বাগাতিপাড়া
নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় ডোবার পানিতে ডুবে দুই বছর বয়সী ইসরাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের গাওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুমিল্লায় গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুই বছর বয়সী নিহত শিশু ইশরাত ওই এলাকার আসাদুলের মেয়ে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালেও ইসরাত বাড়ির পাশেই খেলছিল। খেলা করার কোনো এক সময় সে ডোবার পানিতে পড়ে যায়।
পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
১১ মাস আগে
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ঠেঙ্গামারা রেলগেট সংলগ্ন ২২৯নং পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির বয়স ৪০ বছর হতে পারে বলে পুলিশের ধারণা।
এলাকাবাসীরা জানান, সকালে উপজেলার ঠেঙ্গামারা রেলগেট সংলগ্ন ২২৯নং পিলারের কাছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মালঞ্চি রেল স্টেশনের ইনচার্জ মোস্তাক আহমেদকে জানান।
আরও পড়ুন: সিলেটে কুশিয়ারা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পরে তিনি সান্তাহার জিআরপি থানাকে অবহিত করলে তারা এসে লাশটি উদ্ধার করে।
ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা স্টেশন ইনচার্জের।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে গাছে বৈদ্যুতিক তার পেঁচানো যুবকের লাশ উদ্ধার
১ বছর আগে
নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজ ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্ধার
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নিখোঁজ ঝালমুড়ি বিক্রেতা তপন কুমারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বাগাতিপাড়া মহিলা কলেজের পেছনের একটি আখ খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিলেটে স্কুল শিক্ষিকা, গৃহকর্মীর লাশ উদ্ধার নিয়ে রহস্য!
পরিবার জানায়, লালপুর উপজেলার চংধুপইল এলাকার ঝালমুড়ি বিক্রেতা তপন কুমার পার্শবর্তী বাগাতিপাড়া পৌর এলাকায় ঝালমুড়ি বিক্রি করতেন। বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার একটি আখ খেতে তপনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বাগাতিপাড়া থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করল পিবিআই
তুরস্কে আরও ৪ জনের লাশ উদ্ধার করল বাংলাদেশ সম্মিলিত দল
১ বছর আগে
নাটোরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
নাটোরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে জেলার সদর উপজেলা ও বাগাতিপাড়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন-বাবা শুকুর আলী (৩৫), ছেলে আমির হামজা শুভ (১৩) এবং বোরহান কবীর শপথ (২৩)।
জানা যায়, রবিবার বিকালে নাটোর সদর উপজেলার গুনাড়িগ্রামে নিজ বাড়িতে চার্জার রিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শুকুর আলী। বিষয়টি দেখতে পেয়ে তার স্কুলশিক্ষার্থী চেলে আমির হামজা শুভ তার বাবাকে উদ্ধার করতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
অন্য স্বজনরা বিষয়টা দেখতে পেয়ে বিদ্যুৎ লাইন খুলে দিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা-ছেলে দুজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
অন্যদিকে, একই সময় বাগাতিপাড়া উপজেলার মিশ্রিপাড়া অদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে বোরহান কবীর শপথ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শপথের বাড়ি পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে কোনো অভিযোগ থানায় আসেনি।
আরও পড়ুন: বগুড়ায় হালখাতার মাইক টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা ও কোলে থাকা মেয়ের মৃত্যু
১ বছর আগে
নাটোরে আনসার সদস্যের লাশ উদ্ধার, ভাবি আটক
নাটোরের বাগাতিপাড়ায় মৃত চাচাতো ভাইয়ের ঘর থেকে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাবি লাবনী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শাকিবুল ইসলাম সোহাগ (২৭) ওই গ্রামের বাসিন্দা এবং একটি ব্যাংকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
আরও পড়ুন: শার্শা সীমান্তে ৪ কেজি স্বর্ণ জব্দ, আটক ২
আটক লাবনী বেগম নিহতের চাচাতো ভাইয়ের বিধবা স্ত্রী।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শাকিবুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার ছুটিতে নিজ বাড়ি বাগাতিপাড়া উপজেলার নাজিরপুর গ্রামে আসেন। রাত সাড়ে ৩ টার দিকে চাচাতো ভাইয়ের বিধবা স্ত্রী লাবনীর ঘরে সোহাগের লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে সকালে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, নিহতের অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ২৯ ছিনতাইকারী আটক: র্যাব
ভোলায় চুরির অপবাদে যুবককে বেঁধে নির্যাতন: ইউপি সদস্যসহ আটক ২
১ বছর আগে
নাটোরে স্বামীকে হাতুড়ি পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
নাটোরের বাগাতিপাড়ায় সম্পত্তি লিখে না দেয়ায় স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে কানিজ ফাতেমা নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে বাগাতিপাড়া উপজেলার তালতলা এলাকার নিজ বাড়ি থেকে কানিজকে আটক করে পুলিশ। নিহত বরাত আলী কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের কর্মচারী ছিলেন এবং আটক কানিজ ফাতেমা নিহত বরাত আলীর দ্বিতীয় স্ত্রী।
মঙ্গলবার বিকালে সম্পত্তি লিখে না দেয়ার ক্ষোভে কানিজ তার স্বামী বরাত আলীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় কানিজ তার ভাইদের সহায়তায় বরাত আলীর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখার চেষ্টা করলে তার মৃত্যু হয়। পরে বিষয়টি জানাজানি হলে রাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং কানিজকে আটক করে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাংবাদিক কনক সারওয়ারের বোন আটক
মীরসরাইয়ে ‘আইস’সহ তরুণী আটক
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আটক
৩ বছর আগে
নাটোরে নিজ ঘর থেকে আরেক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার
নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ি থেকে আরেক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত ১০টার দিকে উপজেলার হিজলী দিঘাপাড়া গ্রামের নিজ ঘরের বিছানার ওপর থেকে কৃষক মোহর মোল্লার(৬০) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: নাটোরে নিজ বাড়ি থেকে দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার
বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক জানান, স্থানীয় লোকজনের খবর পেয়ে রবিবার রাত ১০টার দিকে উপজেলার হিজলী দিঘাপাড়া গ্রামের নিজ ঘরের বিছানার ওপর থেকে কৃষক মোহর মোল্লার(৬০)লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তিনি বলেন, স্ত্রী না থাকা ও পারিবারিক নানা বিষয়ে ছেলে আসকান মোল্লার সাথে বিরোধের কারণে একাই থাকতেন মোহর মোল্লা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
উল্লেখ্য, এর আগে ৭ মে একই উপজেলার জামনগর পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ। সে ঘটনার রহস্য এখনো উদঘাটন হয়নি।
৩ বছর আগে
নাটোরে নারীসহ ২ জনের লাশ উদ্ধার
নাটোরের লালপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩ বছর আগে