শ্বশুর
ভাতিজার স্ত্রীকে হত্যার অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে
ময়মনসিংহের মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা শ্বশুরের বিরুদ্ধে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত
নিহত মাহমুদা বেগম ওই এলাকার আব্দুর রউফের স্ত্রী।
স্থানীয়রা জানায়, চাচা আব্দুর রাজ্জাক ও ভাতিজা আব্দুর রউফদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে রাজ্জাক ও তার ছেলে মাসুদ মাহমুদা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতাবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকালে সেখানে তার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: গাজীপুরে সাজাপ্রাপ্ত ২৭ মামলার আসামি গ্রেপ্তার
বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
৯ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরকে হত্যার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই শামীম মিয়া পলাতক।
নিহত মো. হাফিজুর রহমান চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত মো. গুলু রহমানের ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে শ্বশুরকে হত্যার মামলায় জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
অভিযুক্ত শামীম মিয়া একই উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, নিহতের মেয়ে নাহিদার আক্তারের সঙ্গে পারিবারিকভাবে পাশের গ্রামের অভিযুক্ত শামীম মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের কারণে নাহিদা আক্তার সংসার না করার সিদ্ধান্ত নেন। এতে ক্ষিপ্ত হন শামীম। শনিবার সকালে শ্বশুর বাড়িতে এসে শ্বশুরকে সামনে পেয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করে পালিয়ে যান।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের বুকে, পেটে, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শামীমকে আটকের জন্য অভিযান চলছে।
আরও পড়ুন: সিলেটে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ভাইয়ের কাছে শ্যালিকাকে বিয়ে না দেয়ায় শ্বশুরকে হত্যা
১ বছর আগে
ভোলায় সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত ৩
ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় বৃহস্পতিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ তিনজনের মৃত্যু হয়েছে।
এদিন সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরফ্যাশন সড়কের বৈদ্যের পোল এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
নিহতেরা হলেন- মনির শরীফ (৫৫) ও তার মেয়ের জামাই আসগর আলী (৩২)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মনির শরীফ তার ছোট জামাই আসগরকে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে বড় জামাইয়ের দাদীর জানাজায় অংশগ্রহণ করতে রওনা দেয়। এসময় তারা বৈদ্যের পোল এলাকায় পার্শ্ব সড়ক থেকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করার সময় ভোলা থেকে চরফ্যাশনগামী মা-জাহান নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।
অন্যদিকে, ভোলা সদর উপেজলার পরানগঞ্জ বাজার সংলগ্ন মজগুনি বাড়ি এলাকায় একটি পিকআপের চাপায় এক যুবক নিহত হয়েছেন।
নিহত মো. আরিফ হোসেন (২৫) সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্ত মুন্সি গ্রামের মো. আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর। আরিফ চট্টগ্রামে একটি বালুর জাহাজে দিনমজুর হিসেবে কাজ করতেন।ঈদের ছুটিতে তিনি বাড়িতে এসেছেন।
আরও পড়ুন: ভোলায় কাভার্ডভ্যান চাপায় নিহত ৩
জানা যায়, এদিন সকালে ভোলার সদর উপেজলার পরানগঞ্জ বাজার সংলগ্ন মজগুনি বাড়ি এলাকায় ব্যাটারিচালিত ভ্যানচালক শরীফ তার ভাইকে নিয়ে লাকরি আনতে বাড়ি থেকে পরানগঞ্জ যাচ্ছিলেন। এসময় হঠাৎ ভ্যানটি রাস্তার উপর উল্টে যায়। ওই সময় একটি পিকআপ ওই ভ্যানটিকে চাপা দেয়। এসময় ভ্যান চালকের ভাই আরিফ ঘটনাস্থেলই নিহত হয়েছেন এবং শরীফ আহত হয়েছেন।
এদিকে গুরুতর আহত শরীফকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক তদন্ত রেজাউল করিম রাজিব সাংবাদিকদের জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। এছাড়াও বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: ভোলায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্রীসহ নিহত ৩
ভোলায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
১ বছর আগে
বরিশালে বজ্রপাতে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু
বরিশালের মেহেন্দিগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে (২৭ মার্চ) উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের শহিদ বিশ্বাস (৬৯) এবং তার জামাই মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহিদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।
আরও পড়ুন: মেঘনায় বালুবাহী বলগেট ডুবে ১ শ্রমিকের মৃত্যু
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ হোসেন।
তিনি জানান, ভোর রাতে ডিঙ্গি নৌকায় শ্বশুর ও জামাই গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। এর মধ্যে ভোর রাতের দিকে নৌকায় শহীদ বিশ্বাসের ঝলসানো লাশ পায় জেলেরা। আর সকালে জেলেদের জালে আটকা পড়ে রাসেলের লাশ।
মারুফ হোসেন আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুইজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
কুড়িগ্রামে পিকআপ চাপায় বৃদ্ধার মৃত্যু
১ বছর আগে
নওগাঁয় নিপাহ ভাইরাসে শ্বশুরের পর মৃত্যু হয়েছে পুত্রবধূর
নওগাঁর মান্দায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এর আগে ভাইরাসটিতে মারা যান গৃহবধূর শ্বশুর।
বুধবার বিকাল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়।
মৃত গৃহবধূ ফরিদা বেগম (২৫) উপজেলার কশব ইউনিয়নের চকচোঁয়ার গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
এদিকে ২২ দিনের ব্যবধানে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। এর আগে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি ফরিদা বেগমের শ্বশুর আব্দুল হকও মারা যান।
আরও পড়ুন: বরিশালে নিপাহ ভাইরাসে পুলিশ সদস্যের মৃত্যু
বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রহিমা বেগম (৬০) নামে একই পরিবারের আরেক নারী।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে লাগানো খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে পান করেন আব্দুল হকের পরিবার। এর দুইদিন পর আব্দুল হকের শরীরে সর্দি-জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। চরম অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
এদিকে গত রবিবার আব্দুল হকের পুত্রবধূ ফরিদা বেগম সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। মঙ্গলবার একইভাবে ফরিদা বেগমের শাশুড়ি রহিমা বেগমকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এরই মধ্যে ঢাকা থেকে আসা আইসিডিডিআরবি’র (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) একটি টিম এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ শুরু করেছেন।
আরও পড়ুন: নিপাহ ভাইরাসে আক্রান্তদের জন্য হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ
১ বছর আগে
ছেলের বউকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড
ছেলের বউকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্বশুর খলিলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এদিন জামিনে থাকা আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। রায় শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি খলিল তার ছেলের বউকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রাজধানীর মিরপুর মডেল থানায় তার শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মঞ্জুর রাহী আদালতে অভিযোগপত্র দেয়।
গত ১৬ মার্চ আদালত আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
এ মামলা চলাকালীন সময় সাতজন আদালতে সাক্ষ্য দেন।
২ বছর আগে
রিয়াজের শ্বশুরের আত্মহত্যার ভিডিও সরানোর নির্দেশ
মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮) ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার ঘটনার ভিডিও ছয় ঘণ্টার মধ্যে সব সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বিটিআরসির প্রতি এ আদেশ দেন।
এছাড়া এই ভিডিও যে কোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একইসঙ্গে বিটিআরসিকে এ বিষয়ে আগামী বুধবারের (৯ ফেব্রুয়ারি) মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন উচ্চ আদালত। বিটিআরসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ কে এম ফয়েজ এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনলে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আরও পড়ুন: ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর
উল্লেখ্য, বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ধানমন্ডির ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে নিজে বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন আবু মহসিন খান।
ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ওই ব্যবসায়ী সম্পর্কে বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দা ও দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করেন।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, নিহতের স্ত্রী-সন্তান অস্ট্রেলিয়া থাকেন। আমরা জানতে পেরেছি ধানমন্ডির বাসায় তিনি একা থাকতেন। ব্যবসা-বাণিজ্যেও লোকসান করেছেন। ২০১৭ সালে ক্যান্সারে আক্রান্ত হন বলে জেনেছি। এসব কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
আরও পড়ুন: থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে তরুণীর মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা
মাগুরায় প্রেমিক যুগলের আত্মহত্যা!
২ বছর আগে
খুলনায় শ্যালক ও শ্বশুরের মারধরে যুবকের মৃত্যু!
খুলনা মহানগরীতে শ্যালক ও শ্বশুরের মারধরে মো. সবুজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নগরীর মিয়াপাড়া পাইপের মোড়ের নতুন রাস্তা গলির একটি বাড়িতে শনিবার (২৯ জানুয়ারি) বিকালে এ মারধরের ঘটনা ঘটে। ওই বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন সবুজ।
জানা গেছে, শনিবার দুপুরে স্ত্রীর সঙ্গে সবুজের ঝগড়া হয়। পরে তার শ্বশুর সিদ্দিক ও শ্যালক সাগর এসে তাকে বেধড়ক মারধর করেন। মারধরের সময় তারা সবুজের মাথায় ও বুকে ইট এবং ছুরি দিয়ে আঘাত করেন। এতে সবুজের গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত রাতেমৃত্যু হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, সবুজ শ্যালক-শ্বশুরের মারধরের আঘাতে মারা গেছেন কি না তা নিয়ে তদন্ত চলছে। এ নিয়ে আমাদের একটি দল মাঠে কাজ করছে। সবুজের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি।
আরও পড়ুন: ফতুল্লায় পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মাথা আলাদা করা হয় মুসলিমার!
২ বছর আগে
লালমনিরহাটে পাতানো ছেলের বউকে নিয়ে শ্বশুর উধাও!
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে পাতানো ছেলের বউকে নিয়ে পালিয়েছেন শ্বশুর। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৩ বছর আগে
বগুড়ায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
নন্দীগ্রাম উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ বছর আগে