শনাক্ত কমেছে
করোনা: দেশে মৃত্যু ও শনাক্ত আরও কমেছে
গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৭৯ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২ জনের। নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৪ জন। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার অধিদপ্ত জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ৮৬ জন মারা গেছে এবং ৩ হাজার ৩৫৭ জন আক্রান্ত হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ১০.১১ শতাংশ। করোনায় দেশে মৃত্যুর হার ১.৭৫ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। দেশে সুস্থতার হার ৯৫.২৩ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত প্রায় পৌনে ২২ কোটি মানুষ
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৮ জন, খুলনা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ২৩ জন, রংপুরে ২ জন, বরিশালে ৩ জন, সিলেটে ৮ জন, রাজশাহীতে ৮ জন এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।
স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই
সারাদেশের স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।
বুধবার (০১ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হবে কি না।’
খুরশীদ আলম বলেন, প্রধানমন্ত্রী চান স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে। তবে এ বিষয়ে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দেশনা পাইনি। আমেরিকায় শিশুদের যে টিকা দেয়া হয়েছে তা প্রটোকল অনুযায়ী দিয়েছে, সেরকম আমাদের দেশেও হতে পারে। শিক্ষকদের টিকা দেয়া প্রায় শেষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেটে করোনায় ৮ মৃত্যু, শনাক্ত ৮০
স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই
ডিজি বলেন, আমেরিকাতে স্কুল-কলেজে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। সেটা তাদের নিজের ব্যবস্থাপনায় দিয়েছে। নিজস্ব দেশের প্রটোকলের মাধ্যমে তারা দিয়েছে। এখন আমাদের দেশেও হতে পারে। আমাদের দেশের কর্তৃপক্ষ যদি মনে করেন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন টিকা নিশ্চিত করে স্কুল-কলেজ খুলে দিতে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়োশোনা অনেকটায় স্থগিত অবস্থায় রয়েছে। টিকা দিয়ে তাদের স্কুল-কলেজে নিয়ে আসতে পারলে সেটা খুবই ভালো হবে। শিক্ষকদের ইতোমধ্যে মোটামুটি টিকা দেয়া শেষ।
৩ বছর আগে
করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে। একদিনে আরও ৯৪ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৭২৪ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রবিবার অধিদপ্তর জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ৮৯ মৃত্যু ও ৩ হাজার ৯৪৮ জন শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১২.০৭ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৪ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন। সুস্থতার হার ৯৪.৯৭ শতাংশ।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় ফের মৃত্যু বেড়ে ১০
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৩ জন, খুলনা বিভাগে ৫ জন, চট্টগ্রামে ২৭ জন, রংপুরে একজন, বরিশালে একজন, সিলেটে ৭ জন, রাজশাহীতে ৬ জন এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।
বিশ্ব পরিস্থিতি
সারা বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের বিভিন্ন নতুন ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৫ লাখ ৫৯৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৬৩ লাখ ৬৪ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫১৯ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৭৯৯ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪৫ লাখ ছাড়াল
করোনা: দুই মাস পর মৃত্যু এক শ’র নিচে
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ২৩৬ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৩৭ হাজার ৫২৫ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৩০৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৭ লাখ ৪১ হাজার ৮১৫ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে রবিবার পর্যন্ত মোট ৩ কোটি ২৬ লাখ ৯৫ হাজার ৩০ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৮৩০ জনে।
৩ বছর আগে
কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত কমলেও মৃত্যু আরও বেড়েছে বলে শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনায় আরও ৪৫ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু ১১ হাজার ৮৭৮ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৫ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৭২ হাজার ১২৭ জনে পৌঁছেছে।
এর আগে শুক্রবার অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৩৭ জন মারা গেছেন এবং ১ হাজার ৬৮২ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮.৭৪ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯২ জন। মোট সুস্থ ৭ লাখ ৬ হাজার ৮৩৩ জন। সুস্থতার হার ৯১ দশমিক ৫৪ শতাংশ। মৃত্যুর হার ১.৫৪ শতাংশ।
আরও পড়ুন: দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত: আইইডিসিআর
এদিকে, বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
শনিবার দুপুরে ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একটি নমুনা পরীক্ষায় ভারতীয় স্টেইন ধরা পড়েছে, যা জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাতে (জিএসআইডি) প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর ইউএনবিকে বলেন, এভারকেয়ার হাসপাতালে একটি নমুনা পাওয়া গিয়েছে। সেটি আমি দেখেছি। আর না ধরা পড়লে তো এধরনের কোনও তথ্য তাদের ওয়েবসাইটে আপলোড করেনি।
কয়জনের মধ্যে এরকম ধরন পাওয়া গেছে জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত কয়জনের মধ্যে পাওয়া গেছে সেই সংখ্যাটা এখনও আমাদের কাছে আসেনি, তাই বলতে পারছি না।
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৬৯ লাখ ৮৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩২ লাখ ৬৯ হাজার ৮৪১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৬ লাখ ৫১ হাজার ৩৬ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৮০ হাজার ৮৮৬ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৯ হাজার ১১৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৪৪৯ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ল্যাটিন আমেরিকার এই দেশটি। করোনা মহামারির প্রকোপ শুরু হবার পর গেল এপ্রিলেই সবচেয়ে বেশি মৃত্যু দেখতে পায় ব্রাজিল।
অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে ২ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬৭৬ জন এবং মারা গেছে ২ লাখ ৩৮ হাজার ২৭০ জন।
৩ বছর আগে
করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, শনাক্ত ১৬৮২
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত আরও কমেছে বলে শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনায় আরও ৩৭ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু ১১ হাজার ৮৩৩ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮২ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৭০ হাজার ৮৪২জনে পৌঁছেছে।
এর আগে বৃহস্পতিবার অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৪১ জন মারা গেছেন এবং ১ হাজার ৮২২জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৯.৮৯ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৮ জন। মোট সুস্থ ৭ লাখ ৪ হাজার ৩৪১ জন। সুস্থতার হার ৯১ দশমিক ৩৭ শতাংশ। মৃত্যুর হার ১.৫৪ শতাংশ।
এদিকে, বৃহস্পতিবার করোনার টিকা সংগ্রহের ব্যাপারে জনগণকে বরাবরের মতোই আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার সকল উৎস থেকেই করোনার টিকা সংগ্রহের সর্বাত্মক চেষ্টা করছে। বাংলাদেশ ইতোমধ্যেই রাশিয়ার কাছ থেকে স্পুটনিক-ভি ভ্যাকসিন সংগ্রহে চুক্তি সম্পাদনের পর্যায়ে পৌঁছেছে।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত ১৫ কোটি ৫৬ লাখ ছাড়িয়েছে
খুলনা করোনা হাসপাতালের অক্সিজেন প্লান্ট স্থাপন ‘পত্র চালাচালির’ মধ্যেই সীমাবদ্ধ
তিনি বলেন, ভারতের পাশাপাশি অন্যান্য দেশে উৎপাদিত অক্সফোর্ডের টিকা সংগ্রহের চেষ্টাও অব্যাহত রেখেছে সরকার।
জাহিদ মালেক বলেন, ‘অক্সফোর্ড টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে ৩ কোটি টিকা সরবরাহের টাকা দেয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা মাত্র ৭০ লাখ ডোজ পেয়েছি। এছাড়া ভারতের সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ৩০ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। কিন্তু বর্তমানে আমাদের কাছে পর্যাপ্ত টিকা নেই, যা আছে তা দ্বিতীয় ডোজের জন্য ব্যবহার করতে হবে।’
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ২৫৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৬ লাখ ৩ হাজার ৯৪৩ জন এবং মৃত্যু বরণ করেছে ৫ লাখ ৮০ হাজার ৫৪ জন।
দেশটিতে প্রতি সপ্তাহে নতুন করে প্রায় ৩৫ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে এবং হাসপাতালগুলোতে মারা যাচ্ছে প্রায় ৪ হাজার মানুষ।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে নতুন মৃতের সংখ্যা ২ হাজার ৫৩১ জন এবং মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৭ হাজার ১৭৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৫০ লাখ ৯ হাজার ২৩ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ল্যাটিন আমেরিকার এই দেশটি। করোনা মহামারির প্রকোপ শুরু হবার পর গেল এপ্রিলেই সবচেয়ে বেশি মৃত্যু দেখতে পায় ব্রাজিল।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিতে পারে যুক্তরাষ্ট্র: মোমেন
অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন এবং মারা গেছে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জন।
৩ বছর আগে
কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে
দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ৮৮ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু ১১ হাজার ৩৯৩ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৪১ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে পৌঁছেছে।
এর আগে বুধবার অধিদপ্তর জানায়, এক দিনে মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৭ জন মারা গেছেন এবং ২ হাজার ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৯.৩৯ শতাংশ।
আরও পড়ুন: করোনা: এবার চীনা ভ্যাকসিনের অনুমোদন দিল সরকার
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৯২৮ জন। মোট সুস্থ ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ৪৫ শতাংশ। মৃত্যুর হার ১.৫১ শতাংশ।
চীনা ভ্যাকসিনের অনুমোদন
সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য চীনের তৈরি সিনোফার্ম ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে।
বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) এক সভায় চিনের তৈরি ভ্যাকসিনটি জরুরি প্রয়োজনে প্রয়োগের জন্য অনুমতি দেয়ার সিদ্ধান্ত গ্রহণের কথা জানান ডিজিডিএ মহাপরিচালক মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।
এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়া হয়।
মাহবুবুর রহমান বলেন, সিনোফার্মের টিকাটি চীনসহ বিভিন্ন দেশে অনুমোদিত। এই টিকার সব ডাটা আমরা পেয়েছি। সরকারিভাবে আমাদের কাছে পাঠানো হয়েছে। এগুলো আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে আমরা যাচাই-বাছাই করেছি।
তিনি বলেন, আমাদের একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি আছে। এই কমিটি ১২ সদস্য বিশিষ্ট। তারা এই টিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। আমরা দেখতে পেয়েছি কার্যকরী ক্ষমতা অনেক ভালো।
তিনি আরও বলেন, এক দেড় সপ্তাহের মধ্যেই উপহারের ৫ লাখ টিকা চীন থেকে পাওয়া যাবে। তারপর পর্যবেক্ষণ করে বিতরণ শুরু হবে। এরপর জি টু জি বেসিসে সরকার কেবল কিনবে।
আরও পড়ুন: পৃথিবীর কোনও দেশই স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেয়নি: স্বাস্থ্যমন্ত্রী
ভারত থেকে আনা অক্সফোর্ডের টিকার প্রথম ডোজের স্বল্পতা দেখা দেয়ায় গত সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনার প্রথম ডোজের টিকা দেয়া কার্যক্রম বন্ধ রেখেছে সরকার। ভারতে করোনা পরিস্থিতির চরম অবনতির কারণে সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তি অনুযায়ী টিকা প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়ায় এই পরিস্থিতির তৈরি হয়েছে।
৩ বছর আগে
করোনা পরিস্থিতি: দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের হার আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২.২৬ শতাংশ। তবে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে।
৩ বছর আগে
দেশে করোনায় মৃত্যু ৭৯০০ ছাড়াল, শনাক্ত কমেছে
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৯০৬ জনে দাঁড়িয়েছে।
৩ বছর আগে