শুক্রবার নগরীর মঠপুকুর সংলগ্ন মাঠে মাসব্যাপী ‘বিসিক-ঐক্য উদ্যোক্তা মেলা-২০২১’ এর উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
উদ্বোধন অনুষ্ঠানে খায়রুজ্জামান লিটন বলেন, স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মেলা আয়োজন করায় আমি বিসিক ও ঐক্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
আরও পড়ুন: লবণ চাষিদের ঋণ দেবে বিসিক
তিনি বলেন, ‘মেলা আয়োজন করে করোনা ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে বিসিক। করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতেও বিসিকের ৭৬টি শিল্পনগরীতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য উৎপাদন অব্যাহত ছিল বলে দেশে খাদ্যদ্রব্যের কোনো ঘাটতি দেখা দেয়নি।’
নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য বিসিক কর্তৃপক্ষকে আহ্বান জানান মেয়র।
বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান মেলায় আগত ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তা, ক্রেতা ও বিক্রেতাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
আরও পড়ুন: প্রযুক্তিনির্ভর শিল্পায়ন জোরদারে বিসিকের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা শিল্প প্রতিমন্ত্রীর
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে যাতে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে করোনাভাইরাসের কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন।
ক্রেতা সাধারণকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার আহ্বান জানান বিসিক চেয়ারম্যান।
মেলায় ৭০টি স্টলে সিল্কের শাড়ি-কাপড়, থ্রিপিস, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।
এছাড়া মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রয় করা হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী, বিসিক আঞ্চলিক পরিচালক (রাজশাহী) মো. মামুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন।