একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র মারা গেছেন
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র সোমবার ভোরে রাজধানীর পপুলার হাসপাতালে হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
মৃত্যুকালে রণেশ মৈত্র স্ত্রী পূরবী মৈত্র, দুই ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আরও পড়ুন: আ.লীগ নেত্রী সাজেদা চৌধুরী মারা গেছেন
এদিকে সাংবাদিক রণেশ মৈত্রের মৃত্যুতে সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু শোক প্রকাশ করেছেন।
রণেশ মৈত্র ১৯৩৩ সালে ৪ অক্টোবর রাজশাহী জেলার ন’হাটা গ্রামে জন্মগ্রহণ করেন। পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ১৯৫৫ সালে আইএ এবং ১৯৫৯ সালে বিএ পাশ করেন তিনি।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান মারা গেছেন
১৯৫১ সালে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘নৌবেলা’ পত্রিকার মাধ্যমে তিনি সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন।
সাংবাদিকতায় অবদানের জন্য ২০১৮ সালে তিনি একুশে পদক লাভ করেন।
১১৬৭ দিন আগে
সাংবাদিক বালু হত্যার বিস্ফোরক মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন
একুশে পদকে ভূষিত খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবির বালু হত্যার ১৬ বছর পর বিস্ফোরক অংশের রায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। সেই সাথে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
১৭৮৩ দিন আগে