আরও পড়ুন: এমপি পাপুল পরিবারের অর্থপাচার: বাংলাদেশ ব্যাংকের নথি তলব
ইতোমধ্যে করোনাভাইরাসের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি ব্যক্তি উদ্যোগে হাটবাজারে গিয়ে জনতার মাঝে মাস্ক বিতরণ, শীতার্তদের হাতে কম্বল ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার দেয়াসহ নানা জনহিতকর কাজ করে চলেছেন।
এমপি সেলিম বৃহস্পতিবার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ মেধাবী ছাত্রীকে ব্যক্তি উদ্যোগে সাইকেল উপহার প্রদান করেন
এর আগে, তিনি খোকসা বাসস্ট্যান্ড, বাজার, মুক্তিযোদ্ধা সংসদ মাঠ ও উপজেলা পরিষদসহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভ্যানচালক, অটো রিকশাচালক ও ব্যবসায়ীসহ সাধারণ জনগণের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করেন।
আরও পড়ুন: যশোরের সাবেক এমপি খালেদুর রহমান টিটো মারা গেছেন
বিশ্বে করোনা মহামারি পুনরায় আগামী মার্চে ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকায় তিনি জনগণকে আগাম সর্তকতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধানের পরামর্শ দেন।
এমপি সেলিম বলেন, ‘জনহিতকর কর্মকাণ্ডে সব সময় আমি আপনাদের পাশে আছি এবং পাশে থাকব।’
আরও পড়ুন: এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
এরপর তিনি উপজেলার অসহায়-দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
আরও পড়ুন: দুই হাজার টাকা মুচলেকায় এমপি নিক্সনের জামিন
তার সাথে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেসবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ইছাহাক আলী, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাছুম মোর্শেদ শান্তসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।