ কাপুর, রণবীর সিং, হৃতিক রোশন, মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্দেজ এবং নেহা কাক্করসহ বলিউড তারকারাও এই তালিকায় রয়েছেন।
পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান এবং গায়ক আতিফ আসলাম, অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ, হিউ জ্যাকম্যান এবং রুবি রোজ ছাড়াও দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং চীনের একাধিক শিল্পী এই তালিকায় রয়েছেন।