গোয়া
ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৫
রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভারতের গোয়া রাজ্যের একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পর্যটকসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতের পরপর উত্তর গোয়ার আরপোরা এলাকায় অবস্থিত ওই নাইটক্লাবে এই অগ্নিকাণ্ড ঘটে।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আজ (রবিবার) জানিয়েছেন, নিহতদের অধিকাংশই ক্লাবটির রান্নাঘরের কর্মী। এ ছাড়া তিন থেকে চারজন পর্যটকও রয়েছেন। অগ্নিকাণ্ডে আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত আছেন বলে তিনি জানান।
স্থানীয় পুলিশের বরাতে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সময় ক্লাবটির নাচের ফ্লোরে অন্তত ১০০ জন উপস্থিত ছিলেন। আতঙ্কের কারণে অনেকেই নিচতলার রান্নাঘরের দিকে ছুটে গেলে কর্মীদের সঙ্গে তারাও আটকা পড়েন।
আগুন ইতোমধ্যে নির্বাপণ করা হয়েছে এবং সব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থাটির খবরে আরও বলা হয়েছে, আরপোরা নদীর তীরে অবস্থিত ক্লাবটির প্রবেশ ও বের হওয়ার পথ ছিল অত্যন্ত সরু। এর ফলে ফায়ার সার্ভিসের টিমকে প্রায় ৪০০ মিটার দূরে পানি সরবরাহকারী ট্যাংকার রাখতে হয়। ঘটনাস্থলে যাতায়াতের পথ খুব বেশি প্রশস্ত না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়।
স্থানীয় গ্রাম পরিষদের কর্মকর্তা রোশন রেডকার পিটিআইকে বলেন, ক্লাবটি নির্মাণের অনুমোদন না থাকায় বেশ আগেই এটি ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেয়।
আগুন লাগার সঠিক কারণ এবং ভবনটি নির্মাণে অগ্নিনিরাপত্তা ও নির্মাণবিধি সঠিকভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা জানতে রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সাওয়ান্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। সেখানকার পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সাওয়ান্তের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোদি বলেছেন, ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকার ‘সম্ভাব্য সব ধরনের সহযোগিতা’ করছে।
২২ দিন আগে
মহামারির মধ্যে ভারতের ৫ রাজ্যে নির্বাচন
করোনাভাইরাস মহামারির তৃতীয় ঢেউয়ে টালমাটাল অবস্থার মধ্যেই উত্তর প্রদেশসহ ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পাঁচটি রাজ্যে আগামী মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার দেশটির নির্বাচন কমিশন উত্তর ভারতের উত্তর প্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ড, পশ্চিমে গোয়া এবং উত্তর-পূর্বে মণিপুরে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।
ঘোষণায় বলা হয়েছে, উত্তরপ্রদেশে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷ পাঞ্জাব, গোয়া ও উত্তরাখণ্ড ১৪ ফেব্রুয়ারি এবং মণিপুরে যথাক্রমে ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ দুই দফা ভোট হবে। নির্বাচনের ফলাফল ঘোষিত হবে আগামী ১০ মার্চ।
দেশটিতে করোনা আক্রান্তের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি সত্ত্বেও নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র বলেন, গণতান্ত্রিক শাসন বজায় রাখার লক্ষ্যেই, সময়মত নির্বাচন অনুষ্ঠিত করা হবে।
তবে প্রথমবারের মতো ভারতের শীর্ষ নির্বাচনী সংস্থা ১৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারে স্থগিতাদেশ ঘোষণা করেছে। এরপরেও শুধুমাত্র সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার করা যাবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি এই পাঁচটি রাজ্যের মধ্যে চারটিতে ক্ষমতায় রয়েছে, অন্যদিকে দেশের প্রধান বিরোধী কংগ্রেস পাঞ্জাবের ক্ষমতায় রয়েছে।
আরও পড়ুন: ভারতে একদিনে করোনা আক্রান্ত ৯১ হাজার, মৃত্যু ৩ শতাধিক
৪০৩ টি বিধানসভা আসন সহ উত্তরপ্রদেশ ভারতীয় জনতা পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাজধানী দিল্লি লখনউয়ের অংশ হিসেবে থাকায় যে দলটি এই রাজ্যে জয়ী হয় তাদের পরবর্তী ফেডারেল সরকার গঠনের সুযোগ থাকে৷
অন্যদিকে, উত্তরপ্রদেশে একটি জয় প্রধানমন্ত্রীকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার অর্ধেক এগিয়ে রাখবে।
এমন দিনে বিধানসভা নির্বাচনের ঘোষণা করা হলো যেদিন দেশটিতে ২৪ ঘন্টায় প্রায় ১ দশমিক ৪২ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে তিন হাজার সাত জন ওমিক্রনে আক্রান্ত।
মাত্র একদিন আগে, কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক যাত্রীদের জন্য সাত দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে নতুন কোভিড বিধি দিয়েছে।
এদিকে, তিন দিন আগে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের উদয়পুর শহরে প্রথম ওমিক্রনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু
সৌরভ গাঙ্গুলির পর তার মেয়েও করোনায় আক্রান্ত
১৪৫১ দিন আগে
করোনায় চরম আর্থিক ক্ষতির মুখে ভারতের পর্যটন ‘হটস্পট’ গোয়া
সূর্যের সোনালি রশ্মি রোজ সন্ধ্যায় ছড়িয়ে পড়ে গোয়ার মসৃণ, বালুকাময় সৈকতগুলোতে যা বরাবরের মতোই যাদুকরী কিন্তু আশ্চর্যজনকভাবে শান্ত এবং নিঃসঙ্গ। ভারতের ‘পার্টি হটস্পট’ হিসেবে পরিচিত এ সমুদ্র সৈকতগুলোতে এবারের ছুটির মৌসুমে অল্প কিছু পর্যটককেই দেখা গেছে সূর্যাস্ত উপভোগ করতে।
১৮১১ দিন আগে