প্রিমিয়ার লিগ
Crickex.in লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩: গ্যালে টাইটানসের সঙ্গে স্পনসরশিপ চুক্তি সই
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ও স্বনামধন্য প্ল্যাটফর্ম Crickex.in গ্যালে টাইটানসের সঙ্গে স্পন্সরশিপ চুক্তির ঘোষণা দিয়েছে।
এ চুক্তি অনুযায়ী, আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩- এ গ্যালে টাইটানসের মূল স্পন্সর হিসেবে থাকবে Crickex.in।
আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত কলম্বো ও ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩।
আরও পড়ুন: ব্যাট নিয়েছে আফগানিস্তান, ৩ পরিবর্তন এনেছে বাংলাদেশ
ক্রিকেটের প্রচারণা ও ক্রিকেটের উপযোগী পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করে Crickex.in ও লঙ্কা প্রিমিয়ার লিগ।
ক্রিকেট ফ্যানদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ Crickex.in এর লক্ষ্য লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩- এ গ্যালে টাইটাইনসকে সমর্থন দিয়ে তাদের পাশে থাকা।
লঙ্কা প্রিমিয়ার লিগে খেলোয়ার ও ফ্যানদের অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ক্রিকেট বিষয়ক এ ওয়েবসাইট।
নিজেদের সহজে ব্যবহার-বান্ধব ওয়েবসাইটের মাধ্যমে Crickex.in এর সমর্থকদের পুরো টুর্নামেন্টজুড়েই রিয়েল-টাইম আপডেট দিবে।
এ অংশীদারিত্ব নিয়ে Crickex.in এর মুখপাত্র কারান শর্মা বলেন, গ্যালে টাইটানসের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। দলটির সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং তারা তাদের সফল পারফরমেন্সের জন্য সুপরিচিত।
তিনি আরও বলেন, আমরা দলটিকে সমর্থন দেয়ার ব্যাপারে এবং ফ্যানদের অনন্য ক্রিকেট অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। একসঙ্গে আমাদের লক্ষ্য লঙ্কা প্রিমিয়ার লিগকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।
এছাড়া গ্যালে টাইটাইনসের মুখপাত্র এ অংশীদারিত্ব নিয়ে দলের উৎসাহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমাদের মূল স্পন্সর হিসেবে Crickex.in কে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এ অংশীদারিত্ব ক্রিকেট বিশ্বে দলের সাফল্য এবং স্বীকৃতিরই প্রমাণ।
আমরা আমাদের ফ্যান ও সমর্থকদের জন্য রোমাঞ্চপূর্ণ ও স্মরণীয় অভিজ্ঞতা প্রদানে Crickex.in এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে প্রত্যাশী।
আসন্ন এ টুর্নামেন্টের মিডিয়াসত্ত্ব থাকছে শুধুমাত্র শীর্ষস্থানীয় স্পোর্টস নেটয়ার্ক স্টার স্পোর্টসের কাছে।
শুধুমাত্র স্টার স্পোর্টসই ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ভূটান, নেপাল, মালদ্বীপ ও সংযুক্ত আরব আমিরাতসহ এমইএনএ অঞ্চলে এ টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে।
আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের জয়
নারী টি-টোয়েন্টি: বাংলাদেশের বিরুদ্ধে ৮ রানে জিতল ভারত
১ বছর আগে
ইন্দোনেশিয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: পদদলিত হয়ে নিহত বেড়ে ১৭৪
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল খেলাকে কেন্দ্র করে দর্শকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এবং পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে পৌঁছেছে। রবিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
পূর্ব জাভা প্রদেশের মালাং শহরের কাঞ্জুরুহান স্টেডিয়ামে দেশটির প্রিমিয়ার লিগের দুই প্রতিদ্বন্দ্বী পার্সেবায়া সুরাবায়া এবং আরেমা মালাং এর মধ্যকার খেলা শেষে এ ঘটনা ঘটে। আরেমা ম্যাচটি ২-৩ ব্যবধানে হেরে যায়।
পূর্ব জাভা পুলিশ প্রধান নিকো আফিন্তা বলেছেন, শনিবার গভীর রাতে খেলা শেষ হওয়ার পরপরই সমর্থকরা মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়লে দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয়, এ সময় সমর্থকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলে পদদলিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
পড়ুন: ঘূর্ণিঝড় ইয়ান: ফ্লোরিডায় নিহতের সংখ্যা বেড়ে ২৭
কাঁদানে গ্যাস থেকে বাঁচতে শত শত সমর্থক একটি বাহির হওয়ার গেটে ছুটে যায়। সেখানে বিশৃঙ্খলায় অনেকের দম বন্ধ হয়ে যায় এবং পদদলিত হয় তাত্ক্ষণিকভাবে প্রায় ৩৪ জনের মৃত্যু হয়।
আফিন্তা বলেন, ৩০০ জনেরও বেশি আহত লোককে চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অনেকেই পথে এবং চিকিৎসাধীন মারা যান।
তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অনেকের অবস্থাই অবনতি হচ্ছে।
পড়ুন: কাবুলে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৯: তালেবান
২ বছর আগে
খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ওয়েন রুনি
ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব ডার্বি কাউন্টির পূর্ণকালীন কোচ হিসেবে নাম লেখানোর মধ্য দিয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ওয়েইন রুনি।
৩ বছর আগে