স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক
রাজধানীর শ্যামপুর এলাকায় শুক্রবার ২১ বছর বয়সী এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।
নিহত সাথী বরিশাল জেলার ফারুকুর রহমানের (৩৪) স্ত্রী।
লাশ উদ্ধারের পর পুলিশ ফারুককে আটক করেছে বলে শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিহাব উদ্দিন জানান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবলকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
তিনি আরও বলেন যে শুক্রবার (১৬ জুন) দুপুরের দিকে ঘটা এই ঘটনায় খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় শ্যামপুর ডিআইটি প্লটের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছেন যে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছেন তিনি।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: হাটহাজারীতে নারীকে শ্বাসরোধ ও ঘাড় ভেঙ্গে হত্যা, স্বামী গ্রেপ্তার
গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে ও থেঁতলিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
১ বছর আগে
চট্টগ্রামে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
মহানগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় জেসমিন আক্তার (২৪) নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
৫ বছর আগে