সাংবাদিক হত্যা
গাজীপুরে সাংবাদিক হত্যার বিচার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।
প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে আধা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলা মামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবি জানানো হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, শফিকুল ইসলাম মনি, আসাদুজ্জামান দুলাল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ, মাসুদুর রহমান তরুণ, প্রমুখ।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীদের উপর হামলা নির্যাতন ও মামলা দেওয়া হয়। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রকাশ্য দিবালোকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই। এবং এই ঘটনার নেপথ্যের সবাইকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তা করার আহ্বান জানাই সরকারের কাছে।
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, আটক ৫
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে এটা দুঃখজনক। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে। আজও দেশের কোথাও না কোথাও সাংবাদিকদের নির্যাতন শিকার হতে হচ্ছে।
তারা বলেন, সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করাসহ সারা দেশের সাংবাদিকের নিরাপত্তার জন্য অন্তবর্তী সরকারের নিকট জোর দাবি জানান বক্তারা।
১১৮ দিন আগে
কুমিল্লায় সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কুমিল্লায় বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যার এজাহার নামীয় প্রধান আসামি শনিবার ভোর রাতে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
নিহত মো. রাজু নিহত কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে।
র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল শনিবার রাত ২টার দিকে আদর্শ সদর উপজেলার গোলাবাড়ীতে রাজুকে গ্রেপ্তার করতে অভিযান চালায়।
তিনি বলেন, এলিট ফোর্সের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে সেখানে রাজুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে তিন জন নামীয় ও অজ্ঞাত আরে ছয় জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় ১৫ এপ্রিল চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পড়ুন: কুমিল্লায় সাংবাদিক নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪
কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহত
১৩২৮ দিন আগে
সাংবাদিক বালু হত্যার বিস্ফোরক মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন
একুশে পদকে ভূষিত খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবির বালু হত্যার ১৬ বছর পর বিস্ফোরক অংশের রায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। সেই সাথে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
১৭৮২ দিন আগে