মাস্ক বিতরণ
মাস্ক বিতরণ কর্মসূচি পালন শক্তি ফাউন্ডেশনের
দেশব্যাপী নিজস্ব কর্ম এলাকায় ৪৪৫টি শাখার মাধ্যমে বিনামূল্যে প্রায় ৫ লাখ মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে শক্তি ফাউন্ডেশন। জনগণকে সঠিকভাবে মাস্ক পরিধানের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে শক্তি ফাউন্ডেশনের ৩ হাজারেরও বেশি কর্মী স্বতস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শক্তি ফাউন্ডেশন করোনা মহামারির শুরু থেকেই করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে আসছে। এছাড়াও সংক্রমণের বিস্তার রোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
শক্তি ফাউন্ডেশন বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ঢাকা শহরের ছয়টি জনসমাগমপূর্ণ স্থানে এক মাসব্যাপী মাস্ক বিতরণ এবং জনসচেতনতা কর্মসূচি ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ বাস্তবায়ন করছে। এই কর্মসূচিতে শক্তি ফাউন্ডেশন, ইয়ং বাংলা ও বিডিক্লিনের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছেন। এ উদ্যোগে শহরভিত্তিক জনসাধারণের আচরণগত পরিবর্তন নিয়ে গবেষণা করছেন ইয়েল বিশ্ববিদ্যালয়, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) ও ইনোভেশন ফর পোভার্টি অ্যাকশন (আইপিএ) এবং অর্থায়ন করছে সিটি ফাউন্ডেশন এবং ফুডপান্ডা বাংলাদেশ।
এরই ধারাবাহিকতায় আজ (১১ সেপ্টেম্বর) শক্তি ফাউন্ডেশন নর্ম মডেলের ভিত্তিতে দেশব্যাপী এ উদ্যোগ গ্রহণ করে।
শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ বলেন, ‘দেশব্যাপী এ উদ্যোগ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবে এবং করোনা সংক্রমণ রোধ করে জনজীবন ও অর্থনীতিকে স্বাভাবিক করে তুলতে সহায়তা করবে।’
আরও পড়ুন: করোনা: মৃত্যু ৪৮, শনাক্ত ১৩২৭
টিকার অর্থ আত্মসাত: অভিযোগের প্রমাণ মিলেছে
৩ বছর আগে
সাতক্ষীরায় স্কুলছাত্রদের `ফ্রি সবজির’ দোকান
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় চলছে লকডাউন। এতে চরম বিপর্যয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। এসব অসহায় মানুষের মাঝে ফ্রি সবজি ও মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার সকালে শহরের খুলনা রোড মোড় এলাকায় এই “ফ্রি সবজি” দোকান ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
আরও পড়ুন: রাজশাহী সিটিতে আরেক দফা বাড়লো বিশেষ লকডাউন
সংগঠনটির পরিচালক সুহাইল মাহদীন সাদী জানান, আমরা ২০২১ সালের এসএসসি ব্যাচ এবং নবম ও দশম শ্রেণির ৮০ জন শিক্ষার্থী মিলে এই উদ্যোগ নিয়েছি। করোনায় খেটে খাওয়া অসহায় মানুষ খুব বিপদে পড়েছেন। তাই এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে কিছু করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রথম দিনে ১০০ জন দরিদ্র মানুষের হাতে আমরা সবজি তুলে দিয়েছি, মাস্কও বিতরণ করেছি। আগামী এক মাস প্রতিদিন সকাল ৭টা থেকে ফ্রি সবজি বিতরণ করা হবে।
আরও পড়ুন: সাতক্ষীরায় আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শফিউদ্দৌলা সাগর, স্বেচ্চাসেবী সংগঠন ‘আহ্বান’ এর পরিচালক ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কেবিনেট সুহাইল মাহদীন সাদী, সহকারি পরিচালক সৈয়দ নুরে মিরাজ শান্ত, জাকারিয়া ফারদিন, পারভেজ হোসেন, শাহজাহান তাজ প্রমুখ।
আরও পড়ুন: করোনায় খুমেকে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু
৩ বছর আগে
কোভিড-১৯ প্রতিরোধে শেরপুরে মাস্ক বিতরণ, জরিমানা
দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মানুষের মাঝে করোনা প্রতিরোধে নেই কোনো সচেতনতা। মাস্ক পরিধানেও রয়েছে উদাসীনতা।
৩ বছর আগে
কুষ্টিয়ায় হাটবাজার ঘুরে জনতার মাঝে এমপি সেলিমের মাস্ক বিতরণ
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জয়ের নানা জনহিতকর কর্মকাণ্ড একদিকে যেমন গরিব-দুঃখী ও অসহায় মানুষের মুখে হাসি এনে দিচ্ছে তেমনি সাধারণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
৩ বছর আগে