ঐক্য ফাউন্ডেশন
ঐক্য বুকসের যাত্রা
ভাষার মাস ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করলো ঐক্য বুকস। বাঙালির প্রাণের বইমেলা চলাকালীন সময়ে বাংলাদেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) সবচেয়ে বড় প্ল্যাটফরম ঐক্য ফাউন্ডেশনের নতুন অঙ্গ সংস্থা হিসেবে ঐক্য বুকস যাত্রা শুরু করেছে।
উদ্যোক্তারা বলেছেন, অমর একুশের যে শক্তি বাঙালি জাতি তাদের প্রাণে ধারণ করে, সে শক্তিকে উৎস করে এ নতুন অঙ্গ সংস্থার কার্যক্রম শুরু হলো।
সিএমএসএমই উদ্যোক্তাদের নিয়ে কাজ করে আসছে ঐক্য ফাউন্ডেশন। সিএমএসএমই উদ্যোক্তাদের সকল কার্যক্রম তুলে ধরা এবং তাদের উন্নয়নের জন্য ফাউন্ডেশনটির কয়েকটি অঙ্গ সংস্থা রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার যোগ হলো ঐক্য বুকস।
উদ্বোধনী আয়োজনে প্রকাশনা সংস্থা অনন্যার প্রকাশক মনিরল হক, ঐক্য ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য সুরাইয়া আলম, জান্নাতুল ফেরদৌস তিথি এবং তানভির আহমেদ তানিমসহ ফাউন্ডেশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দেশের প্রথম গ্রাফিক নভেল ‘মুজিব’ বইমেলায়
প্রকাশক মনিরুল হক উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, ‘এখন এ পরিস্থিতিতে ঘরে বসেই বই পাওয়ার বিষয়টি পাঠক সমাজে সত্যিই আশার সঞ্চার করবে।’
১১৬৩ দিন আগে
রাজশাহীতে মাসব্যাপী বিসিক-ঐক্য উদ্যোক্তা মেলা শুরু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও ঐক্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।
১৫৬৯ দিন আগে