যমুনা ফিউচার পার্ক
যমুনা ফিউচার পার্কে ভাইব্রেন্ট
গ্রাহকদের চাহিদা মেটাতে ও সারাদেশে ব্যবসার পরিধি বিস্তারের ধারাবাহিকতায় রাজধানীর ঢাকায় অবস্থিত এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হল ভাইব্রেন্টের ২২ তম আউটলেট এবং প্রথম ফ্লাগশিপ স্টোর।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মোল্লাহ এটি উদ্বোধন করেন। ভাইব্রেন্ট ইউএস-বাংলা গ্রুপের অন্যতম একটি প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ও ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ভাইব্রেন্টের শো-রুম গুলোতে রয়েছে পরিবারের ছোট থেকে বড় সকলের জন্যে জুতা সহ বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য পাঞ্জাবী, শার্ট, টি-শার্ট। এছাড়া হাজারেরও বেশি মানসম্মত ও আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল সামগ্রীর কালেকশন।
আরও পড়ুন: যাত্রী রেখে ফ্লাইট, ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগ
২ বছর আগে
হয়ে গেল ‘মৃধা বনাম মৃধা’র প্রিমিয়ার শো
২৪ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’। এর আগে সোমবার (২০ ডিসেম্বর) সিনেমাটির প্রিমিয়ার শো হয়ে গেল যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে।
রনি ভৌমিক পরিচালিত এই সিনেমার সংলাপ ও চিত্রনাট্য করেছেন রায়হান খান। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সিয়াম আহমেদ, নোভা ফিরোজসহ অনেকে।
প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন সিনেমার সকল কলাকুশলিরা।
নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘সিনেমাটিকে সুনিপূণভাবে দর্শকের সামনে উপস্থাপনের জন্য যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটাই করেছ। পরিবার নিয়ে দেখার মতো গল্প মৃধা বনাম মৃধা। একজন শিল্পী হিসেবে সমাজ ও পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে কাজটি করেছি।’
অভিনেত্রী নোভা ফিরোজ বলেন, ‘আশা করি মৃধা বনাম মৃধা দর্শককে হলমুখী করবে। চলতি সময়ে আমাদের সিনেমার যে পরিবর্তন এসেছে তার আরও একটি উদাহরণ হতে যাচ্ছে এটি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হলে এসে সিনেমাটি দেখার জন্য।’
আরও পড়ুন: সিয়াম আহমেদ অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার শুভমুক্তি
সিয়াম আহমেদ এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘পারিবারিক গল্পের চলচ্চিত্র যে এতো সুন্দর হয় তা মৃধা বনাম মৃধা দেখলেই দর্শক জানতে পারবেন।’
২৪ ডিসেম্বর সারাদেশের ৪৪ সিনেমা হলে ‘মৃধা বনাম মৃধা' মুক্তি পাবে। পরবর্তীতে এটি টফিতে প্রকাশিত হবে। টফি ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘টফিকে বিনোদন মাধ্যমের ওয়ান-স্টপ-প্লেস হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা নিয়মিত ব্যবহারকারীদের জন্য নতুন অনেক এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে আসছি। আমরা টফিকে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করতে চাই যা আমাদের সংস্কৃতি ও ইতিহাসকে সবার কাছে তুলে ধরবে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। শিগগিরই দেশি কন্টেন্ট নিয়ে আমরা আরও এক্সক্লুসিভ কনটেন্ট রেঞ্জ নিয়ে আসবো।’
উল্লেখ্য, ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার শুটিং চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে বাংলাদেশ, ভারত (চেন্নাই ও কলকাতা) এবং যুক্তরাষ্ট্রে। আবহসংগীত করেছেন ইমন সাহা ও মিক্সিং করেছেন যুক্তরাষ্ট্রের জেরিমি হাওয়ার্ড।
আরও পড়ুন: ৩০ ডিসেম্বর থেকে ‘চরকি’তে দেখা যাবে ‘রেহেনা মরিয়ম নূর’
২ বছর আগে
নুরুল ইসলাম বাবুল পেলেন মরণোত্তর গ্লোবাল সিএসআর অ্যাওয়ার্ড
বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের পুরোধা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম বাবুল দেশের শিল্প অগ্রযাত্রায় তার আজীবনের অসামান্য অবদানের জন্য পেলেন মরণোত্তর গ্লোবাল সিএসআর অ্যায়ার্ড-২০২১।
৩ বছর আগে
সেলস অ্যান্ড সার্ভিস ফ্ল্যাগশিপ সেন্টার চালু করল রিয়েলমি
গ্রাহকদের একইসাথে সেলস এবং সার্ভিসিং সুবিধা দেয়ার উদ্দেশ্যে দেশে প্রথম সেলস অ্যান্ড সার্ভিস ফ্ল্যাগশিপ সেন্টার চালু করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।
৩ বছর আগে