উপজেলার গৌরনগর গ্রামের কান্দাপাড়া এলাকায় সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ সময় আরও ১০ জন আহত হন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে মা-মেয়ে ও ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
নিহত মিলন সরদার (৮০) ওই এলাকার তালেব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গৌরনগর গ্রামে আজইরা গোষ্ঠী ও সরকার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সোমবার রাতে গ্রামে মাহফিল চলছিল। মাহফিল থেকে সরকার গোষ্ঠীর মিলন সরদারসহ কয়েকজন বাড়ি ফিরছিলেন। পথে আজইরা গোষ্ঠীর লোকজন হামলা করে মিলন সরদারসহ কয়েকজনকে কুপিয়ে জখম করে। মিলন সরদারের চোখ উপড়ে ও জিহ্বা কেটে ফেলা হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: নিখোঁজের একমাস পর জাপা নেতার লাশ উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রুহুল আমিন বলেন, ‘পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মিলন সরদার নিহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগেও এই গ্রামে একাধিক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’
আরও পড়ুন: নাটোরে রেললাইনের পাশে পড়ে থাকা লাশটি বার ড্যান্সার শম্পার
চাঁদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
কচুয়া উপজেলার সহদেবপুরে ফসলি জমি থেকে সোমবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী শাহাদাত হোসেনকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূ লাভলী আক্তার (২২) একই ওই এলাকার মোকশেদ আলীর মেয়ে।
আরও পড়ুন: কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের ৫ ঘণ্টার মধ্যে অপর প্রার্থীর লাশ উদ্ধার
লাভলীর ভাই সাইফুল ইসলাম জানান, তিন বছর আগে তার বোনের সাথে মনপুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহাদাতের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী দুজন ঢাকার রায়েরবাগ এলাকায় বসবাস করতেন। রবিবার সন্ধ্যায় পারিবারিক কাজে লাভলী বাড়িতে আসার জন্য ঢাকা থেকে রওনা দেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: গাজীপুরে ভারতীয় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।