চিতই
খুলনা যেন পিঠার নগরী!
রূপ বদলাতে শুরু করেছে খুলনা মহানগরীর। শীত পড়ার সঙ্গে সঙ্গে খুলনা মহানগরী পরিণত হয়েছে পিঠার নগরীতে। খুলনা নগরীর মোড়ে মোড়ে এখন পিঠার দোকান। পিঠা তৈরির হিড়িক পড়েছে যেন।
পিঠার দোকান গুলো ঘুরে দেখা গেছে পাকান, চিতই, পাটি, পুলি (ঝাল ও মিষ্টি), ভাপা, রসমালাই, জামাই, সেমাইসহ বিভিন্ন রকম পিঠা শোভা পাচ্ছে দোকানগুলোতে।
দুপুরের পর থেকেই পিঠা বানানো শুরু হয়। আর তা চলে রাত দশটা পর্যন্ত।
আরও পড়ুন: ফরিদপুরে পুনাক পিঠা মেলায় মুগ্ধ দর্শনার্থীরা
২ বছর আগে
বোয়ালমারীতে সন্ধ্যায় ফুটপাতে পিঠা বিক্রির ধুম
সন্ধ্যা নামলেই ফরিদপুরের বোয়ালমারীর বিভিন্ন ব্যস্ত সড়কের পাশে পিঠা বিক্রির ধুম পড়ে যায়।
৩ বছর আগে