মাহফিল
চরমোনাই মাহফিলে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
চরমোনাই মাহফিলে গিয়ে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন দিন পর তানভির নামে এক যুবকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে নসরীর চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি এলাকাসংলগ্ন নদীতে এ লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার বেলা ১১টার দিকে নদীতে গোসল করতে নেমে তানভির নিখোঁজ হন।
আরও পড়ুন: সিংড়ায় ট্রাকচাপায় মেয়ের মৃত্যু, বাবা আহত
এ ঘটনায় শনিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।
নিহত তানভির ঢাকার ডেমরা এলাকায় থাকতেন। চরমোনাইর মাহফিলে এসে এমভি আঁচল লঞ্চের ২০২ নম্বরে কেবিনে থাকতেন তানভির।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, সকালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ, কোস্টগার্ড ও নৌপুলিশ লাশটি উদ্ধার করে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ফুলবাড়ীতে দুবাই প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
পল্লবীতে নারীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
৯ মাস আগে
দোয়া মাহফিলের মাধ্যমে ঢাকা-১৮ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন খসরু চৌধুরী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী (কেটলি মার্কা) ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি দোয়া মাহফিলের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় উত্তরার ৬ নম্বর সেক্টরের দাদা গার্মেন্টস প্রাঙ্গণে দোয়া মাহফিলের মাধ্যমে তিনি তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন।
ডিএনসিসির ১নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খাঁনের সভাপতিত্বে এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান হিরণ, যুগ্ম-সম্পাদক মতিউর রহমান মতি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব আলম, আইন সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওর্য়াড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য রফিকুল ইসলাম বেপারী, মো. মহিবুল হাসান, কাজী সালাউদ্দিন পিন্টু, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুজ্জামান মিঠু, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী খসরু চৌধুরী বলেন, আমি এমপি নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনের নাগরিকদের সিটি কর্পোরেশনের কাছ থেকে প্রাপ্য সব সুযোগ-সুবিধা সুনিশ্চিত করা হবে। জরুরি ভিত্তিতে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনের পদক্ষেপ গ্রহণ, রাস্তা উন্নয়ন, নির্মাণ ও সংস্কার করা, সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা উন্নয়ন ও গ্যাস প্রবাহ সমস্যার সমাধান করা হবে।
তিনি বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন ও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি দেওয়া হবে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও বিনামূল্যে ওয়ার্ডভিত্তিক ধর্মীয় শিক্ষা দেওয়া হবে। মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে একটি করে খেলার মাঠ নির্মাণ, মাদক থেকে দূরে থাকার জন্য শিশু, কিশোর ও যুবকদের মাঝে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হবে।
আরও পড়ুন: সিলেটে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণার শুরুতে লাখো মানুষের ঢল
তিনি আরও বলেন, চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন, দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তা ও স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবাদান। কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বেকার যুব সমাজের বেকারত্ব দূরীকরণ করা হবে। ঢাকা-১৮ সংসদীয় আসনে একটি বয়স্ক পুর্নবাসনকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। অঞ্চলভেদে প্রয়োজনীয়তার নিরিক্ষে সরকারি হাসপাতাল ও কবরস্থান নির্মাণ করা হবে। প্রতিবন্ধী ও কন্যাদায়গ্রস্ত বাবা-মাকে সাধ্যমত সহযোগিতা করা হবে।
খসরু চৌধুরী বলেন, চাঁদাবাজ ও ভূমি দস্যুদের দৌরাত্ম্য বন্ধে আপোষহীন নীতি গ্রহণ করা হবে। ঢাকা-১৮ সংসদীয় আসনের বিভিন্ন মহল্লাকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ঢাকা-১৮ সংসদীয় আসনের বিভিন্ন বাজারে ব্যবসার সুবিধার জন্য বিনামূল্যে ইন্টারনেট হটস্পট সুবিধা গড়ে তোলা হবে।
তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, স্থাপন ও উন্নয়নে কাজ করা হবে। সেক্টর কল্যাণ সমিতিগুলোতে নিয়মিত নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুব্যবস্থা করা হবে। মশক নিধন অভিযান জোরালো করা হবে। কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে মর্নিংওয়াকের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে। প্রতি ওয়ার্ডে একটি করে মানসম্মত কমিউনিটি সেন্টার স্থাপন করা হবে। শিক্ষিত বেকার পুরুষ/নারীদের বেকারত্ব দূরীকরণে এলাকায় নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রেলস্টেশন এলাকার নিরাপত্তা বিধানে হকার মুক্ত ফুটপাত থাকবে। ঢাকা-১৮ আসনের প্রতিটি থানায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে।
খসরু চৌধুরী বলেন, মার্কেট সমূহে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। ফুটপাত, মার্কেট, অটো-টেম্পু স্ট্যান্ড, বাস টার্মিনাল সমূহ হকার ও চাঁদাবাজ মুক্ত করা হবে। নিম্ন আয়ের বসবাসকারী নাগরিকদের সরকারি ও বেসরকারি সাহায্য-সহযোগিতা দেওয়া হবে।
১৮-আসনের সার্বিক উন্নয়নমূলক কাজ করার জন্য কেটলি মার্কায় ভোট ও তার জন্য সবার কাছে দোয়া চান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি।
আরও পড়ুন: নির্বাচনী প্রচারণার শুরুতে সিলেটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বুধবার সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী
১ বছর আগে
রক আইকন আইয়ুব বাচ্চু স্মরণে দোয়া মাহফিল
বাংলাদেশের কিংবদন্তি রক আইকন আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম মিউজিশিয়ান ক্লাব, ঢাকা (সিএমসিডি)। রবিবার সন্ধ্যায় রাজধানীর সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে দেশের সকল মিউজিশিয়ানদের উপস্থিতিতে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
একই দিনে আইয়ুব বাচ্চুর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করা হয়। আইয়ুব বাচ্চুর স্মরণানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
সংগঠনটির সভাপতি সৈয়দ শহীদ বলেন,‘ব্যান্ড মিউজিকে বাচ্চু ভাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাচ্চু ভাইকে নিয়ে সঙ্গীত ডিপার্টমেন্ট চালু হবে। এটা আশা করতে পারি।’
সংগঠনটির উপদেষ্টা গায়ক ও সঙ্গীত পরিচালক পার্থ বড়ুয়া বলেন, ‘আইয়ুব বাচ্চু ভাইয়ের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি গিটার প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। শিগগিরই এ নিয়ে আমরা বিস্তারিত জানাতে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু।
২ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিল থেকে ফেরার পথে বৃদ্ধকে বীভৎসভাবে হত্যা
জেলার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে হামলা চালিয়ে এক বৃদ্ধকে চোখ উপড়ে ও জিহ্বা কেটে বীভৎসভাবে হত্যা করা হয়েছে।
৩ বছর আগে
সিলেটেও মামুনুল হককে মাহফিলের মঞ্চে উঠতে দেয়া হয়নি
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর আসলেও তাকে ওয়াজ মাহফিলের মঞ্চে উঠতে দেয়া হয়নি।
৩ বছর আগে